Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM) অ্যাওয়ার্ডস ২০২২-এ কাকে সম্প্রতি ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হল?

(A) মোহিত রায়না
(B) ধর্মেন্দ্র
(C) কপিল দেব
(D) শচীন তেন্ডুলকর

উত্তর :
(C) কপিল দেব

  • ১৪ই আগস্ট, ২০২২-এ, প্যালাইস থিয়েটারে অনুষ্ঠিত IFFM অ্যাওয়ার্ডসের ইভেন্টে পুরস্কারটি দেওয়া হয়েছিল।
  • এই ইভেন্টে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় ’83।
  • সুজিত সরকার এবং অপর্ণা সেন যথাক্রমে ‘সর্দার উধম’ এবং ‘দ্য রেপিস্ট’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।
  • ’83’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং।
  • ‘জলসা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালী শাহ।

২. সম্প্রতি শুরু হওয়া এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টটির নাম কি?

(A) Gulf Cup of Nations
(B) Durand Cup
(C) AFC Challenge Cup
(D) ASEAN Football Championship

উত্তর :
(B) Durand Cup

  • এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, ডুরান্ড কাপ ১৬ই আগস্ট, ২০২২ থেকে শুরু হয়েছে।
  • উদ্বোধনী ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে FC গোয়া এবং মোহামেডান SC এর মধ্যে হয়েছে।
  • ডুরান্ড কাপ ভারতের তিনটি প্রধান ফুটবল টুর্নামেন্টের একটি, অন্য দুটি হল ইন্ডিয়ান সুপার লিগ এবং সুপার কাপ।
  • এটি টুর্নামেন্টটির তার ১৩১তম সংস্করণে।

৩. কোন শহরে ২০২৩ সালে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিফুড শো’ (IISS) এর ২৩তম সংস্করণ আয়োজিত হবে?

(A) মুম্বাই
(B) জয়পুর
(C) কলকাতা
(D) চেন্নাই

উত্তর :
(C) কলকাতা

  • কলকাতায় ১৫-১৭ই ফেব্রুয়ারী, ২০২৩ পর্যন্ত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিফুড শো (IISS) এর ২৩ তম সংস্করণ অনুষ্ঠিত হবে।
  • এটি Marine Products Export Development Authority (MPEDA) দ্বারা আয়োজিত হবে।

৪. কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি ‘Village Defence Guard Scheme – 2022’ কার্যকর হয়েছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) দিল্লী
(C) লাদাখ
(D) চণ্ডীগড়

উত্তর :
(A) জম্মু ও কাশ্মীর

  • ১৫ই আগস্ট ২০২২ জম্মু ও কাশ্মীরে এই স্কিম কার্যকর হয়েছে।
  • এই প্রকল্পের অধীনে, VDC রাইফেল সরবরাহ করা হয়েছে যাতে তারা সন্ত্রাসী হামলা থেকে তৎক্ষণাৎ গ্রামগুলিকে রক্ষা করতে পারে।

৫. FIFA সম্প্রতি কোন দেশ কে অনির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করলো?

(A) বাংলাদেশ
(B) ইউক্রেন
(C) কাতার
(D) ভারত

উত্তর :
(D) ভারত

  • ১৬ই আগস্ট ২০২২ এ FIFA, AIFF (All India Football Federation)-কে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে।
  • “তৃতীয় পক্ষের অযাচিত প্রভাবের” কারণে এই ব্যান করা হয়েছে এবং এর ফলে অক্টোবর ২০২২ এ নির্ধারিত অনূর্ধ্ব-১৭ ‘মহিলা ফুটবল বিশ্বকাপ’-হোস্টিংয়ের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ভারত থেকে।

৬. ভারত সম্প্রতি কোন দেশকে একটি ‘ডর্নিয়ার মেরিটাইম রিকনেসান্স বিমান’ হস্তান্তর করেছে?

(A) মালদ্বীপ
(B) শ্রীলংকা
(C) ইন্দোনেশিয়া
(D) মালয়েশিয়া

উত্তর :
(B) শ্রীলংকা

  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের উপস্থিততে একটি অনুষ্ঠানে ভারত ১৫ই আগস্ট ২০২২-এ শ্রীলঙ্কার নৌবাহিনীকে একটি ‘ডর্নিয়ার মেরিটাইম রিকনেসান্স বিমান’ হস্তান্তর করেছে।
  • এই ধরণের বিমান ভারতীয় নৌবাহিনী ইলেকট্রনিক যুদ্ধ মিশনের জন্য ব্যবহার করে এবং ১৯৮১ সাল থেকে এর উৎপাদন করে আসছে।

৭. কোন রাজ্য সম্প্রতি ‘মুখ্যমন্ত্রী বাল আশির্বাদ যোজনা’ চালু করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) উত্তরাখন্ড
(C) ছত্তিসগড়
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(A) মধ্য প্রদেশ

মধ্য প্রদেশ :

  • মুখ্যমন্ত্রী : শিবরাজ সিং চৌহান
  • রাজ্যপাল : মঙ্গুভাই প্যাটেল
  • রাজধানী : ভোপাল

৮. চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুটির উদ্বোধন করা হয়েছে। এটি কোন শহর কে সারা ভারতের সঙ্গে যুক্ত করবে?

(A) শ্রীনগর
(B) কূপওয়ারা
(C) অনন্তনাগ
(D) দোগা

উত্তর :
(A) শ্রীনগর

  • চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুটির উদ্বোধন করা হয়েছে।
  • স্বাধীনতার পর থেকে প্রথমবারের মতো শ্রীনগরকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করা হবে এই সেতুর মাধ্যমে।
  • ব্রিজটি আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার উঁচু।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button