Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩শরা জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (3rd January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি’-র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?

(A) আগ্রা
(B) কানপুর
(C) মিরাট
(D) মথুরা

[spoiler title=”উত্তর : “] (C) মিরাট

  • ২রা জানুয়ারী ২০২২-এ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
  • প্রায় ৭০০ কোটি টাকার ব্যায়ে এই ক্রিড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে উত্তর প্রদেশের মিরাট শহরে।
  • এই বিশ্ববিদ্যালয়ে ৫৪০ জন পুরুষ ও সমসংখ্যক মহিলাসহ মোট ১০৮০ জনের প্রশিক্ষণের ব্যাবস্থা থাকবে।
[/spoiler]

২. সম্প্রতি কাকে ইস্পাত মন্ত্রণালয়ের (ministry of steel) সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে?

(A) সঞ্জয় কুমার সিং
(B) রবীশ সিং
(C) অনুপ পাঠক
(D) অবনীশ শুক্লা

[spoiler title=”উত্তর : “] (A) সঞ্জয় কুমার সিং

  • তিনি Department of Administrative Reforms & Public Grievances (DARPG)-এর সচিব পদে অধিষ্ঠিত ছিলেন।
  • তিনি শ্রী পি.কে. ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন।
[/spoiler]

৩. কোন দেশ সম্প্রতি ১ কোটি কোভিড-19 সংক্রমণ অতিক্রম করা ৬তম দেশ হয়েছে?

(A) জাপান
(B) ফ্রান্স
(C) ভারত
(D) ইতালি

[spoiler title=”উত্তর : “] (B) ফ্রান্স
মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন এবং রাশিয়ার পর ফ্রান্স ১ কোটি কোভিড-19 সংক্রমণ অতিক্রম করা ৬-তম দেশ হল। [/spoiler]

৪. কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম ডুয়াল-মোড যান (dual-mode vehicle) চালু করেছে যা রাস্তার পাশাপাশি রেলপথেও চলতে পারে?

(A) চীন
(B) ফ্রান্স
(C) জাপান
(D) সিঙ্গাপুর

[spoiler title=”উত্তর : “] (C) জাপান

  • জাপান তার কাইয়ো শহরে একটি মিনিবাসের মতো দেখতে বিশ্বের প্রথম ডুয়াল-মোড যান (DMV) চালু করেছে।
  • বলা হচ্ছে, গাড়িটি রাস্তার পাশাপাশি রেলপথেও চলতে পারে।
  • গাড়িটি রাস্তার উপর সাধারণ রাবার টায়ারের উপর এবং রেলের ট্র্যাকের উপর ইস্পাতের চাকায় চলে।
  • গাড়িটি ২১ জন যাত্রী বহন করতে পারে এবং রেল ট্র্যাকে ৬০ কিমি/ঘন্টা বেগে চলতে পারে এবং পাবলিক রাস্তায় প্রায় ১০০ কিমি/ঘন্টা বেগে চলতে পারে।
[/spoiler]

৫. ফাইলের কাজকে ত্বরান্বিত করতে এবং জনসাধারণের অভিযোগ সহজে সমাধান করতে, কোন রাজ্য সরকার সম্প্রতি ‘কৌশল রোজগার নিগম’ পোর্টাল চালু করেছে?

(A) রাজস্থান
(B) পাঞ্জাব
(C) গুজরাট `
(D) হরিয়ানা

[spoiler title=”উত্তর : “] (D) হরিয়ানা

হরিয়ানা :

  • মুখ্যমন্ত্রী : মনোহরলাল খাট্টার
  • রাজ্যপাল : বান্দারু দাত্তত্রেয়া
  • রাজধানী : চন্ডীগড়
[/spoiler]

৬. সম্প্রতি কে কল্পকাহিনীর (Fiction) সেরা বইয়ের জন্য ‘সুশীলা দেবী পুরস্কার ২০২১’ জিতেছে?

(A) আনমোল সিং
(B) অনুকৃতি উপাধ্যায়
(C) ভিখারী ঠাকুর
(D) নীলোৎপল মৃণাল

[spoiler title=”উত্তর : “] (B) অনুকৃতি উপাধ্যায়

  • অনুকৃতি উপাধ্যায় তার কল্পকাহিনীর উপন্যাস ‘কিন্টসুগি’-র জন্য সুশীলা দেবী পুরস্কার ২০২১ জিতেছেন।
  • শ্রী রতনলাল ফাউন্ডেশন এই পুরস্কার প্রবর্তন করেছে।
  • আগের বিজয়ীরা হলেন নমিতা গোখলে (Things To Leave Behind), শুভাঙ্গী স্বরূপ (Latitudes of Longing) এবং অবনী দোশি (Girl in White Cotton)।
[/spoiler]

৭. কোন দেশ সম্প্রতি পৃথিবী থেকে প্রায় ২২,২৪০ মাইল উপরে জিওস্টেশনারি কক্ষপথে একটি কমিউনিকেশন স্যাটেলাইট Inmarsat-6 F1 উৎক্ষেপণ করেছে?

(A) ফ্রান্স
(B) রাশিয়া
(C) জাপান
(D) সংযুক্ত আরব আমিরাত (UAE)

[spoiler title=”উত্তর : “] (C) জাপান
Inmarsat-6 F1 স্যাটেলাইটটি H-2A রকেট-এ ২২শে ডিসেম্বর ২০২১ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। [/spoiler]

৮. নিচের কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি অ্যান্টার্কটিকার বরফের নীচে ৭৭টি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) রাশিয়া
(D) ভারত

[spoiler title=”উত্তর : “] (B) জার্মানি

  • জার্মান গবেষকরা অ্যান্টার্কটিকার বরফের তাকগুলির নীচে লুকিয়ে থাকা সামুদ্রিক জীবনের এক ভাণ্ডার আবিষ্কার করেছেন৷
  • দলটি ৭৭ টি প্রজাতি আবিষ্কার করেছে যার মধ্যে সাবার-আকৃতির ব্রায়োজোয়ান (শ্যাওলা প্রাণী) এবং সারপুলিড ওয়ার্ম রয়েছে।
[/spoiler]

৯. ভিস্তারা এয়ারলাইনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রবীন্দ্র সাহু
(B) বিনোদ কানন
(C) সতীশ জৈন
(D) দুর্গা প্রসাদ গুপ্ত

[spoiler title=”উত্তর : “] (B) বিনোদ কানন

  • বিনোদ কানন ২রা জানুয়ারী ২০২২-এ ভিস্তারা এয়ারলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
  • তিনি কান্নান লেসলি থং এর স্থলাভিষিক্ত হন যিনি ১৬ জুলাই, ২০১৭ থেকে ৩১শে ডিসেম্বর, ২০২১ পর্যন্ত CEO ছিলেন।
[/spoiler]

১০. ইজেগায়েহু তাই এবং বেরিহু আরেগাউই সম্প্রতি বার্সেলোনার কার্সা দেল নাসোসে ৫০০০-মিটার ম্যারাথনের নতুন ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন, তারা কোন দেশের বাসিন্দা?

(A) ইথিওপিয়া
(B) ঘানা
(C) নাইজেরিয়া
(D) কেনিয়া

[spoiler title=”উত্তর : “] (A) ইথিওপিয়া

  • ইথিওপিয়ার ইজেগায়েহু তাই (মহিলা রেকর্ড) এবং বেরিহু আরেগাউই (পুরুষ রেকর্ড) ২রা জানুয়ারী, ২০২২-এ বার্সেলোনার কার্সা দেল নাসোসে ৫ কিলোমিটারের বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
  • ২১ বছর বয়সী তাই, ২০২১ সালে ৮:১৯.৫২ এর ইথিওপিয়ান ৩০০০ মিটার রেকর্ড গড়েছিলেন এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম মহিলা ছিলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button