গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF – জুলাই থেকে ডিসেম্বর ২০২০
Important Current Affairs - July to December - 2020
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF -জুলাই থেকে ডিসেম্বর ২০২০
প্রিয় ছাত্রেরা, তোমাদের জন্য দেওয়া রইলো জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৩০০+ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স-এর তালিকা।এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয়।
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
১. ২০তম বার্ষিক BET অ্যাওয়ার্ডে কে ২০২০ সালের মানবিক পুরষ্কার ( 2020 Humanitarian Award )-এ ভূষিত হয়েছেন ? ➟ বিয়োন্সে
২. গৌনি থরল্যাকিয়াস জাহানসেসন (Gudni Th. Jóhannesson) সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন ? ➟ আইসল্যান্ড
৩. ২০২০ সালের জুলাইয়ে, জেনেভাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসাবে কে নিযুক্ত হন?➟ ইন্দ্র মণি পান্ডে
৪. “Future of Higher Education – Nine Mega Trends” বইটি কে লিখেছেন ? ➟ ভি পট্টবি রাম
৫. ভারতের প্রথম লাইকেন পার্ক গড়ে উঠেছে কোন রাজ্যে? ➟ উত্তরাখণ্ড
৬. সম্প্রতি মিচেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? ➟ আয়ারল্যান্ড
৭. আই.সি.সি এর এলিট প্যানেল এ সর্বকনিষ্ঠ আম্পায়ার হিসাবে অন্তর্ভুক্ত হলেন কে? ➟ নিতিন মেনন
৮. Central Board of Film Certification (CBFC) এর সি.ই.ও পদে কে নিযুক্ত হলেন? ➟ রাবিন্দার ভকর
৯. ২০২০ সালের জুলাইয়ে ফরাসী প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ পদত্যাগ করেছেন। কে তাঁর জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ জিন ক্যাসটেক্স
১০. ২০২০ সালের জুলাই মাসে “Good Clinical Practice Guidelines Handbook ” প্রকাশ করলেন কে ? ➟ হর্ষ বর্ধন
১১. কে কমনয়েলথ ছোটো গল্প পুরস্কার ২০২০ এর সামগ্রিক বিজেতা হলেন? ➟ কৃতিকা পাণ্ডে
১২. সম্প্রতি কে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ২০২০ ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন? ➟ ফ্রেয়া ঠাকরাল
১৩. মহেন্দ্র সিং ধোনির ৩৯ তম জন্মদিন উপলক্ষ্যে তাকে উৎসর্গ করে হেলিকপ্টার -৭ (Helicopter-7) গানটি প্রকাশ করলেন কে? ➟ ডিজে ব্রাভো
১৪. ২০২০ সালের জুলাইয়ে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন ? ➟ ভালটারি বোটাস
১৫. দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রথম কোন দুটি দেশ সম্প্রতি হাম ও রুবেল মুক্ত ঘোষিত হলো ? ➟ মালদ্বীপ এবং শ্রীলঙ্কা
১৬. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডকুমেন্ট স্ক্যান করার জন্য কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন ? ➟ Self Scan
১৭. গুগল সম্প্রতি তার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Google+ কে কোন নতুন নামে আবার শুরু করলো ? ➟ Currents
১৮. ২০২০ সালের জুলাইয়ে, নাদাউন থানা দেশের অন্যতম সেরা পুলিশ স্টেশন হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই থানাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? ➟ হিমাচল প্রদেশ
১৯. “Overdraft: Saving the Indian Saver” বইটির লেখক কে? ➟ উর্জিত প্যাটেল
২০. সম্প্রতি কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘Mobile Masterjee” নামক ভার্চুয়াল ক্লাসরুম চালু করল? ➟ আইআইটি কানপুর
২১. ডকুমেন্টারী বিভাগে কে ২০২০ সালের দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছেন ? ➟ কেজাং ডি থংডোক
২২. প্রথম কোন কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন নৌবাহিনীর ট্যাকটিক্যাল এয়ারক্রাফট -এর পাইলট হিসেবে নিযুক্ত হলেন ? ➟ মাদলিন সুইগেল
২৩. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের “Cancer preparedness in Asia-Pacific: Progress towards universal cancer control” প্রতিবেদনে ভারতের র্যাঙ্ক কত? ➟ ৮
২৪. “His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography” বইটি কে লিখেছেন ? ➟ তেনজিন গিচে তেথং
২৫. সম্প্রতি লি সিয়েন লং (Lee Hsien Loong) তৃতীয় বারের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন? ➟ সিঙ্গাপুর
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
২৬. ইন্টারন্যাশনাল একাডেমি অব অ্যাস্ট্রোনটিক্সের ২০২০ সালের ভন কার্মান পুরস্কারে জন্য কাকে মনোনীত করা হয়েছে ? ➟ ডঃ কৈলাসবাদিভো সিভান
২৭. ২০২০ সালের জুলাইয়ে হেমন্ত হরিশচন্দ্র কোটালওয়ার কোন দেশে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ? ➟ চেক প্রজাতন্ত্র
২৮. সম্প্রতি পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় কে নির্বাচিত হয়েছেন ? ➟ আন্দ্রেজ দুদা
২৯. প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফুটবল ক্লাব মোহন বাগানের পক্ষ থেকে ২০২০ সালে কাকে/ কাদের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হবে ? ➟ অশোক কুমার,প্রণব গাঙ্গুলি,মনোরঞ্জন পোড়েল।
৩০. স্পোর্টস আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ? ➟ ব্রেট লি
৩১. দেশের প্রথম “cable-stayed ” রেলওয়ে ব্রিজ কেন্দ্র-শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে তৈরী হতে চলেছে। এই ব্রিজটির নাম কি ? ➟ অঞ্জি খাদ ব্রিজ
৩২. বিশ্বব্যাংকের ২০২০-২১ আয় স্তরের শ্রেণিবিন্যাস অনুসারে, ভারতকে কোন শ্রেণির অধীনে শ্রেণিবদ্ধ করা হয়েছে ? ➟ Lower-Middle-Income
৩৩. কারা ২০২০ সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেলেন ? ➟ I. মারিয়ানা ভার্দিনোয়ান্নিস II. মরিসানা কাউয়াতো
৩৪. ২০২০ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে TIFF Tribute Actor পুরষ্কার পেতে চলেছেন ➟ কেট উইনসলেট
৩৫. COVID-19 ভ্যাকসিনের মানবিক পরীক্ষা সম্পন্নকারী প্রথম দেশ কোনটি? ➟ রাশিয়া
৩৬. SBI কার্ডস এবং পেমেন্ট সার্ভিসেস লিমিটেডের এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কে নিযুক্ত হয়েছেন? ➟ অশ্বিনী কুমার তেওয়ারী
৩৭. ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনস (WFDSA) দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী প্রত্যক্ষ বিক্রয় শিল্প তালিকায় ( direct selling industry list ) ভারতের অবস্থান কত? ➟ ১৫
৩৮. কোন দেশের প্রথম মঙ্গল অভিযানের নাম ‘Hope’ ? ➟ সংযুক্ত আরব আমিরাত
৩৯. ফর্মুলা ওয়ান হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২০ কে জিতলেন ? ➟ লুইস হ্যামিল্টন
৪০. রোশনি নাদার মালহোত্রা কোন কোম্পানির চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করলেন ? ➟ HCL Technologies
৪১. কলকাতা থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে আগরতলায় পৌঁছনো ভারতের প্রথম কন্টেইনার জাহাজটির নাম হলো ➟ MV Shejyoti
৪২. ২০২০ সালের “Legend of Animation” পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে ? ➟ অর্ণব চৌধুরী
৪৩. ২০২০ সালের “World’s most surveilled cities ” এর তালিকায় ভারতের মধ্যে শীর্ষে রয়েছে কোন শহর ? ➟ হায়দ্রাবাদ
৪৪. প্রথম Gulbenkian Prize for Humanity কে পেয়েছেন? ➟ গ্রেটা থুনবার্গ
৪৫. হিচেম মেচিচি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? ➟ তিউনিসিয়া
৪৬. ২০২১ সালে কোন “খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস” -এর চতুর্থ সংস্করণটির আয়োজন করতে চলেছে ? ➟ হরিয়ানা.
৪৭. “The India Way: Strategies for an Uncertain World” শীর্ষক বইটি রচনা করেছেন ➟ এস জয়শঙ্কর
৪৮. “Quest for Restoring Financial Stability in India” – বইটি লিখেছেন ➟ ভাইরাল ভি আচার্য
৪৯. বিশ্বে সবচেয়ে জনবহুল শহর কোনটি? ➟ টোকিয়ো
৫০. ‘Burnt Sugar’ অথবা ‘Girl in White Cotton’ উপন্যাসটি কে লিখেছেন? ➟ Avni Doshi
আরো দেখে নাও : সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
৫১. হামিদ বাকায়োকো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? ➟ আইভরি কোস্ট
৫২. ‘Greenlights’ নামক বইটি লিখেছেন – ➟ Matthew McConaughey
৫৩. কোন রাজ্য সরকার সম্প্রতি ডিজিটাল ভারত বিভাগে স্কচ প্ল্যাটিনাম পুরস্কার (SKOCH Platinum award ) পেয়েছে?➟ পশ্চিমবঙ্গ
৫৪. কোন রাজ্য সরকার ‘E-Raksha Bandhan’ নামে সাইবার ক্রাইম সচেতনতামূলক কর্মসূচি সম্প্রতি চালু করলো ? ➟ অন্ধ্র প্রদেশ
৫৫. মোহামেদ ইরফান আলী সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? ➟ গায়ানা
৫৬. “Siyasat Mein Sadasyata” বইটি রচনা করেছেন ➟ বিজয় কুমার চৌধুরী
৫৭. টেলিগ্রাম চ্যানেলে তার অবদানের জন্য সম্প্রতি কে জাতিসংঘের করমবীর চক্র পুরস্কার পেলেন ? ➟ Sunil Ydv SS
৫৮. মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশ তাঁর সম্মানে একটি মুদ্রা শুরু করতে চলেছে ? ➟ ব্রিটেন
৫৯. ২০২০ সালের আগস্টে, কে জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হলেন ? ➟ মনোজ সিনহা
৬০. ফুটবলার ইকার ক্যাসিয়াস ২০২০ সালের আগস্টে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। নিচের কোন দেশের বিখ্যাত ফুটবল গোলকিপার ? ➟ স্পেন
৬১. COVID-19 সম্পর্কিত বিষয়গুলিতে তার কাজের রাজনৈতিক প্রতিবেদনের জন্য প্রেম ভাটিয়া পুরষ্কার সম্প্রতি কে জিতলেন ? ➟ দীপঙ্কর ঘোষ
৬২. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-II তে পারফরম্যান্স এর বিচারে সেরা রাজ্য কোনটি? ➟ হিমাচলপ্রদেশ
৬৩. বাহামা(Bahamas) এ যে ঘূর্ণিঝড় হ্যারিকেন সম্প্রতি হয়ে গেল, তার নাম কি? ➟ Isaias
৬৪. FutureBrand Index 2020 অনুসারে বিশ্বের সবচেয়ে মুল্যবান ব্র্যান্ড (most valuable brand) কোনটি? ➟ Apple
৬৫. ভারতের নতুন Comptroller and Auditor General হলেন – ➟ গিরীশ মুর্মু
৬৬. ২০তম নিউইয়র্ক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে কোন মালয়ালম চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে? ➟ Moothon
৬৭. “RAW: A History of India’s Covert Operations” বইটির লেখক কে? ➟ Yatish Yadav
৬৮. সম্প্রতি ভারতের প্রথম “কিষান রেল”(কৃষক ট্রেন) যাত্রা শুরু করেছে। কোন দুটি রাজ্যের মধ্যে যাত্রা শুরু করল? ➟ মহারাষ্ট্র-বিহার
৬৯. ইউ.পি.এস.সি এর নবনিযুক্ত চেয়ারম্যান হলেন ➟ প্রদীপ কুমার যোশী
৭০. “Amazing Ayodhya” বইটি কে লিখেছেন? ➟ Neena Rai
৭১. ‘Eat Right India’ আন্দোলনের জন্য “Food Systems Vision 2050 Prize” প্রাপ্ত 10 টি আন্তর্জাতিক সংস্থার মধ্যে একমাত্র ভারতীয় সংস্থা কোনটি ? ➟ Food Safety and Standards Authority of India (FSSAI)
৭২. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি চেন্নাই এবং কোন শহরকে সংযুক্ত করে সাবমেরিন অপটিকাল ফাইবার কেবল (OFC) উদ্বোধন করেছেন? ➟ পোর্ট ব্লেয়ার
৭৩. সম্প্রতি পি. এস. শ্রীধরন পিল্লাই কর্তৃক রচিত বই ‘Corona Kavithakal’, ‘Republic Day 2020’ ও ‘Thus Speaks the Governor’ প্রকাশিত হয়েছে। পিএস শ্রীধরণ পিল্লাই বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল? ➟ মিজোরাম
৭৪. ভারতের প্রথম কোন শহরে ট্র্যাফিক সিগন্যালে মহিলা আইকন -এর ছবি দেওয়া হলো ? ➟ মুম্বাই
৭৫. “Our Only Home: A Climate Appeal to the World” – বইটি কে লিখেছেন ? ➟ দলাই লামা
৭৬. ‘Sputnik V’ নামে একটি COVID-19 ভ্যাকসিন অফিসিয়ালি রেজিস্টার করা বিশ্বের প্রথম দেশ হলো ➟ রাশিয়া
৭৭. ভারতের প্রথম কোন বেসরকারী মহাকাশ সংস্থা “রমন” নামক রকেট ইঞ্জিনের টেস্ট ফায়ার করতে চলেছে ? ➟ Skyroot Aerospace
৭৮. ভিজে কাপড় থেকে বিদ্যুৎ তৈরির জন্য কোন আই.আই.টি এর গবেষকেরা ২০২০ সালের Gandhian Young Technological Innovation পুরষ্কার পেলেন? ➟ আই.আই.টি খড়গপুর
৭৯. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অবসরের পরে সেই দিনেই আর কোন ভারতীয় ক্রিকেটার অবসর ঘোষণা করেন? ➟ সুরেশ রায়না
৮০. সম্প্রতি eBikeGo এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কে? ➟ হরভজন সিং
৮১. কে আলিগড় পৌর কর্পোরেশনের প্রথম জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? ➟ শাহজান মুজিব
৮২. “The Beauty of Living Twice” বইটি লিখেছেন – ➟ Sharon Stone
৮৩. “Full Spectrum: India’s Wars, 1972-2020” বইটি লিখেছেন ➟ অর্জুন সুব্রহ্মণ্যম
৮৪. ‘থারুরোসরাস (Tharoorosaurus ) ’ শীর্ষক গ্রন্থটি কে রচনা করেছেন? ➟ শশী থারুর
৮৫. ‘আব্রাহাম অ্যাকর্ড’ নামক ঐতিহাসিক শান্তি চুক্তিতে কোন দুটি দেশ সম্মত হয়েছে? ➟ ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত
৮৬. রাকেশ আস্থানা কোন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহাপরিচালক (Director General ) পদে নিযুক্ত হয়েছেন ? ➟ Border Security Force (BSF)
৮৭. সংযুক্ত আরব আমিরাতে (সেপ্টেম্বর – নভেম্বর 2020) অনুষ্ঠিত হতে চলা ১৩ তম IPL এর স্পনসরশিপ অধিকার অর্জন করেছে কোন সংস্থা? ➟ Dream11
৮৮. মেঘালয়ের নবনিযুক্ত রাজ্যপালের নাম কি? ➟ সত্যপাল মালিক
৮৯. টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় দলকে স্পনসর করবে কোন কোম্পানি? ➟ INOX
৯০. “One Arranged Murder” বইটি কে লিখেছেন? ➟ চেতন ভগত
৯১. ২০২০ সালের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? ➟ Ronnie O’Sullivan
৯২. স্বচ্ছতা সমীক্ষা ২০২০ অনুসারে ভারতের স্বচ্ছতম রাজ্য কোনটি?(১০০ এর বেশী পৌরএলাকার রাজ্য) ➟ ছত্তিসগড়
৯৩. ২০২০ সালের আগস্টে “ডাকার ফ্রান্সিসকো আসু” কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হলেন ? ➟ নিরক্ষীয় গিনি
৯৪. ২০২০ সালের আগস্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিয়োগ পেয়েছেন? ➟ অশ্বানি ভাটিয়া
৯৫. ৬০০ টি উইকেট গ্রহণকারী বিশ্বের প্রথম ফাস্ট বোলার কে? ➟ জেমস অ্যান্ডারসন
৯৬. “থাম্বিমহোৎসবম ২০২০” ভারতের কোন রাজ্যের প্রথম ফড়িং (dragonfly ) উৎসব ? ➟ কেরালা
৯৭. মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে গোল্ড মেডেল জিতলেন ➟ নীলকণ্ঠ ভানু প্রকাশ
৯৮. নতুন নির্বাচন কমিশনার কে হলেন, যিনি অশোক লাভাসা র স্থলাভিষিক্ত হলেন? ➟ রাজীব কুমার
৯৯. টি-20 ক্রিকেটে প্রথম বোলার হিসাবে ৫০০ উইকেট দখল করলেন কে? ➟ ডোয়েন ব্রাভো
১০০. সম্প্রতি বিশ্ব উর্দু সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছিল? ➟ নতুন দিল্লি
আরো দেখে নাও : সাম্প্রতিকী – আগস্ট মাস – ২০২০ । Monthly Current Affairs | August 2020
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
১০১. কোন সংস্থাটি বিশ্বের বৃহত্তম সৌর গাছ (solar tree ) তৈরী করেছে বলে দাবি করেছে? ➟ Central Mechanical Engineering Research Institute
১০২. ‘Rashtriya Khel Protsahan Puruskar 2020’ – এ সম্মানিত হলো ➟ Air Force Sports Control Board
১০৩. ২০২০ সালের সেপ্টেম্বরে প্রকাশিত গ্লোবাল ইনোভেশন সূচকে ভারতের র্যাঙ্ক কত? ➟ ৪৮
১০৪. ২১তম জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় ‘Excellence in Energy Management’ বিভাগে কোন এয়ারপোর্ট ‘National Energy Leader’ ও ‘Excellent Energy Efficient Unit’ পুরস্কার জিতেছে ? ➟ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
১০৫. কে বেলজিয়াম গ্র্যান্ড প্রিকস ২০২০ জিতেছে? ➟ লুইস হ্যামিল্টন
১০৬. প্রথম কোন ভারতীয় দুগ্ধ সংস্থা (Dairy ) রাবোব্যাংক এর ২০২০ সালের বিশ্বের শীর্ষ ২০ ডেয়ারির বার্ষিক তালিকায় স্থান পেয়েছে ? ➟ আমুল
১০৭. Bureau of Civil Aviation Security -এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হলেন ➟ উষা পাধী
১০৮. ‘The Commonwealth of Cricket: A Lifelong Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind’ – শীর্ষক বইটি লিখেছেন ➟ রামচন্দ্র গুহ
১০৯. “The Big Thoughts of Little Luv” – শীর্ষক বইটি লিখেছেন ➟ করণ জোহর
১১০. ভারতে প্রথম আন্তর্জাতিক মহিলা বাণিজ্য কেন্দ্র (International Women’s Trade Center) গড়ে উঠতে চলেছে কোন রাজ্যে? ➟ কেরালা
১১১. ২০২০ সালে FIDE Chess Olympiad এ বিজয়ী হয়েছে কোন দেশ? ➟ ভারত ও রাশিয়া উভয়েই
১১২. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI) এর নতুন চেয়ারম্যান কে হলেন? ➟ অভীক সরকার
১১৩. রেলওয়ে বোর্ডের প্রথম সি.ই.ও কে হয়েছেন? ➟ ভি কে যাদব
১১৪. Times Higher Education প্রকাশিত World University Ranking 2021 এ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে সবচেয়ে উপরে রয়েছে কোনটি? ➟ IISc Bangaluru
১১৫. ভারতে প্রথম শিশুদের সংবাদপত্র প্রকাশিত হল কোন রাজ্যে? ➟ আসাম
১১৬. সম্প্রতি “Household Social Consumption: Education” এর রিপোর্ট প্রকাশ করল MOSPI. এই রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যের শিক্ষার হার সর্বনিন্ম? ➟ অন্ধ্রপ্রদেশ
১১৭. ২০১৯-২০ Ease of Doing Business ক্রমতালিকায় ভারতে শীর্ষে রয়েছে কোন রাজ্য? ➟ অন্ধ্রপ্রদেশ
১১৮. ভোডাফোন এবং আইডিয়া সম্প্রতি মিলিতভাবে শুরু করলো ‘Vi’ ব্র্যান্ড । ‘Vi’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ➟ মুম্বাই
১১৯. ২০২০ সালের ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন ➟ পিয়েরে গ্যাসলি
১২০. তামিলনাড়ুর প্রথম সম্পূর্ণ ডিজিটাল অর্থনীতি জেলা হিসাবে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন জেলাকে নির্বাচিত করেছে ? ➟ বিরুধুনগর
১২১. সম্প্রতি কেন্দ্র সরকার কোন রেলস্টেশনটির নাম পরিবর্তন করে নতুন নাম শ্রী সিদ্ধারুধা স্বামীজী স্টেশন রাখতে চলেছে ? ➟ হুব্বালি
১২২. গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইনডেক্স ২০২০ -এ ভারতের র্যাঙ্ক কত? ➟ ১০৫
১২৩. ‘সংবাদ উপনিষদ’ ও ‘অক্ষর যাত্রা’ শীর্ষক গ্রন্থদুটি কে রচনা করেছেন ? ➟ গুলাব কোঠারি
১২৪. ভারতের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা কোন শহরে চালু হলো ? ➟ ব্যাঙ্গালুরু
১২৫. ভারতে শিশুদের অধিকার সম্পর্কে প্রচারের জন্য কাকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে ঘোষণা করা হয়েছে ? ➟ আয়ুষ্মান খুরানা
১২৬. ২০১৯ সালের বিশ্ব উশু চ্যাম্পিয়ন হলেন ➟ পুনম খাতরী
১২৭. ইয়োশিহিদ সুগা সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ? ➟ জাপান
১২৮. ইউএস ওপেন উইমেনস সিঙ্গলস ২০২০ জিতলেন কে ? ➟ নাওমি ওসাকা
১২৯. ২০২০ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন মেনস সিঙ্গলস কে জিতলেন ? ➟ ডোমিনিক থিম
১৩০. ২০২০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য (Best Screenplay ) পুরস্কার জিতেছে – ➟ The Disciple
১৩১. রাজেশ খুল্লার সম্প্রতি কোন সংস্থার নির্বাহী পরিচালক Executive Director ) পদে নিযুক্ত হয়েছেন ? ➟ World Bank (WB)
১৩২. ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা কোন গ্রহের মেঘে ‘ফসফিন (Phosphine )’ এর অস্তিত্বের প্রমান পেয়েছেন? ➟ শুক্র
১৩৩. “Azadi: Freedom. Fascism. Fiction” বইটি কে লিখেছেন ? ➟ অরুন্ধতী রায়
১৩৪. ২০২০ সালে জাতিসংঘ কর্তৃক 2020 Cohort of young leaders সম্মানে সম্মানিত হলেন ➟ উদিত সিংহল
১৩৫. স্মার্ট সিটি ইনডেক্স ২০২০ অনুযায়ী কোন শহর শীর্ষস্থানে রয়েছে? ➟ সিঙ্গাপুর
১৩৬. কে ২০২০ সালের ব্রুকওয়াটার গল্ফ ক্লাব মহিলাদের চ্যাম্পিয়নশিপ জিতেছেন? ➟ অ্যাশলেইগ বার্টি
১৩৭. ২০২০ সালের সেপ্টেম্বরে মালির রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হলেন – ➟ বাহ এনডাও
১৩৮. পাপুয়া নিউ গিনির স্বায়ত্তশাসিত অঞ্চল বোগেনভিলের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ➟ ইসমাইল তোরোমা
১৩৯. কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম বায়োনিক আই ‘Gennari’s bionic vision system ‘ তৈরী করেছে ? ➟ অস্ট্রেলিয়া
১৪০. World Risk Index (WRI) 2020 অনুযায়ী ভারতের র্যাংক হলো ➟ ৮৯
১৪১. ভারতের প্রথম কোস্টগার্ড অ্যাকাডেমি কোথায় প্রতিষ্ঠিত হবে? ➟ ম্যাঙ্গালুরু
১৪২. ‘Earth, Atmosphere, Ocean and Planetary Sciences’ বিভাগে কাকে ২০২০ সালের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়েছে ? ➟ ইউ কে আনন্দবর্ধন
১৪৩. মালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্পর্কিত নিযুক্ত হলেন – ➟ মোক্তার ওউনে
১৪৪. ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কার নাম মনোনীত করা হয়েছে ? ➟ শেখর কাপুর
১৪৫. ভারতের নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল কোন সংস্থা? ➟ টাটা প্রোজেক্টস
১৪৬. “Voices of Dissent” বইটি কে লিখেছেন? ➟ রোমিলা থাপার
১৪৭. Kitchens of Gratitude বইটি কে লিখেছেন? ➟ বিকাশ খান্না
১৪৮. কার জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্ত্যোদয় দিবস (Antyodaya Diwas) পালন করা হয়? ➟ দীনদয়াল উপাধ্যায়
১৪৯. উপজাতি বিষয়ক মন্ত্রী (Minister of Tribal Affairs ) দ্বারা প্রবর্তিত ভারতের বৃহত্তম হস্তশিল্প এবং জৈব পণ্য বাজারের নাম কী? ➟ Tribes India E-Marketplace
১৫০. ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? ➟ সুরেশ চন্দ্র শর্মা
আরো দেখে নাও : সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
১৫১. ২০১৯-২০২০ মরসুমের AIFF Women’s Footballer of the Year পুরষ্কার কে পেলেন? ➟ সঞ্জু যাদব
১৫২. সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নিযুক্ত হলেন কে? ➟ আলাপন বন্দ্যোপাধ্যায়
১৫৩. ফর্মুলা ওয়ান রাশিয়ান গ্রাঁপি ২০২০ কে জিতলেন? ➟ ভালতেরি বোত্তাস
১৫৪. Telecom Regulatory Authority of India (TRAI) এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? ➟ পি ডি ভাজেলা
১৫৫. বিশ্বের প্রথম “ট্রাম লাইব্রেরী” কোন শহরে চালু হল? ➟ কলকাতা
১৫৬. প্রথম India Happiness Report 2020 তালিকাতে কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষে রয়েছে? ➟ মিজোরাম
১৫৭. নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২০ সালের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ( Right Livelihood Award ) পেয়েছেন ? ➟ সুমাইরা আব্দুলালী
১৫৮. “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids” – বইটি কে লিখেছেন ? ➟ আনন্দ নীলকান্তন
১৫৯. দীনেশ কুমার খারাকে ২০২০ সালের অক্টোবরে কোন ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে ? ➟ State Bank of India
১৬০. ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানের রেইনহার্ড গেঞ্জেল এবং আমেরিকার আন্ড্রেয়া গেজ কোন ক্ষেত্রে ২০২০ সালের নোবেল পেয়েছেন ? ➟ পদার্থবিজ্ঞান
১৬১. ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি চালিত বিমানবন্দরটি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ? ➟ পুদুচেরি
১৬২. কে ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের (IACC) লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারে ভূষিত হয়েছেন? ➟ রতন এন টাটা
১৬৩. Harvey J Alter, Charles M Rice, Micheal Houghton কোন ভাইরাস এর আবিষ্কার এর জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেতে চলেছেন? ➟ হেপাটাইটিস সি ভাইরাস
১৬৪. ২০২০ সালের অক্টোবরে কোন দেশটি সিরকন (Tsirkon ) নামে একটি নতুন হাইপারসোনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? ➟ রাশিয়া
১৬৫. ২০২০ সালের আইপিল চ্যাম্পিয়ন হল কোন দল ? ➟ মুম্বাই ইন্ডিয়ান্স।
১৬৬. চেন্নাইতে অনুষ্ঠিত Chess.com -এর Junior Speed Online Championship জিতে নিলেন কে ? ➟ নিহাল সরিন
১৬৭. ২০২০ সালের অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন – ➟ রাফায়েল নাদাল
১৬৮. ২০২০ সালের অক্টোবরে NBA ফিনালস জিতে নিলো ➟ Los Angeles Lakers
১৬৯. Oxfam দ্বারা প্রকাশিত Commitment to Reducing Inequality (CRI) Index -এ ভারতের র্যাঙ্ক কত ? ➟ ১২৯
১৭০. The National Authority of Ship Recycling -কোথায় তৈরী হতে চলেছে ? ➟ গান্ধীনগর, গুজরাট
১৭১. কিরগিজস্তানের রাষ্ট্রপতির পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন – ➟ সুরনবই জিনবেকভ
১৭২. জেসিন্ডা আর্ডান সম্প্রতি কোন দেশের প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? ➟ নিউজিল্যান্ড
১৭৩. সম্প্রতি আভা মুরতো একদিনের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী হন? ➟ ফিনল্যান্ড
১৭৪. ভারতের কতগুলি সমুদ্র সৈকত “Blue Flag” স্বীকৃতি পেয়েছে? ➟ ৮
১৭৫. Paul R. Milgrom এবং Robert B Wilson কোন বিষয়ে ২০২০ সালের নোবেল পুরষ্কার পাচ্ছেন? ➟ অর্থনীতি
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
১৭৬. ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন এ মহিলা সিঙ্গেলস খেতাব জিতলেন কে? ➟ Iga Swiatek
১৭৭. ২০২০ সালের ফর্মুলা ওয়ান আইফেল গ্রাঁপি জিতলেন কে? ➟ লুইস হ্যামিল্টন
১৭৮. ২০২১ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সভা অনুষ্ঠিত হবে কোন শহরে? ➟ লুসার্ন
১৭৯. Arton Capital এর World’s most powerful passports index ২০২০ অনুযায়ী ভারতের স্থান কত? ➟ ৫৮
১৮০. “Mr Prime Minister, We Shrank the Dragon” বইটি কে লিখেছেন? ➟ প্রদীপ গুরহা
১৮১. “The Battle of Belonging” বইটির লেখক কে? ➟ শশী থারুর
১৮২. UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) -তে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি পদে নিযুক্ত হতে চলেছেন — ➟ বিশাল ভি শর্মা
১৮৩. ২০২০ সালের অক্টোবরে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরষ্কার অর্জনকারী প্রথম ভারতীয় কে? ➟ ঐশ্বরিয়া শ্রীধর
১৮৪. “C is for Cat, D is for Depression” – বইটি লিখেছেন ➟ কৈরবী ভারত রাম
১৮৫. ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গেলসে ২০২০ সালের অক্টোবরে ডেনমার্ক ওপেনের শিরোপা কে জিতে নিলেন ? ➟ নোজোমি অকুহারা
১৮৬. ভারতের প্রথম হিং চাষ ভারতের কোন রাজ্যে শুরু হতে চলেছে ? ➟ হিমাচল প্রদেশ
১৮৭. ভারতের দীর্ঘতম Bus Rapid Transit System (BRTS) নেটওয়ার্ক কোন শহরে শুরু হতে চলেছে ? ➟ সুরাট
১৮৮. কোন ব্যাঙ্ক ২০২০ সালের Central Bank of the Year পুরস্কার জিতেছে ? ➟ Bank of Ghana (BoG)
১৮৯. সম্প্রতি পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি অতিকায় বোমা বিস্ফোরিত হল। বোমা টির নাম কি? ➟ টল বয়
১৯০. গ্লোবাল মোবাইল ইন্টারনেট স্পিড র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত? ➟ ১৩১
১৯১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF ) এর ১৯০তম সদস্য হিসেবে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দিলো – ➟ আন্ডোরা
১৯২. “State of Global Air 2020″- অনুসারে কোন দেশের বায়ু দূষণের পরিমাণ সর্বাধিক? ➟ ভারত
১৯৩. সম্প্রতি কোন দেশে মোলাভে নামে ভয়াবহ টাইফুন আছড়ে পড়েছে? ➟ ফিলিপিন্স
১৯৪. ১৪ তম বার্ষিক এশিয়ান ফিল্মস আওয়ার্ডস এ শ্রেষ্ঠ অরিজিনাল মিউজিক এর জন্য পুরস্কার অর্জন করল কোন চলচ্চিত্র? ➟ Gully Boy
১৯৫. বোস্টনে তৃতীয় ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IIFFB) ২০২০-তে কোন ফিল্মকে সেরা ফিচার ফিল্ম পুরষ্কার দেওয়া হয়েছে? ➟ Kaanthi
১৯৬. গ্লোবাল ফিনান্স, নিউইয়র্ক দ্বারা প্রকাশিত ‘World’s 50 Safest Banks 2020’ এর তালিকা অনুসারে এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক কোনটি ? ➟ DBS Bank (Singapore)
১৯৭. “Night of the Restless Spirits: Stories from 1984”- বইটি লিখেছেন ➟ সরবপ্রীত সিং
১৯৮. সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি সেশেলসের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ? ➟ Wavel Ramkalawan
১৯৯. Luis Arce কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ? ➟ বলিভিয়া
২০০. “Bye Bye Corona” বইটি কে লিখেছেন? ➟ ডঃ প্রদীপ শ্রীবাস্তব
আরো দেখে নাও :কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
২০১. ফর্মুলা ওয়ান পর্তুগিজ গ্রাঁপি জিতলেন কে? ➟ লুইস হ্যামিল্টন
২০২. ভারতের প্রথম Sand Dune পার্ক গড়ে উঠতে চলেছে কোন রাজ্যে? ➟ গোয়া
২০৩. পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স (PUBLIC AFFAIRS INDEX 2020) অনুসারে কোন রাজ্য বৃহৎ রাজ্য গুলির মধ্যে “best governed state ” -এর তকমা পেয়েছে ? ➟ কেরালা
২০৪. বিশ্বের দীর্ঘতম নিমজ্জনিত টানেল, ফেহমার্বেল্ট টানেল প্রস্তুতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটি কোন দেশদুটিকে যুক্ত করবে? ➟ ডেনমার্ক এবং জার্মানি
২০৫. সুপার সাইক্লোন গনি সম্প্রতি কোন দেশে আছড়ে পড়েছে ? ➟ ফিলিপিন্স
২০৬. কেরালার সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান এজুথাচান পুরস্কার (Ezhuthachan Puraskaram )-এর জন্য ২০২০ সালে কে নির্বাচিত হয়েছেন? ➟ পল জাকারিয়া
২০৭. “Women’s T20 Challenge 2020 ” এর স্পনসর হিসেবে সম্প্রতি ঘোষিত হয়েছে ➟ Reliance Jio
২০৮. কে ২০২০ সালের নভেম্বরে টানা তৃতীয়বারের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে (US House of Representatives ) পুনর্নির্বাচিত হয়েছেন? ➟ রাজা কৃষ্ণমূর্তি
২০৯. “Pandomanium: The Great Indian Banking Tragedy” – শীর্ষক বইটি লিখেছেন ➟ তমাল বন্দ্যোপাধ্যায়
২১০. কোন দেশের রাষ্ট্রপতি জন মাগুফুলি দ্বিতীয় বারের জন্য সম্প্রতি শপথ গ্রহণ করলেন ? ➟ তানজানিয়া
২১১. প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম কোন দেশ প্রস্থান করলো ? ➟ যুক্তরাষ্ট্র
২১২. উইলিয়াম রিড বিজনেস মিডিয়া অনুসারে ২০২০ সালের বিশ্বের শ্রেষ্ঠ বার হলো – ➟ Connaught
২১৩. নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী ভারতের কোন অফিসারকে “জেনারেল অফ দি নেপালি আর্মি” সম্মানে সম্মানিত করলেন ? ➟ মনোজ মুকুন্দ নারাভানে
২১৪. হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন ? ➟ জ্ঞানেন্দ্রো নিংম্বম
২১৫. সম্প্রতি আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ? ➟ জো বাইডেন
২১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হলেন ➟ কমলা হ্যারিস
২১৭. ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন? ➟ যশবর্ধন কুমার সিনহা
২১৮. বিশ্বের সর্বোচ্চ ডেটা সেন্টারটি কোথায় স্থাপন করা হচ্ছে? ➟ তিব্বত
২১৯. “Your Best Day Is Today!” বইটি রচনা করেছেন – ➟ অনুপম খের
২২০. ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের গবেষণা কাজের জন্য কে ২০২০ সালে “ড: তুলসী দাস চুগ পুরস্কার” জিতেছেন ? ➟ সতীশ মিশ্র
২২১. ‘How to Be a Writer’ বইটি রচনা করেছেন – ➟ রাস্কিন বন্ড
২২২. EdelGive Hurun India Philanthropy List 2020 – এ শীর্ষে রয়েছেন কোন ভারতীয় ব্যক্তিত্ব ? ➟ আজিম প্রেমজি
২২৩. মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ তে জিতলো কোন দল ? ➟ ট্রেইলব্লেজার্স
২২৪. ‘I am no Messiah’ নামক আত্মজীবনীটি কে লিখতে চলেছেন ? ➟ সোনু সুদ
২২৫. ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম ভারতের কোন শহরে স্থাপনা করা হয়েছে ? ➟ মাইসুরু
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
২২৬. সাইবার বুলিয়িং (cyberbullying ) সম্পর্কে তরুণদের শিক্ষিত করার প্রচেষ্টার জন্য বাংলাদেশের কোন কিশোর সম্প্রতি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন? ➟ সাদাত রহমান
২২৭. কে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের প্রথম চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন? ➟ ক্রিস গোপালকৃষ্ণন
২২৮. সম্প্রতি প্রকাশিত বই “A Promised Land” এর লেখক/লেখিকা কে? ➟ বারাক ওবামা
২২৯. সম্প্রতি শ্রী বিজয় ভাল্লাভ সুরিশ্বের জী মহারাজের ১৫১ তম জন্মদিন উপলক্ষ্যে,তাঁর ১৫১ ইঞ্চি লম্বা স্ট্যাচু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই স্ট্যাচুটি কোন শহরে অবস্থিত? ➟ পালি,রাজস্থান
২৩০. সম্প্রতি প্রকাশিত হল Civil Registration System, 2018 এর রিপোর্ট।এই রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যে শিশু কন্যা জন্মের হার (sex ratio) সর্বাধিক? ➟ অরুণাচল প্রদেশ
২৩১. মৎস্য ক্ষেত্রে শ্রেষ্ঠ রাজ্যের পুরস্কার পেল কোন রাজ্য? ➟ আসাম
২৩২. কোন সংস্থা ২০২০ সালের United Nations Population Award জিতে নিল? ➟ HelpAge India
২৩৩. “Insomnia : Army Stories” বইটি কার লেখা? ➟ রচনা বিস্ত রাওয়াত
২৩৪. বিহারের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হলেন কে? ➟ রেণু দেবী
২৩৫. প্রিমিয়ার লিগের প্রথম কোন ক্লাব United Nations Sports for Climate Action Framework এর অন্তর্ভুক্ত হল? ➟ আর্সেনাল
২৩৬. ২০২০ সালের UK বুকার প্রাইজ কে পেলেন? ➟ ডগলাস স্টুয়ার্ট
২৩৭. এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত কাপড়ের কল ভারতের কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে? ➟ মহারাষ্ট্র
২৩৮. “Balochistan: Bruised, Battered and Bloodied” বইটির লেখক কে? ➟ ফ্রান্সেসকা মারিনো
২৩৯. ভারতের প্রথম “Moss Garden” কোথায় গড়ে উঠেছে? ➟ উত্তরাখণ্ড
২৪০. ভারতীয় সাহিত্যে অবদানের জন্য কাকে ২০২০ সালের “Vatayan Lifetime Achievement Award” প্রদান করা হল? ➟ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
২৪১. আই.সি.সি এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? ➟ গ্রেগ বার্কলে
২৪২. “Simply Fly: A Deccan Odyssey” বইটি কার লেখা? ➟ জি আর গোপীনাথ
২৪৩. ৪৮তম আন্তর্জাতিক এমি পুরষ্কার ( International Emmy Awards )-এ কোন চলচ্চিত্রটি সেরা ড্রামা সিরিজের সম্মান অর্জন করেছে? ➟ Delhi Crime
২৪৪. মেরিয়াম-ওয়েবস্টার নীচের কোন শব্দটিকে ২০২০ সালের শব্দ (2020 word of the year ) হিসাবে ঘোষণা করেছে? ➟ Pandemic
২৪৫. কেমব্রিজ ডিকশনারি কোন শব্দটিকে ২০২০ সালের Word of the Year হিসেবে ঘোষণা করেছে ? ➟ Quarantine
২৪৬. উত্তরপ্রদেশ এর কোন বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম বিমানবন্দর’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে? ➟ অযোধ্যা বিমানবন্দর
২৪৭. ভারতের দক্ষিণ ভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘নিভার’। এই নামকরণ টি কোন দেশ করেছে? ➟ ইরান
২৪৮. United States Air Quality Index প্রকাশিত Air Pollution Data অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটি? ➟ লাহোর
২৪৯. কোন রাজ্য সরকার দশম জাতীয় বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ আয়োজন করেছে? ➟ ত্রিপুরা
২৫০. “Global Terrorism Index(GTI) 2020: Measuring the Impact of Terrorism” অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? ➟ অষ্টম
আরো দেখে নাও : কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
২৫১. ‘রাইমোনা জাতীয় উদ্যান’ কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে? ➟ আসাম
২৫২. ষষ্ঠ ফিনান্সিয়াল সিক্রেসি ইনডেক্স এ ভারতের র্যাঙ্ক কত? ➟ ৪৭ তম
২৫৩. টাইম ম্যাগাজিন প্রথমবারের জন্য কাকে ‘Kid of the Year’ হিসাবে মনোনীত করেছে? ➟ গীতাঞ্জলী রাও
২৫৪. “40 Years with Abdul Kalam – Untold Stories” বইটি কার লেখা? ➟ ডঃ এ শিবাথানু পিল্লাই
২৫৫. Organization of Islamic Cooperation-এর সেক্রেটারী জেনারেল হিসাবে নির্বাচিত হলেন কে? ➟ হিসেইন ব্রাহিম তাহা
২৫৬. Bata কোম্পানির নতুন গ্লোবাল CEO হিসাবে কে নিযুক্ত হলেন ? ➟ সন্দীপ কাটারিয়া
২৫৭. কলকাতার মাজেরহাট ব্রিজের নতুন কী নাম রাখা হয়েছে ? ➟ জয় হিন্দ ব্রিজ
২৫৮. ফেসবুক সম্প্রতি তার ডিজিটাল মুদ্রা ‘Libra’-র নাম পরিবর্তন করে নতুন নাম কি রেখেছে ? ➟ Diem
২৫৯. Fortune 500 Indian Companies তালিকায় প্রথমস্থানে আছে কোন ভারতীয় কোম্পানী? ➟ Reliance Industries
২৬০. ২০২০ সালের গ্লোবাল টিচার প্রাইজ ( Global Teacher Prize ) জিতে নিলো ভারতের কোন প্রাইমারি শিক্ষক ? ➟ রঞ্জিত সিংহ দিসালে
২৬১. Fortune’s বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ২০২০ কে হলেন? ➟ ইলন মাস্ক
২৬২. ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নবনিযুক্ত সভাপতির নাম কি? ➟ উদয় শঙ্কর
২৬৩. কোভিড-19 মহামারীর সময়কালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ কাকে ২০২০ সালের “এশিয়ান অফ দ্য ইয়ার” সম্মান দেওয়া হল? ➟ Adar Poonawalla
২৬৪. সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসাবে ২০২০ সালের “ওয়ার্ল্ড অ্যাথলিট অফ দ্য ইয়ার” হয়েছেন কে? ➟ মন্ডো ডুপ্লান্টিস
২৬৫. ষোড়শ Climate Change Performance Index 2021 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? ➟ দশম
২৬৬. সম্প্রতি চিন এবং নেপাল যৌথভাবে মাউন্ট এভারেস্ট এর যে উচ্চতা ঘোষণা করেছে, সেটি কত? ➟ ৮৮৪৮.৮৬ মিটার
২৬৭. সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ এর সাধারণ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? ➟ রাজেশ বিন্দল
২৬৮. Forbes 100 Influential Women 2020 অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলা কে? ➟ অ্যাঞ্জেলা মার্কেল
২৬৯. কোন বাংলা চলচিত্র সম্প্রতি মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ তে দুটি পুরষ্কার জিতে নিয়েছে? ➟ রবিবার
২৭০. ২০২৪ সালের প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের জন্য অলিম্পিকের আসরে আসতে চলেছে কোন ইভেন্টটি? ➟ Breakdancing
২৭১. কেন্দ্রের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এর মাধ্যমে ভারতের প্রথম ১০০ শতাংশ জৈব কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ➟ লাক্ষাদ্বীপ
২৭২. সম্প্রতি কাদের Time’s Person of the Year 2020 ঘোষণা করা হয়েছে? ➟ জো বাইডেন এবং কমলা হ্যারিস
২৭৩. QS World University Rankings 2021 -এ শীর্ষে রয়েছে কোন বিশবিদ্যালয় ? ➟ Massachusetts Institute of Technology (MIT)
২৭৪. পশ্চিমবঙ্গের কোথায় প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরী হতে চলেছে ? ➟ তাজপুর
২৭৫. Eastern Eye newspaper দ্বারা প্রকাশিত ’50 Asian Celebrities in The World 2020′ তালিকায় প্রথমস্থানে আছেন কোন বলিউড অভিনেতা? ➟ সোনু সুদ
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
২৭৬. গুগল ট্রেন্ডস ২০২০ অনুসারে ভারতে সর্বাধিক সার্চ করা হয়েছে কোন শব্দটি? ➟ IPL
২৭৭. প্রথম অ-ভারতীয় হিসাবে কে যুব গণিতজ্ঞ হিসাবে রামানুজন পুরষ্কার পেলেন? ➟ ক্যারোলিনা আরাউজো
২৭৮. ফর্মুলা ওয়ান আবু ধাবি গ্রাঁপি কে জিতলেন? ➟ ম্যাক্স ভার্সতাপেন
২৭৯. ২০২০ সালে কোন চিলচিত্রটিকে গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে ? ➟ Parasite
২৮০. সম্প্রতি ভারতের Billiards and Snooker Federation এর প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন ? ➟ রাজন খিনভাসারা
২৮১. পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? ➟ শুভংকর সরকার
২৮২. ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার ফ্যাক্টরী তৈরী করতে চলেছে Ola কোম্পানী? ➟ তামিলনাড়ু
২৮৩. টাইমস ২০২০ অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসাবে কার নাম মনোনীত হয়েছে? ➟ লেব্রন জেমস
২৮৪. সম্প্রতি ‘Goldman Environmental Prize 2020’ জিতলেন Paul Sein Twa। তিনি কোন দেশের বাসিন্দা? ➟ মায়ানমার
২৮৫. 6th International Online Shooting Championship (IOSC)-এ ১০মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলো কোন ভারতীয় শ্যুটার? ➟ যশ বর্ধন
২৮৬. ডিসেম্বর ২০২০ তে প্রকাশিত Forbes 2020’s Highest paid celebrity লিস্ট অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছেন কে? ➟ Kylie Jenner
২৮৭. সম্প্রতি কলকাতার গার্ডেনরিচ থেকে নৌবাহিনীর কোন যুদ্ধ জাহাজটি লঞ্চ হলো ? ➟ হিমগিরি
২৮৮. সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক(IPPB) যৌথ ভাবে যে ডিজিটাল পেমেন্টস অ্যাপ লঞ্চ করেছে, তার নাম কি? ➟ DakPay
২৮৯. ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হচ্ছেন কে? ➟ এস. মুরলীধর
২৯০. প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসাবে ইউরোপিয়ান ফুটবল লিগে গোল করার কৃতিত্ব অর্জন করলেন কে? ➟ বালা দেবী
২৯১. কোন ভারতীয় কোম্পানী Golden Peacock Environment Management Award 2020 জিতলো ? ➟ SAIL
২৯২. ২০২০ সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন কে? ➟ রবার্ট লেওয়ানডস্কি
২৯৩. ২০২০ সালের Human Freedom Index -এ ভারতের স্থান কততম ? ➟ ১১১
২৯৪. UNEP-এর ‘Young Champions of the Earth’ পুরস্কার জিতলেন কোন ভারতীয়? ➟ বিদ্যুৎ মোহন
২৯৫. সম্প্রতি কোন ভারতীয় সংগীতশিল্পী ‘UK’s Icon Award’ সম্মানে সম্মানিত হলেন ? ➟ শঙ্কর মহাদেবন
২৯৬. সম্প্রতি সূর্য ভূষণ আন্তর্জাতিক পুরস্কার (Surya Bhushan International Award ) জিতে নিলেন – ➟ ড. কে. সিভান
২৯৭. ২০০ ফুট উঁচু কাঁচের ব্রিজ তৈরী হতে চলেছে বিহারের কোন জেলায়? ➟ রাজগির
২৯৮. ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist ‘- বইটি লিখেছেন ➟ প্রেম প্রকাশ
২৯৯. ইংরেজি কবিতার গ্রন্থ ‘Oh Mizoram’ এর রচয়িতা কে? ➟ পি এস শ্রীধরন পিল্লাই
৩০০. ২০২০ সালের ‘BBC Sports Personality of the Year’ পুরস্কার কে জিতলেন ? ➟ লুইস হ্যামিল্টন
আরো দেখে নাও : কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
৩০১. সম্প্রতি কোন ভারতীয় ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মান পেলেন? ➟ নরেন্দ্র মোদী
৩০২. “The Light of Asia: The Poem that Defined the Buddha” বইটির লেখক কে? ➟ জয়রাম রমেশ
৩০৩. সম্প্রতি Stefan Edberg Sportsmanship পুরস্কার পেলেন কে ? ➟ রাফায়েল নাদাল
৩০৪. সম্প্রতি দক্ষিণ ভারতে আছড়ে পড়ে সাইক্লোন ‘বুরেভি’। এই নামটি দিয়েছে কোন দেশ? ➟ মালদ্বীপ
৩০৫. “Covid -19: Sabhyata ka Sankat aur Samadhan” বইটি কার লেখা? ➟ কৈলাশ সত্যার্থি
৩০৬. ২০২০ সালের “UN Population Award ” জিতলো কোন ভারতীয় NGO ? ➟ HelpAge India
৩০৭. নিম্নলিখিত কোন রেলওয়ে স্টেশনটি সম্প্রতি ‘Best Clean Station’ পুরস্কার পেলো ? ➟ বিশাখাপত্তনম
৩০৮. ‘In Pursuit Of Justice: An Autobiography’-কার আত্মজীবনী ? ➟ রাজিন্দার সাচার
৩০৯. সম্প্রতি ‘DRDO Scientist of the Year Award’ জিতলেন কোন বৈজ্ঞানিক? ➟ হেমন্ত কুমার পান্ডে
৩১০. আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে কে নিযুক্ত হলেন ? ➟ মহেন্দ্রনাথ রায়
৩১১. ২০২০ সালের “ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড’ জিতলো কোন রাজ্য? ➟ বিহার
৩১২. সম্প্রতি প্রকাশিত “অযোধ্যা” বইটির লেখক কে? ➟ মাধব ভাণ্ডারী
৩১৩. দ্বাদশ ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২১ (WELT) এ ভারতের র্যাঙ্ক কত? ➟ ষষ্ঠ
৩১৪. চতুর্থ বিশ্ব লোককথা উৎসব কোথায় অনুষ্ঠিত হল? ➟ চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
৩১৫. ২০২০ সালের ‘তানসেন সম্মান’ পেলেন কে? ➟ পণ্ডিত সতীশ ব্যাস
৩১৬. আগামী একবছরের জন্য পুনরায় ভারতের স্পেস সেক্রেটারি এবং স্পেস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? ➟ কে শিবন
আরো দেখে নাও : গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF জানুয়ারি থেকে জুন ২০২০
এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও
DownloadTo check our latest Posts - Click Here
sir download er option nei
Ebar try korun
how can download pdf . facing problem