Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়?

(A) ৩রা মার্চ
(B) ১লা মার্চ
(C) ৫ই মার্চ
(D) ৪ঠা মার্চ

উত্তর
(A) ৩রা মার্চ

  • ২০শে ডিসেম্বর ২০১৩-তে, জাতিসংঘের সাধারণ পরিষদ (UNGA), ৩রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে ঘোষণা করেছিল।
  • এই তারিখটিতে ১৯৭৩ সালে CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) স্বাক্ষরিত হয়েছিল।

২. ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলি কাকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে?

(A) ফান ভ্যান ডাং
(B) নগুয়েন ফু ট্রং
(C) ভো ভ্যান থুং
(D) নগুয়েন জুয়ান ফুক

উত্তর
(C) ভো ভ্যান থুং

  • ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলি ভো ভ্যান থুংকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।
  • ভো ভ্যান থুং-এর নির্বাচন জানুয়ারিতে তার পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুকের আকস্মিক পদত্যাগের পরে হয়েছে।
  • তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (CPV) সদস্য।

৩. ‘বিশ্ব জন্মগত ত্রুটি দিবস’ (WBDD) কোন দিনটিতে পালিত হয়?

(A) ২৬শে মার্চ
(B) ৩রা মার্চ
(C) ৪ঠা মার্চ
(D) ১লা মার্চ

উত্তর
(B) ৩রা মার্চ

  • অনেক ধরণের জন্মগত ত্রুটি রয়েছে এবং এই দিনটি সমস্ত জন্মগত ত্রুটির জন্য সচেতনতা বাড়াতে ত্রুটি কমানোর উদ্দেশ্যে উদযাপিত হয়।

৪. সীমান্তরক্ষী বাহিনী ‘সশস্ত্র সীমা বল’ (SSB)-এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাজেশ মালহোত্রা
(B) অরুণ কোহলি
(C) রশ্মি শুক্লা
(D) সোনিয়া গোকানি

উত্তর
(C) রশ্মি শুক্লা

  • সিনিয়র IPS অফিসার রশ্মি শুক্লাকে সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (SSB) এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • SSB নেপাল ও ভুটানের সাথে দেশের সীমান্ত পাহারা দেয়।

৫. বিদ্যুৎ নিয়ন্ত্রক সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (CERC) এর নতুন চেয়ারপার্সন হলেন কে?

(A) জিষ্ণু বড়ুয়া
(B) আরএস রিন
(C) রাজেশ মালহোত্রা
(D) শৈলেশ পাঠক

উত্তর
(A) জিষ্ণু বড়ুয়া

  • এর আগে তিনি আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।

৬. Gov গেমসের চতুর্থ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

(A) টোকিও
(B) দুবাই
(C) তেহরান
(D) রিয়াদ

উত্তর
(B) দুবাই
গেমগুলি ৫ই মার্চ পর্যন্ত চলবে।
২০১৮ সালে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গেমগুলি চালু করেছিলেন।

৭. এশিয়ান চেস ফেডারেশন কর্তৃক বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন কে?

(A) প্রজনেশ গুনেশ্বরন
(B) সুকান্ত কদম
(C) শিব শ্রীধর
(D) ডি গুকেশ

উত্তর
(D) ডি গুকেশ

  • ২০২২ সালে মহাবালিপুরমে ৪৪তম দাবা অলিম্পিয়াডে ৯/১১ এর রেকর্ড-ব্রেকিং স্কোর সহ স্বর্ণপদক জয় করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।

৮. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যের রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন?

(A) ত্রিপুরা
(B) সিকিম
(C) আসাম
(D) মেঘালয়

উত্তর
(A) ত্রিপুরা

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৩রা মার্চ, ২০২৩-এ রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
  • তিনি ২০২২ সাল থেকে ত্রিপুরার ১১ তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
  • মুখ্যমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button