Daily Current Affairs in BengaliCurrent Affairs

1-5th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1-5th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১-৫মে – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1-5th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28-31st May Current Affairs Quiz 2023- Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. মহারাষ্ট্রের কোন জেলায় ভারতের প্রথম কার্বন-নিরপেক্ষ গ্রামের উন্নয়ন ঘটছে?

(A) মুম্বাই
(B) নাগপুর
(C) পুনে
(D) থানে

[spoiler title=’উত্তর ‘ ] (D) থানে

  • কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল পাটিল জানিয়েছেন যে ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম গড়ে তোলা হচ্ছে থানে জেলার ভিওয়ান্ডি তালুকায়।
  • এছাড়াও, ১২১টি আদিবাসী গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে।
  • ভিওয়ান্ডি লোকসভা কেন্দ্রে এক লাখ ৭৫ হাজার কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার সুবিধা নিচ্ছেন।
[/spoiler]

২. G20 হেলথ ওয়ার্কিং গ্রুপের (HWG) তৃতীয় সভা কোথায় অনুষ্ঠিত হবে?

(A) নতুন দিল্লি
(B) ব্যাঙ্গালোর
(C) মুম্বাই
(D) হায়দ্রাবাদ

[spoiler title=’উত্তর ‘ ] (D) হায়দ্রাবাদ
ভারত ছাড়াও, ১৯টি G20 সদস্য রাষ্ট্র, ১০টি আমন্ত্রিত দেশ এবং ২২টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা তৃতীয় HWG বৈঠকে অংশ নেবেন। [/spoiler]

৩. সম্প্রতি মারা গেছেন প্রখ্যাত নাট্য অভিনেতা আমির রাজা হোসেন। তিনি কোন সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন?

(A) ২০০০
(B) ২০০৮
(C) ১৯৯০
(D) ২০০১

[spoiler title=’উত্তর ‘ ] (D) ২০০১

  • প্রখ্যাত নাট্য অভিনেতা ও পরিচালক আমির রাজা হোসেন মারা গেছেন।
  • কারগিল যুদ্ধের উপর ভিত্তি করে “দ্য ফিফটি ডে ওয়ার” এবং “দ্য লিজেন্ড অফ রাম” এর মতো তার বৃহৎ আউটডোর স্টেজ প্রযোজনার জন্য তিনি পরিচিত ছিলেন।
  • তিনি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত স্টেজডোর থিয়েটার কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন, যেটি ৯১টিরও বেশি প্রযোজনা এবং ১,১০০ টিরও বেশি অভিনয় উপস্থাপন করেছে।
  • আমির রাজা হুসেনকে ২০০১ সালে থিয়েটারে অবদানের জন্য সরকার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছিল।
[/spoiler]

৪. বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর থিম কি ছিল?

(A) Only One Earth
(B) Air pollution
(C) Time for Nature
(D) Beat Plastic Pollution

[spoiler title=’উত্তর ‘ ] (D) Beat Plastic Pollution

বিশ্ব পরিবেশ দিবস:

  • পরিবেশ রক্ষায় সচেতনতা ও উৎসাহিত করার জন্য বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
  • এটি প্রতি বছর ৫ই জুন পালিত হয়।
  • প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।
  • প্রথম বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘”only one earth’।
[/spoiler]

৫. নিচের কোন দেশে মাউন্ট এভারেস্ট ইন্টারন্যাশনাল ইয়োগা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে?

(A) নেপাল
(B) চীন
(C) ভারত
(D) ভুটান

[spoiler title=’উত্তর ‘ ] (A) নেপাল

  • সৌদি আরবের জাতীয় দল তাদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত, ২য় মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক যোগ চ্যাম্পিয়নশিপ নেপালের কাঠমান্ডুতে ৮ থেকে ১০ই জুনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে।

 

[/spoiler]

৬. নিম্নোক্ত কোন ব্যক্তি চলমান ISSF জুনিয়র শুটিং বিশ্বকাপে সোনা জিতেছেন?

(A) সায়নাম
(B) গৌতমী ভানোট
(C) অভিনব শ
(D) উপরের সকলে

[spoiler title=’উত্তর ‘ ] (D) উপরের সকলে

  • ভারতীয় শ্যুটার অভিনব শ এবং গৌতমী ভানোট জার্মানির সুহলে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ISSF বিশ্বকাপ জুনিয়রে ভারতকে তাদের দ্বিতীয় সোনা এনে দিয়েছেন।

 

[/spoiler]

৭. নিচের কোন স্থানটি ভারতের ল্যাভেন্ডার রাজধানী হিসেবে আবির্ভূত হয়েছে?

(A) পাহলগাম
(B) সোনামার্গ
(C) কিশতওয়ার
(D) ভাদেরওয়াহ

[spoiler title=’উত্তর ‘ ] (D) ভাদেরওয়াহ
ভাদেরওয়াহ ভারতের ল্যাভেন্ডার রাজধানী এবং এগ্রি স্টার্টআপ গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে। [/spoiler]

৮. নিচের কোন দেশে বিশ্বের গুপ্তচর প্রধানরা একটি গোপন কনক্লেভে মিলিত হয়েছিল?

(A) আমেরিকা
(B) জাপান
(C) দক্ষিণ কোরিয়া
(D) সিঙ্গাপুর

[spoiler title=’উত্তর ‘ ] (D) সিঙ্গাপুর
বিশ্বের প্রায় দুই ডজন প্রধান গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপের নিরাপত্তা বৈঠকের প্রান্তে একটি গোপন বৈঠক করেছেন। [/spoiler]

৯. গুফি পেন্টাল সম্প্রতি মারা গেছেন, তিনি বি আর চোপড়ার মহাভারতে কোন চরিত্রে অভিনয় করেছিলেন?

(A) শকুনি মামা
(B) বিধুরা
(C) কৃষ্ণ
(D) অর্জুন

[spoiler title=’উত্তর ‘ ] (A) শকুনি মামা

  • অভিনেতা গুফি পেন্টাল, বি আর চোপড়ার টিভি শো মহাভারত (১৯৮০) এ শকুনি মামার ভূমিকায় অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত।
  • মৃত্যুকালীন তার বয়স ছিল ৭৯।
[/spoiler]

১০. সম্প্রতি কোথায় প্রাক-ঐতিহাসিক ধলপুর শিব মন্দিরের উদ্বোধন করা হলো?

(A) সিপাঝারে
(B) শিলংয়ে
(C) ইটানগরে
(D) গুয়াহাটিতে

[spoiler title=’উত্তর ‘ ] (A) সিপাঝারে

  • আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দারাং জেলার সিপাঝারে প্রাক-ঐতিহাসিক, ৫,০০০ বছরের পুরনো ধলপুর শিব মন্দিরের স্থায়ী ভবনের উদ্বোধন করেছেন।
  • প্রকল্পটি গরুখুটি প্রকল্প নামে পরিচিত ছিল এবং এটি আসামের মানুষের গর্বের সাথে জড়িত।
[/spoiler]

১১. সুরিনামের রাষ্ট্রপতি দ্বারা দ্রৌপদী মুর্মুকে দেওয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?

(A) Order of the Palm
(B) Order of the Golden Arrow
(C) Order of the Surinamese Lion
(D) Order of the Chain of Yellow Star

[spoiler title=’উত্তর ‘ ] (D) Order of the Chain of Yellow Star

  • সুরিনাম, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তার সর্বোচ্চ বেসামরিক সম্মান, গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ ইয়েলো স্টার প্রদান করেছে।
  • তিনি এই পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়।
  • সুরিনামে রাষ্ট্রীয় সফরের সময় তিনি সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারসাদ সান্তোখির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
[/spoiler]

১২. নিচের কোন গল্ফ খেলোয়াড় সম্প্রতি মেমোরিয়াল টুর্নামেন্ট জিতেছে?

(A) সি উ কিম
(B) হিদেকি মাতসুয়ামা
(C) সহিত থেগালা
(D) ভিক্টর হভল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (D) ভিক্টর হভল্যান্ড

  • ভিক্টর হভল্যান্ড ডেনি ম্যাকার্থির সাথে প্লে অফে ২০ মিলিয়ন ডলারের মেমোরিয়াল টুর্নামেন্ট জিতেছেন।
  • এটি ছিল তার চতুর্থ অফিসিয়াল PGA ট্যুর জয়।
  • যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এটি হভল্যান্ডের প্রথম জয়ও ছিল।
  • বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।
[/spoiler]

১৩. বিজেপি সভাপতি জেপি নাড্ডা নরেন্দ্র মোদী সরকারের নয় বছরের এচিভমেন্টের বই প্রকাশ করেছেন। বইটির নাম কি?

(A) অমৃতকাল কি লক্ষয়
(B) অমৃতকাল কি ওরে
(C) অমৃতকাল কি সংকল্প
(D) অমৃতকাল কি রাহ

[spoiler title=’উত্তর ‘ ] (B) অমৃতকাল কি ওরে

  • বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরের অর্জনের উপর ভিত্তি করে নয়াদিল্লিতে “অমৃতকাল কি ওরে” নামে একটি বই প্রকাশ করেছেন।
  • একটি অনুষ্ঠানে বক্তৃতায় মিঃ নাড্ডা বলেন, মোদি সরকারের ৯ বছর দেশকে বদলে দিয়েছে।
[/spoiler]

১৪. নিচের কোন ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় অনুর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পুরুষদের শটপুট ইভেন্টে সোনা জিতেছেন?

(A) শারুক খান
(B) সিদ্ধার্থ চৌধুরী
(C) শিবম লোহাকরে
(D) শাকিল

[spoiler title=’উত্তর ‘ ] (B) সিদ্ধার্থ চৌধুরী

  • দক্ষিণ কোরিয়ার ইয়েচনে অনূর্ধ্ব ২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ভারত তার আধিপত্য প্রদর্শন করেছে।
  • ভারতের সিদ্ধার্থ চৌধুরী পুরুষদের শটপুটে ১৯.৫২ মিটার ব্যক্তিগত সেরা থ্রো করে সোনা জিতেছেন।
[/spoiler]

১৫. বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয়?

(A) ৫ই জুন
(B) ৮ই জুন
(C) ৭ই জুন
(D) ৬ই জুন

[spoiler title=’উত্তর ‘ ] (C) ৭ই জুন

  • এটি প্রতিবছর ৭ই জুন পালন করা হয়।
  • দিবসটির উদ্দেশ্য হল বিভিন্ন খাদ্যজনিত ঝুঁকি এবং কীভাবে তা প্রতিরোধ করা যায় সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
  • ২০১৮ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রথম বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস গৃহীত হয়।
  • বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস ২০২৩-এর থিম হল “Food Standards Save Lives”।
[/spoiler]

১৬. কোন দেশ সম্প্রতি একটি উড়ন্ত ট্যাক্সির প্রথম পরীক্ষা পরিচালনা করেছে?

(A) ইজরায়েল
(B) জাপান
(C) জার্মানি
(D) যুক্তরাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) ইজরায়েল

  • ইসরায়েল গণপরিবহনের জন্য ট্যাক্সি ড্রোনের পরীক্ষা শুরু করেছে।
  • যানজট কমাতে ড্রোনগুলি ইসরায়েলের জাতীয় ড্রোন উদ্যোগের অংশ।
[/spoiler]

১৭. সম্প্রতি দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম ‘বিপর্যয়’ নিচের কোন দেশ দিয়েছে?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) মালদ্বীপ
(D) শ্রীলংকা

[spoiler title=’উত্তর ‘ ] (B) বাংলাদেশ

  • দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় দেখা গেছিলো।
  • বাংলাদেশ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘বিপর্যয়’।
[/spoiler]

১৮. দক্ষিণ কোরিয়ার ইয়েচনে এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডেক্যাথলন ইভেন্টে নিচের কোন ব্যক্তি সোনা জিতেছেন?

(A) সুনীল কুমার
(B) শারুক খান
(C) শিবম লোহাকরে
(D) সিদ্ধার্থ চৌধুরী

[spoiler title=’উত্তর ‘ ] (A) সুনীল কুমার

  • ভারতের সুনীল কুমার ৭০০৩ পয়েন্ট স্কোর করেছেন এবং দক্ষিণ কোরিয়ার ইয়েচনে এশিয়ান U20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডেকাথলনে সোনা জিতেছেন।
  • এছাড়াও পূজা ১.৮২ মিটার লাফ দিয়ে শেষ করে মহিলাদের হাই জাম্প-এ রৌপ্য জিতেছে এবং বুশরা খান মহিলাদের ৩০০০ মিটার দৌড়ে রৌপ্য জিতেছিল।
[/spoiler]

১৯. নিচের কোন রাজ্য সরকার বাসে এয়ার পিউরিফায়ার চালু করেছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) মহারাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) পশ্চিমবঙ্গ

  • পশ্চিমবঙ্গ সরকার শহরে দূষণের মাত্রা কমাতে রাজ্যের রাজধানী কলকাতায় এয়ার পিউরিফায়ার সহ বাস চালু করেছে।
  • বাস রুফ মাউন্টেড এয়ার পিউরিফিকেশন সিস্টেম (BRMAPS), যার নাম ‘সুদ্ধ বায়ু’, ভারতের প্রথম।
  • এটি IIT দিল্লির বিজ্ঞানীদের সহযোগিতায় একটি পাইলট প্রকল্পের একটি অংশ।
[/spoiler]

২০. ‘নয়ে ভারত কে স্বপ্নে’ নতুন ক্যাম্পেইনটি কোন মন্ত্রণালয় চালু করেছেন?

(A) গুগল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়
(B) গুগল এবং মহিলা মন্ত্রণালয়
(C) মাইক্রোসফট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়
(D) মেটা এবং মহিলা মন্ত্রণালয়

[spoiler title=’উত্তর ‘ ] (D) মেটা এবং মহিলা মন্ত্রণালয়

  • মেটা এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক (MWCD), অমৃত প্রজন্মের প্রচারাভিযান চালু করেছে ‘নয়ে ভারত কে স্বপ্নে’৷
[/spoiler]

২১. ২০২২-২৩ সালের জন্য স্টেট ফুড সেফটি ইনডেক্সে (SFSI) এ বড় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে?

(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) কেরালা
(D) পাঞ্জাব

[spoiler title=’উত্তর ‘ ] (C) কেরালা
ডঃ মনসুখ মান্ডাভিয়া ৫ তম রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক (SFSI) উন্মোচন করেছেন, যা খাদ্য নিরাপত্তার ছয়টি ভিন্ন দিক জুড়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কর্মক্ষমতা মূল্যায়ন করে৷ [/spoiler]

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button