2021 Current Affairs in Bengali – MCQ – এপ্রিল ২০২১ : ০৮ – ১৪
Daily Current Affairs MCQ in Bangla
2021 Current Affairs in Bengali – MCQ – এপ্রিল ২০২১ : ০৮ – ১৪
দেওয়া রইলো ০৮ থেকে ১৪ মার্চ – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2021 Current Affairs in Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
দেখে নাও –
- কৃষি বিল ২০২০ – বিস্তারিত তথ্য – ভালো ও খারাপ দিক
- ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২১ । ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস – PDF
- পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
- ২০২১ সালের গুরুপ্তপূর্ণ পুরস্কার এবং সম্মান
- কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ । Union Budget 2021-22
- নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF
- কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
Daily Current Affairs MCQ in Bengali
১. ২০২১ সালের এপ্রিলে শুভা টাটাভারতী নিম্নলিখিত কোন সংস্থার চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন ?
(A) Infosys
(B) Wipro
(C) Tech Mahindra
(D) Cognizant
শুভা টাটাভারতী Wipro এর চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন ।
২. ২০২১ সালের এপ্রিলে আদিত্য বিড়লা সান লাইফ (ABSL) মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার (CIO) পদ থেকে পদত্যাগ করেছেন কে?
(A) প্রিয়া জয়রামণ
(B) মনীশ ডাঙ্গী
(C) সুন্দর পিছে
(D) রবীন্দ্র তক্কার
৩. ২০২১ সালের এপ্রিল মাসে নিচের কোন দেশের বিদেশমন্ত্রী ওসমান সালেহ মোহাম্মদ ভারতের সরকারী সফরে নয়াদিল্লি এসেছিলেন?
(A) সোমালিয়া
(B) ইরিত্রিয়া
(C) সুদান
(D) ইথিওপিয়া
৮ই এপ্রিল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সাথে সাক্ষাত করেছেন ।
৪. ২০২১ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ওড়িশা ইতিহাস’ বইয়ের হিন্দি অনুবাদ প্রকাশ করলেন। এই বইটির রচয়িতা কে?
(A) ড: হরেকৃষ্ণ মাহতাব
(B) চিত্রা মুদগল দিব্যা
(C) প্রকাশ দুবে
(D) হৃষীকেশ সুলভ
ড: হরেকৃষ্ণ মাহতাব লিখিত বইটির নাম ছিল “উৎকল কেশরী” । ড: হরেকৃষ্ণ মাহতাব ১৯৪৬ থেকে ১৯৫০ এবং ১৯৫৬ থেকে ১৯৬১ পর্যন্ত ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন । “Ahmednagar Fort Jail” শীর্ষক বইটিও তাঁর লেখা।
৫. সুপ্রিম কোর্ট তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন পোর্টাল SUPACE শুরু করেছে। SUPACE এ ‘A’ কী বোঝায়?
(A) Ability
(B) Assistance
(C) Alteration
(D) Activity
SUPACE – Supreme Court Portal for Assistance in Court’s Efficiency | এই টুলের সাহায্যে খুব সহজেই কেস সংক্রান্ত্র প্রাসঙ্গিক তথ্য এবং আইন বিচারকদের কাছে পৌঁছে যাবে।
৬. “Captain 7,” নায়ক একটি কাল্পনিক অ্যানিমেশন শো যেটি ২০২২ সাল থেকে শুরু হতে চলেছে সেটিতে নিম্নলিখিত কোন ক্রিকেটারকে একটি বিশেষ অবতারে দেখা যাবে ?
(A) সচিন টেন্ডুলকার
(B) মহেন্দ্র সিং ধোনি
(C) কপিল দেব
(D) বিরাট কোহলি
এটি সহপরিচালনা করতে চলেছেন সাক্সি সিং ধোনি এবং BWO।
৭. নিম্নলিখিত কোন সংস্থার “Mars Odyssey spacecraft ” নামক স্পেসক্রাফট ২০ বছর আগে ৭ই এপ্রিল মঙ্গলে পাঠানো হয়েছিল যেটি এখনো কার্যক্ষম ?
(A) SpaceX
(B) NASA
(C) ISRO
(D) JAXA
এই স্পেশক্রাফ্টটির নামকরণ করা হয়েছিল “2001: A Space Odyssey” -উপন্যাসটির ভিত্তিতে।
NASA:
- Headquarters – Washington, D.C., United States.
- Founder – Dwight D. Eisenhower.
- Founded On – 1 October 1958.
৮. কে ২০২১ সালের ছত্তিসগড় ভীরনি পুরস্কার (Chhattisgarh Veerni Award ) পেতে চলেছেন ?
(A) দ্যুতি চাঁদ
(B) হিমা দাস
(C) স্বপ্না বর্মণ
(D) অন্নু রানী
দ্যুতি চাঁদ (জন্ম ৩ ফেব্রুয়ারি ১৯৯৬) একজন ভারতীয় প্রফেশনাল স্প্রিন্টার| তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি World University Games -এ স্বর্ণ পদক জিতেছিলেন। ১০০ মিটার দৌড়ে তিনি জাতীয় রেকর্ড দখলকারী।
৯. দেশের প্রতিটি গ্রামীণ পরিবারকে ট্যাপের জল সরবরাহ নিশ্চিত করতে ভারত সরকার চলতি অর্থবছরে (২০২১ -২২২২) কত কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে?
(A) ১ লক্ষ কোটি টাকা
(B) ৪ লক্ষ কোটি টাকা
(C) ২ লক্ষ কোটি টাকা
(D) ৩ লক্ষ কোটি টাকা
জলশক্তি মন্ত্রক জানিয়েছে আগামী তিনবছরে এই রকম আরো বিনিয়োগ করা হবে প্রত্যেকটি গ্রামীণ পরিবারে ট্যাপের জল সরবরাহ করার জন্য।
১০. ২০২১ সালের এপ্রিল মাসে মহেশ যোশি প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?
(A) রাজনীতি
(B) অভিনয়
(C) সাংবাদিকতা
(D) ক্রিকেট
প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্য প্রদেশের প্রাক্তন মন্ত্রী মহেশ যোশি ২০২১ সালের এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন।
১১. কোন দিন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জয়ন্তী পালন করা হয়?
(A) ৬ এপ্রিল
(B) ৭ এপ্রিল
(C) ৮ এপ্রিল
(D) ৯ এপ্রিল
প্রধানমন্ত্রী মোদী ৯ এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন।
১২. ২০২১ সালের এপ্রিলে কোন হাই কোর্ট রায় দিয়েছে যে লিভ-ইন সম্পর্কে কোনো শিশুর জন্ম হলে সেই শিশুটিকে একটি বিবাহিত দম্পতির কাছে জন্মগ্রহণকারী শিশু হিসাবে বিবেচনা করা হবে ?
(A) ছত্তিসগড় হাইকোর্ট
(B) অন্ধ্র প্রদেশ হাইকোর্ট
(C) কেরালা হাইকোর্ট
(D) গুজরাট হাইকোর্ট
জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং অ্যাডপশন গাইডলাইনসের বিচারে এই ক্ষেত্রে শিশুটিকে একটি বিবাহিত দম্পতির কাছে জন্মগ্রহণকারী শিশু হিসাবে বিবেচনা করা হবে সম্প্রতি জানিয়েছে কেরালা হাইকোর্ট ।
১৩. দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে সুপ্ত অবস্থায় থাকা একটি আগ্নেয়গিরি থেকে সম্প্রতি অগ্নুৎপাত হয়েছে। এই আগ্নেয়গিরিটির কি নাম ?
(A) Krakatoa
(B) La Soufrière
(C) Ijen
(D) Karangetang
প্রায় ২০,০০০ এর বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে ওই অঞ্চল থেকে ।
১৪. বিশ্ব হোমিওপ্যাথি দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৮ এপ্রিল
(B) ৯ এপ্রিল
(C) ১০ এপ্রিল
(D) ১১ এপ্রিল
হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিমেনের জন্মবার্ষিকীর দিনে সারা পৃথিবী ব্যাপী ১০ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়। ২০০৩ সাল থেকে এই দিবস বিশ্বব্যাপী পালন করা হয়ে আসছে ।
১৫. ২০২০ সালের অক্টোবর থেকে তার দ্রুততম একক সাইকেল চালানোর জন্য ২ টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করলেন নিম্নলিখিত কে ?
(A) অনিল চৌহান
(B) ভারত পান্নু
(C) যোগেশ কুমার জোশী
(D) রভেন্দ্র পাল সিং
ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ভারত পান্নু ২০২০ সালের অক্টোবর থেকে তার দ্রুততম একক সাইকেল চালানোর জন্য দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন।
প্রথম রেকর্ডটি তৈরি হয়েছিল যখন তিনি লেহ থেকে মানালি (৪৭২ কিমি) সাইকেল চালিয়ে এসেছেন মাত্র ৩৫ ঘন্টা ২৫ মিনিটে।
তিনি দ্বিতীয় রেকর্ড তৈরি করেছিলেন যখন তিনি ৫,৯৪২ কিলোমিটার দীর্ঘ ‘সোনালী চতুর্ভুজ’ রুটে সাইকেল চালিয়ে অতিক্রম করেছিলেন মাত্র ১৪ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিটে।
১৬. ২০২০ সালের টার্নিং পুরস্কার (Turing অ্যাওয়ার্ড ) পেতে চলেছেন আলফ্রেড আহ। তিনি কোন দেশের একজন প্রসিদ্ধ বৈজ্ঞানিক ?
(A) ব্রিটেন
(B) জাপান
(C) কানাডা
(D) আমেরিকা
টার্নিং পুরস্কার (Turing অ্যাওয়ার্ড ) কম্পিউটার জগতের নোবেল নামেও খ্যাত ।
১৭. কোন দেশের ফুটবল ফেডারেশনকে সম্প্রতি সাসপেন্ড করেছে FIFA Council?
(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) ইরাক
(D) শ্রীলংকা
পাকিস্তান ও চাদ ফুটবল ফেডারেশনকে সাসপেণ্ড করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
জানা গিয়েছে, সরকারি হস্তক্ষেপের কারণে চাদ এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য পাকিস্তান ফুটবল অ্যাসোসিয়োশনকে প্রাথমিকভাবে সাসপেণ্ড করল দ্য ব্যুরো অব দ্য ফিফা কাউন্সিল।
১৮. সম্প্রতি কোন ভারতীয় মহিলা UNDP-এর অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত হলেন ?
(A) গীতা গোপীনাথ
(B) ঊষা রাও মোনারী
(C) মনিকা পান্ডে
(D) কৌশানি দেববর্মণ
UNDP ( United Nations Development Programme )
- হেড কোয়ার্টার- নিউ ইয়র্ক
- প্রতিষ্ঠা সাল- ১৯৬৫ সালের ২২শে নভেম্বর
১৯. পেশাদার ক্রিকেটে প্রথম কোন শ্রীলঙ্কান ব্যাটসম্যান এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন ?
(A) থিসারা পেরেরা
(B) গারফিল্ড সোবার্স
(C) কেরন পোলার্ড
(D) লিও কার্টার
ইতিহাস তৈরি করেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। কলম্বোতে ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন যে কোনও ধরণের পেশাদার ক্রিকেটে তিনি একটি ওভারে ছয়টি ছক্কা মারেন। তিনি দেশের প্রথম খেলোয়াড় হিসেবে এটি করেছেন তিনি।
২০. Airports Authority of India (AAI)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
(A) সঞ্জীব কুমার
(B) অশোক দেব
(C) অরুণ কিশোর শর্মা
(D) সঞ্জীব চাধা
IAS সঞ্জীব কুমার সম্প্রতি Airports Authority of India (AAI)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন।
২১. SportzXchange এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে?
(A) বিরাট কোহলি
(B) আর. অশ্বিন
(C) পৃথ্বী সাউ
(D) রোহিত শর্মা
২২. ভারতের প্রথম মহিলা ক্রিকেট ধারাভাষ্য়কার চন্দ্রা নাইডু। সম্প্রতি তিনি কত বছর বয়সে প্রয়াত হলেন ?
(A) ৮৮
(B) ৮৩
(C) ৭৯
(D) ৭৫
চলে গেলেন চন্দ্রা নাইডু (Chandra Nayudu)। ৮৮ বছরে প্রয়াত দেশের প্রথম মহিলা ক্রিকেট ধারাভাষ্য়কার। ইন্দোরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
২৩. Vjosa Osmani সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ?
(A) মাল্টা
(B) কসোভো
(C) ইয়েমেন
(D) জর্জিয়া
কসোভো
- রাজধানী – প্রিস্টিনা
- মুদ্রা – ইউরো
২৪. পাঞ্জাবের অ্যান্টি-করোনভাইরাস টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে?
(A) দিশা পাটানি
(B) সোনু সুদ
(C) সুনন্দ শর্মা
(D) রণভীর সিং
বলিউড অভিনেতা সোনু সুদকে পাঞ্জাবের অ্যান্টি-করোনভাইরাস টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ১১ এপ্রিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘোষণা করেছেন।
২৫. ২০২১ সালের এপ্রিলে কে ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন ?
(A) টি.এস কৃষ্ণমূর্তি
(B) সুশীল চন্দ্র
(C) এন গোপালস্বামী
(D) হরিশঙ্কর ব্রহ্মা
১৩ই এপ্রিল ২০২১ সালে তিনি সুনীল অরোরার কাছ থেকে এই চার্জ নিলেন ।
২৬. প্রতি বছর বিশ্ব পার্কিনসন দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?
(A) ১১ এপ্রিল
(B) ১২ এপ্রিল
(C) ১৩ এপ্রিল
(D) ১৪ এপ্রিল
প্রতি বছর ১১ এপ্রিল এই দিনটি পালিত হয়। এটি এমন একটি রোগ, যার কারণে ব্যক্তি চলাফেরা শক্তি হারিয়ে ফেলে, মাংসপেশী শক্ত হতে শুরু করে, হাতে-পায়ে এবং শরীরে কম্পন দেখা দেয়।
২৭. ২০২১ সালের এপ্রিলে British Academy of Film and Television Arts (BAFTA) সম্মেলনে “Nomadland” কতগুলি পুরস্কার জিতেছে ?
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৬
চীনা পরিচালক ক্লোয়ে ঝাও পরিচালিত “Nomadland” চারটি বাফটা পুরস্কার জিতে নিয়েছে । সম্প্রতি, ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার জেতার পর ফের একবার ‘ বাফটা ‘-র মঞ্চ থেকে চার চারটি বিভাগে সেরা হয়ে ঘরে ফিরল এই ছবি!
এক নজরে ২০২১ এর ‘বাফটা’র মূল বিভাগের বিজয়ীরা :
- সেরা ছবি – নোমাডল্যান্ড
- সেরা অভিনেতা – স্যার অ্যান্থনি হপকিন্স ( দ্য ফাদার )
- সেরা পরিচালক – ক্লোয়ে ঝাও ( নোমাডল্যান্ড )
- সেরা অভিনেত্রী – ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ( নোমাডল্যান্ড )
- সেরা সহ-অভিনেত্রী – ইয়াহ জুন ইউং (‘মিনারি )
- সেরা সহ অভিনেতা – ড্যানিয়াল কালো য়া ( জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ )
- সেরা সিনেমাটোগ্রাফি – ‘ নোম্যাডল্যান্ড ‘
২৮. ২০২১ সালের এপ্রিলে কোন দেশের প্রাক্তন এটর্নি জেনারেল রামসে ক্লার্ক প্রয়াত হয়েছেন ?
(A) আমেরিকা
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) পোল্যান্ড
আমেরিকা:
- রাজধানী – ওয়াশিংটন, ডিসি
- মুদ্রা – মার্কিন ডলার
- রাষ্ট্রপতি- জো বাইডেন ।
২৯. কোন রাজ্যের প্রখ্যাত মহান্ত দাশমানি পরম্পরা মহা মণ্ডলেশ্বর শ্রী ভারতী বাপু সম্প্রতি প্রয়াত হয়েছে ?
(A) মহারাষ্ট্র
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) উত্তর প্রদেশ
কোবিড ১৯ প্রোটোকল অনুসারে তাঁর সমাধি অনুষ্ঠানটি সৌরাষ্ট্রের জুনাগড় আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল।
৩০. কোন দিনটিতে সম্প্রতি মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকী পালন করা হলো ?
(A) ১০ এপ্রিল
(B) ১১ এপ্রিল
(C) ১২ এপ্রিল
(D) ১৩ এপ্রিল
পুরো নাম জ্যোতিরাও গোবিন্দরাজ ফুলে। জন্ম ১৮২৭ সালের ১১ এপ্রিল
৩১. ২০২১ সালের এপ্রিল মাসে “আহার ক্রান্তি (Aahaar Kranti )” মিশন কে চালু করলেন?
(A) রাজনাথ সিং
(B) হর্ষ বর্ধন
(C) নরেন্দ্র মোদী
(D) পীযূষ গোয়েল
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ১৩ই এপ্রিল ২০২১ সালে “আহার ক্রান্তি” মিশন চালু করেছেন।
এটি একটি মিশন যা পুষ্টিগতভাবে ভারসাম্যযুক্ত খাদ্যের প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় ফল এবং সবজির গুরুত্ব বোঝাতে সাহায্য করবে
৩২. ১৩ই এপ্রিল ২০২১ সালে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার কোন বার্ষিকী পালন করা হলো ?
(A) ১০০
(B) ১০১
(C) ১০২
(D) ১০৩
দেখে নাও রাওলাট আইন ও জালিয়ানওয়ালা হত্যাকান্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here
৩৩. ২০২১ সালের এপ্রিল মাসে অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়নের অভিযোগে কোন দেশ পাকিস্তানকে অনাকাঙ্ক্ষিত উচ্চ ঝুঁকিপূর্ণ ২১টি দেশের তালিকায় যুক্ত করেছে?
(A) যুক্তরাজ্য
(B) ফ্রান্স
(C) স্পেন
(D) রাশিয়া
যুক্তরাজ্য বা ব্রিটেন সম্প্রতি এই ঘোষণা করেছে ।
ব্রিটেন
- রাজধানী – লন্ডন
- মুদ্রা – পাউন্ড স্টার্লিং।
- প্রধানমন্ত্রী – বরিস জনসন।
৩৪. আম্বেদকর জয়ন্তী প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ১৪ই এপ্রিল
(B) ১৩ই এপ্রিল
(C) ১২ই এপ্রিল
(D) ১১ই এপ্রিল
আম্বেদকরের জন্মদিন ১৪ই এপ্রিল প্রতিবছর আম্বেদকর জয়ন্তী হিসেবে পালন করা হয়। ১৮৯১ সালে এই দিনে আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি কেন্দ্র সরকার আম্বেদকর জয়ন্তীতে সরকারি ছুটি ঘোষনা করেছে ।
৩৫. IPL-এর ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার ৩৫০টি ছক্কা মেরে রেকর্ড সম্পন্ন করলেন ?
(A) বেন স্টোকস
(B) ক্রিস গেইল
(C) এম.এস. ধোনী
(D) রোহিত শর্মা
প্রতীক্ষিত রেকর্ডটা করেই ফেললেন ক্রিস গেইল (Chris Gayle)। আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসাবে ৩৫০ ছক্কা হাঁকানোর ইতিহাস লিখলেন গেইল।
৩৬. কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি যক্ষ্মা মুক্ত হিসাবে ঘোষিত হলো?
(A) জম্মু-কাশ্মীর
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) লাদাখ
(D) লাক্ষাদ্বীপ
লাক্ষাদ্বীপ
- রাজধানী- কাভারাত্তি
- অ্যাডমিনিস্ট্রেটর – প্রফুল খোদা প্যাটেল
৩৭. World University Rankings 2020 তালিকায় প্রথম স্থানে আছে কোন ইউনিভার্সিটি?
(A) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
(B) হার্বাড ইউনিভার্সিটি
(C) কেমব্রিজ ইউনিভার্সিটি
(D) কোনোটিই নয়
এই তালিকায় ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে Indian Institute of Science
৩৮. চীনের আলিবাবা কোম্পানিকে সম্প্রতি ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করলো কোন দেশ?
(A) আমেরিকা
(B) চীন
(C) রাশিয়া
(D) জাপান
চীনের “anti-monopoly” নির্দেশিকা না মানায় আলিবাবা কোম্পানিকে সম্প্রতি ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করলো চীন
৩৯. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কোন রাজ্যের প্রতি ১০০০ জন প্রেগন্যান্ট মহিলার মধ্যে ৩ জন HIV পজিটিভ?
(A) নাগাল্যান্ড
(B) মেঘালয়
(C) বিহার
(D) ত্রিপুরা
৪০. নওরা আল-মাতরোশি (Noura al-Matroushi ) কোন দেশের প্রথম মহিলা মহাকাশচারী?
(A) ইজিপ্ট
(B) সৌদি আরব
(C) ইরান
(D) সংযুক্ত আরব আমিরাত
নওরা আল-মাতরোশি হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহিলা নভোচারী/মহাকাশচারী।
আরো দেখে নাও
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী
এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam
প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
বিভিন্ন সূচকে ভারতের র্যাঙ্কিং – ২০২০ । Rank of India
To check our latest Posts - Click Here