Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কাকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) ঋষভ পন্ত
(B) শ্রেয়া ঘোষাল
(C) আমির খান
(D) উর্বশী রাউতেলা

উত্তর :
(A) ঋষভ পন্ত

  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ১১ই আগস্ট ২০২২-এ ক্রিকেটার ঋষভ পন্তকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করেছেন।
  • ঋষভ পন্ত উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকিতে জন্মগ্রহণ করেছিলেন।
  • IPL এ তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।

২. কোন দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন করা হয়?

(A) ২রা আগস্ট
(B) ১২ই আগস্ট
(C) ৭ই আগস্ট
(D) ১০ই আগস্ট

উত্তর :
(B) ১২ই আগস্ট

  • বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা মোকাবেলা এবং উন্নয়নে তরুণদের ভূমিকাকে সম্মান জানানোর জন্য এই দিনটি পালিত হয়।
  • জাতিসংঘ  ১৯৯৯ সালে এই দিনটির ঘোষণা করেছিল।
  • ১২ই আগস্ট ২০০০ এ প্রথম এই দিবস পালিত হয়েছিল।
  • ২০২২ সালের থিম “Intergenerational solidarity: Creating a world for all ages”।

৩. কোন রাজ্য ৩০শে অক্টোবর ২০২২ থেকে নর্থ-ইস্ট অলিম্পিকের দ্বিতীয় সংস্করণ হোস্ট করতে চলেছে?

(A) সিকিম
(B) নাগাল্যান্ড
(C) আসাম
(D) মেঘালয়

উত্তর :
(D) মেঘালয়

  • মেঘালয় শিলং-এ ৩০শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর ২০২২ পর্যন্ত নর্থ-ইস্ট অলিম্পিকের দ্বিতীয় সংস্করণের হোস্ট করবে।
  • গেমসের প্রথম সংস্করণ ২০১৮ সালে মণিপুরে আয়োজিত হয়েছিল।
  • এই সংস্করণে, ৮টি উত্তর-পূর্ব রাজ্যের প্রায় ৪,০০০ জন অংশগ্রহণ করবে।

৪. ইসি মিয়াকে, সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) কৃষি
(B) বিজ্ঞান
(C) অর্থনীতি
(D) ডিজাইন

উত্তর :
(D) ডিজাইন

  • প্রবীণ জাপানি ডিজাইনার ইসি মিয়াকে সম্প্রতি ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন।
  • তিনি তার উদ্ভাবনীমূলক ও প্রযুক্তি-চালিত পোশাক ডিজাইনের জন্য বিখ্যাত ছিলেন।

৫. কোন ভারতীয় রাজনীতিবিদকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘Chevalier de la Legion d’Honneur’-এ ভূষিত করা হয়েছে?

(A) নরেন্দ্র মোদী
(B) রামনাথ কোবিন্দ
(C) শশী থারুর
(D) রাহুল গান্ধী

উত্তর :
(C) শশী থারুর

  • প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • ফরাসি সরকার এই রাজনীতিবিদকে তার লেখা ও বক্তৃতার জন্য সম্মানিত করছে।
  • পুরস্কারটিকে ইংলিশে ‘National Order of the Legion of Honour’-ও বলা হয়।
  • পুরস্কারটি ১৮০২ সালে নেপোলিয়ন বোনাপার্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

৬. কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম ভ্রূণ তৈরী করেছে?

(A) আমেরিকা
(B) ইজরায়েল
(C) জাপান
(D) ভিয়েতনাম

উত্তর :
(B) ইজরায়েল

  • কোন ধরণের শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ছাড়াই এই ভ্রূণ তৈরী করা হয়েছে।

৭. ২২তম ভারত রঙ্গ মহোৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে?

(A) মহারাষ্ট্র
(B) মণিপুর
(C) অসম
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(A) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে ২২তম ‘ভারত রঙ্গ মহোৎসব’-এর উদ্বোধন করেছেন।
  • পাঁচ দিনের এই নাট্য উৎসব ৯ই আগস্ট থেকে ১৩ই আগস্ট, ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

৮. কেন দিনটিতে প্রতিবছর ‘বিশ্ব হাতি দিবস’ পালিত হয়?

(A) ১২ই আগস্ট
(B) ১লা সেপ্টেম্বর
(C) ৯ই আগস্ট
(D) ১৩ই আগস্ট

উত্তর :
(A) ১২ই আগস্ট

  • সারা বিশ্বে হাতির দুর্দশা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১২ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালিত হয়।
  • বিশ্ব হাতি দিবসের মূল উদ্দেশ্য হ’ল হাতি সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরি করা এবং বন্য ও বন্দী হাতিদের আরও ভাল সুরক্ষা এবং চিকিৎসা ইত্যাদি বিষয়ে নজর দেওয়া।

৯. সম্প্রতি কে ৩ বারের প্রচেষ্টায় ৭৩৭ কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড গড়লেন?

(A) ড্যানিয়েল রিশ
(B) তামারা ওয়ালকট
(C) ইনগ্রিডা সিমোনিতে
(D) স্টেফি গ্রাফ

উত্তর :
(B) তামারা ওয়ালকট

  • মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একজন মহিলা পাওয়ারলিফটার তামারা ওয়ালকট, মোট ৭৩৭.৫ কেজি ওজন তুলে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড (GWR) ভাঙলেন।
  • তিনটি কম্পাউন্ড লিফটে মোট ৭৩৭.৫ কেজি উত্তোলনের পর প্রতিযোগিতায় (মহিলা) বেঞ্চ/স্কোয়াট এবং প্রেসের জন্য সবচেয়ে ভারী ক্রমবর্ধমান লিফটের জন্য গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড (GWR) ভেঙেছেন তিনি।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button