22th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
22th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২২শে জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোন লেখক ২০২২ সালের ‘Women’s Prize for Fiction’ জিতেছেন?
(A) ডরিস লেসিং
(B) রুথ ওজেকি
(C) ভার্জিনিয়া উলফ
(D) টনি মরিসন
- কানাডিয়ান-আমেরিকান লেখক রুথ ওজেকি ২০২২ সালের ‘The Book of Form and Emptiness.’ জিতেছেন।
- তিনি তার উপন্যাস “The Book of Form and Emptiness” এর জন্য এই পুরস্কার জিতেছেন।
- এই পুরস্কারটি প্রতিবছর বিশ্বের যে কোনো স্থান থেকে একজন ইংরেজি ভাষার লেখককে দেওয়া হয়।
২. ‘ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (FICA)-এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন?
(A) মিতালি রাজ
(B) লিসা স্থালেকার
(C) বেথ মুনি
(D) নাটালি সাইভার
- কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্থালেকার, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (FICA) প্রথম মহিলা সভাপতি হলেন।
- তিনি ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্ট, ১২৫টি ODI এবং ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন।
৩. জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রুচিরা কাম্বোজ
(B) টিএস তিরুমূর্তি
(C) ডাঃ ডি জে পান্ডিয়ান
(D) জিতেন্দ্র সিং
- সিনিয়র কূটনীতিক রুচিরা কাম্বোজকে জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
- বর্তমানে তিনি ভুটানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি জাতিসংঘে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে টিএস তিরুমূর্তি-এর স্থলাভিষিক্ত হবেন।
৪. কোন দিনটিকে প্রতিবছর বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়?
(A) ১১ই জুন
(B) ২১শে জুন
(C) ১৬ই জুন
(D) ২২শে জুন
- প্রতি বছর ২১শে জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালিত হয়।
- হাইড্রোগ্রাফারদের কাজ এবং হাইড্রোগ্রাফির গুরুত্ব প্রচার করার জন্য দিনটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন দ্বারা গৃহীত হয়েছিল।
- ২০২২ এর থিম হল: “Hydrography – contributing to the United Nations Ocean Decade”।
- ২০০৫ সালে প্রথম দিবসটি পালন করা হয়।
৫. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ‘সিসমোলজি অবজারভেটরি’-র উদ্বোধন করলেন?
(A) অনুরাগ ঠাকুর
(B) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
(C) ডাঃ জিতেন্দ্র সিং
(D) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
- কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং ২১শে জুন ২০২২-এ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সিসমোলজি অবজারভেটরির উদ্বোধন করেছেন।
৬. GIFT সিটিতে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের’ (NDB) ভারতের আঞ্চলিক অফিসের মহাপরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) এস. রবীন্দ্রন
(B) সতীশ কুমার
(C) সঞ্জীব পান্ডে
(D) ডি জে পান্ডিয়ান
- নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB) বা ‘BRICS Development Bank’ ডাঃ ডি জে পান্ডিয়ানকে ‘গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি’ (GIFT সিটি)-তে ভারতের আঞ্চলিক অফিসের মহাপরিচালক নিযুক্ত করেছে।
- পান্ডিয়ান এর আগে এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের (AIIB) ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৭. কোন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সম্প্রতি একটি ‘অ্যান্টি-গ্র্যাভিটি বডি স্যুট’ তৈরি করেছেন?
(A) Panjab University
(B) IISER Mohali
(C) AIIMS-Delhi
(D) Baba Farid University of Health Sciences
- অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (AIIMS-দিল্লি) বিশেষজ্ঞরা একটি অ্যান্টি-গ্র্যাভিটি বডি স্যুট তৈরি করেছেন।
- এই স্যুটটিতে মহাকাশচারীরা মহাকাশে যোগব্যায়াম করতে পারবেন।
- এটি মহাকাশচারীদের জন্য ভারতের তৈরী প্রথম বডিস্যুট।
৮. ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালে বিশ্বব্যাপী সোনার পুনর্ব্যবহারে (gold recycling) ভারতের স্থান কত?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
- ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি রিপোর্ট অনুসারে ২০২১ সালে বিশ্বব্যাপী সোনার পুনর্ব্যবহারের ক্ষেত্রে চীন, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ভারত চতুর্থ স্থানে রয়েছে।
- গত পাঁচ বছরে দেশের মোট সোনার সরবরাহের ১১ শতাংশ এসেছে পুরানো সোনা থেকে।
- প্রতিবেদনটির শিরোনাম ‘গোল্ড রিফাইনিং অ্যান্ড রিসাইক্লিং’।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here