Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটি প্রতিবছর বিশ্ব অঙ্গদান দিবস হিসেবে পালিত হয়?

(A) ১২ আগস্ট
(B) ১৩ আগস্ট
(C) ১০ আগস্ট
(D) ৯ আগস্ট

উত্তর :
(B) ১৩ আগস্ট

  • বিশ্ব অঙ্গদান দিবস প্রতি বছর ১৩ই আগস্ট সারা বিশ্বে পালিত হয়।
  • এই দিনটি পালনের উদ্দেশ্য অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে অঙ্গদান করতে উৎসাহিত করা।
  • ১৯৫৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল জীবন্ত দাতার অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল।
  • এছাড়াও ভারতের নিজস্ব অঙ্গ দান দিবস রয়েছে যা প্রতি বছর ২৭শে নভেম্বর পালন করা হয়।

২. United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর রিপোর্ট অনুসারে, ২০২১ সালে ডিজিটাল মুদ্রার মালিকানায় ভারতের স্থান কত?

(A) চতুর্থ
(B) দ্বিতীয়
(C) সপ্তম
(D) তৃতীয়

উত্তর :
(C) সপ্তম

  • এই রিপোর্ট অনুসারে, ২০২১ সালে প্রায় ৭.৩% ভারতীয়রা কোনো না কোনো ডিজিটাল মুদ্রার মালিক ছিল।
  • ইউক্রেন তালিকার শীর্ষে রয়েছে, এর জনসংখ্যার প্রায় ১২.৭% ডিজিটাল মুদ্রার মালিক ।

৩. মর্যাদাপূর্ণ ‘লিসবন ট্রিয়েনাল মিলেনিয়াম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ জয়ী প্রথম দক্ষিণ এশীয় স্থপতি কে হলেন?

(A) রিচা অনিরুদ্ধ
(B) মেরিনা তাবাসসুম
(C) মনীষা শর্মা
(D) শুভম যাদব

উত্তর :
(B) মেরিনা তাবাসসুম

  • প্রখ্যাত বাংলাদেশী স্থপতি মেরিনা তাবাসসুম প্রথম দক্ষিণ এশীয় স্থপতি হিসেবে মর্যাদাপূর্ণ লিসবন ট্রিয়েনাল মিলেনিয়াম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন।
  • পর্তুগালের লিসবনে ২৯শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লিসবন ট্রিয়েনালের সময় তিনি পুরস্কারটি গ্রহণ করবেন।

৪. সম্প্রতি ISRO কর্তৃক লঞ্চ করা 3D ভার্চুয়াল স্পেস টেক পার্কটির নাম কি?

(A) SPARK
(B) SPECTRA
(C) SAKSHAM
(D) NETRA

উত্তর :
(A) SPARK

  • ISRO, ‘স্পার্ক’ নামে একটি 3D ভার্চুয়াল স্পেস টেক পার্ক চালু করেছে।
  • ISRO-এর অফিসিয়াল ওয়েবসাইট : https://spacepark.isro.gov.in -এর মাধ্যমে এই 3D ভার্চুয়াল স্পেস টেক পার্ক অ্যাক্সেস করা যেতে পারে।

৫. ভারতীয় বিমান বাহিনী (IAF) কোন দেশের সাথে ‘উদারশক্তি’ নামে একটি দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করতে চলেছে?

(A) মালয়েশিয়া
(B) থাইল্যান্ড
(C) তাইওয়ান
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(A) মালয়েশিয়া

  • এটি ভারতীয় বায়ুসেনা এবং রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স (RMAF) এর মধ্যে পরিচালিত প্রথম দ্বিপাক্ষিক মহড়া।

মালয়েশিয়া:

  • প্রধানমন্ত্রী: ইসমাইল সাবরি ইয়াকুব
  • রাজধানী: কুয়ালালামপুর (নির্বাহী রাজধানী), পুত্রজায়া (প্রশাসনিক রাজধানী)
  • মুদ্রা: মালয়েশিয়ান রিঙ্গিত

৬. কোন রাজ্যের মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে প্রথম অনূর্ধ্ব-১৬ ‘খেলো ইন্ডিয়া মহিলা হকি লীগ’ অনুষ্ঠিত হবে?

(A) চেন্নাই
(B) কলকাতা
(C) শিলং
(D) নতুন দিল্লি

উত্তর :
(D) নতুন দিল্লি

  • ১৬-২৩শে আগস্ট ২০২২ এর মধ্যে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে প্রথম অনূর্ধ্ব-১৬ খেলো ইন্ডিয়া মহিলা হকি লিগ অনুষ্ঠিত হবে।
  • এই লিগে সারাদেশ থেকে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
  • ৫৬টি ম্যাচ খেলা হবে এবং ৩০০ জনেরও বেশি খেলোয়াড় লিগের প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে।

৭. সম্প্রতি কাকে ৫বছরের জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুত করা হয়েছে?

(A) মোহিত বর্মণ
(B) পি উদয়কুমার
(C) টি রাজা কুমার
(D) পরিতোষ ত্রিপাঠী

উত্তর :
(A) মোহিত বর্মণ

  • তিনি অমিত বর্মণের স্থলাভিষিক্ত হলেন।
  • মোহিত বর্মণকে ১১ই আগস্ট থেকে ৫ বছরের জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে উন্নীত করা হয়েছে।

Dabur :

  • CEO : মোহিত মালহোত্রা
  • প্রতিষ্ঠা : ১৮৮৪
  • সদরদপ্তর : গাজিয়াবাদ

৮. সম্প্রতি কে প্রথম বোলার হিসাবে ৬০০টি টি-টোয়েন্টি উইকেট নিলেন?

(A) ডোয়াইন ব্রাভো
(B) জসপ্রীত বুমরাহ
(C) রবীন্দ্র জাদেজা
(D) কাইরন পোলার্ড

উত্তর :
(A) ডোয়াইন ব্রাভো

  • ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০টি উইকেট নেওয়ার প্রথম বোলার হয়ে উঠলেন।
  • এছাড়াও কিছুদিন আগে কাইরন পোলার্ড ৬০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন।

৯. UEFA Super Cup 2022 জিতলো কোন ফুটবল ক্লাব?

(A) লিভারপুল FC ইংল্যান্ড
(B) রিয়াল মাদ্রিদ
(C) ম্যানচেস্টার সিটি ইংল্যান্ড
(D) ইন্ট্রাচ ফ্রাঙ্কফুর্ট

উত্তর :
(B) রিয়াল মাদ্রিদ

  • রিয়াল মাদ্রিদ ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে পরপর পঞ্চমবারের জন্য UEFA সুপার কাপ জিতলো।
  • ফাইনালে ইন্ট্রাচ ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button