8th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
8th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৮ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 8th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কোন দিনটি গুরু নানক জয়ন্তী হিসাবে পালিত হয়েছে?
(A) ৫ই নভেম্বর
(B) ৮ই নভেম্বর
(C) ১০ই নভেম্বর
(D) ৭ই নভেম্বর
- এটি শিখ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি।
- এই দিনটি দশ শিখ গুরুর মধ্যে প্রথম এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব জি-এর জন্মবার্ষিকীকে চিহ্নিত করে।
- এটি প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমায় পালিত হয়।
২. সম্প্রতি কাকে ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন’ (GSMA)-এর ডেপুটি চেয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) গোপাল ভিট্টল
(B) হর্ষদীপ সিং
(C) ডেনিশ স্কট
(D) মারিয়া স্মিথ
- তিনি ১লা জানুয়ারী ২০২৩ থেকে শুরু করে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দুই বছরের মেয়াদের জন্য নিযুক্ত হয়েছেন।
- তিনি ভারতী এয়ারটেল গ্রুপের CEO।
- সদর দপ্তর : লন্ডন, যুক্তরাজ্য
- চেয়ারপারসন: স্টিফেন রিচার্ড
- প্রতিষ্ঠা: ১৯৯৫
৩. কোন রাজ্যের গবেষকরা ২০০ বছরেরও বেশি সময় পর মৌমাছির একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন?
(A) ওড়িশা
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) কেরালা
- এই মৌমাছি প্রজাতিটি পশ্চিমঘাট অঞ্চলের এন্ডেমিক প্রজাতি।
- ২০০ বছরেরও বেশি সময়ের ব্যবধানে আবিষ্কৃত এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে Apis karinjodian।
- ভারত থেকে সর্বশেষ আবিষ্কৃত মৌমাছি ছিল এপিস ইন্ডিকা যা ১৭৯৮ সালে ফ্যাব্রিসিয়াস দ্বারা সনাক্ত করা হয়েছিল।
৪. বক্সিংয়ে সম্প্রতি কে তার ষষ্ঠম এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদক জিতলেন?
(A) শিব থাপা
(B) ডিপি মানু
(C) সাগর ডাঙ্গি
(D) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি
- এশিয়ান চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল পুরুষ বক্সার হয়ে হয়ে উঠলেন তিনি।
- শিব থাপা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের কর্মচারী।
৫. নিচের কোন ব্যক্তিকে ২০২২ সালের ‘আন্তর্জাতিক কন্নড় রত্ন পুরস্কার’-এর জন্য নির্বাচিত করা হয়েছে?
(A) ভেঙ্কি রামকৃষ্ণন
(B) বিশ্বনাথন আনন্দ
(C) এপিজে আব্দুল কালাম
(D) যদুবীর কৃষ্ণরাজ চামরাজা ওয়াদিয়ার
- পূর্ববর্তী রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণরাজা চামরাজা ওয়াদিয়ারকে আন্তর্জাতিক কন্নড় রত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
৬. কোন সংস্থা ‘State of the Global Climate in 2022’ রিপোর্ট প্রকাশ করেছে?
(A) UNEP
(B) UNFCCC
(C) FAO
(D) WMO
- বিশ্ব আবহাওয়া সংস্থা ২০২২ সালে বৈশ্বিক জলবায়ুর অস্থায়ী অবস্থা প্রকাশ করেছে।
WMO :
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের জেনেভায়
- প্রেসিডেন্ট: গেরহার্ড অ্যাড্রিয়ান
- প্রতিষ্ঠা: ২৩শে মার্চ ১৯৫০
৭. কোন রাজ্যে ৮-দিনের পুষ্কর মেলা আয়োজিত হচ্ছে?
(A) রাজস্থান
(B) তামিলনাড়ু
(C) ওডিশা
(D) গুজরাট
- এই বছর, পুষ্কর মেলা ১লা নভেম্বর থেকে ৯ই নভেম্বর ২০২২ পর্যন্ত রাজস্থানে আয়োজিত হচ্ছে৷
- পুষ্কর মেলা পুষ্কর উট মেলা, কার্তিক মেলা বা কার্তিক কা মেলা নামেও পরিচিত৷
৮. কত সালের মধ্যে মথুরা-বৃন্দাবনকে কার্বন-নিরপেক্ষ পর্যটন গন্তব্যে পরিণত করার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার?
(A) ২০৩০
(B) ২০২৫
(C) ২০৫০
(D) ২০৪১
- উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে মথুরা-বৃন্দাবন ২০৪১ সালের মধ্যে একটি “নেট শূন্য কার্বন নিঃসরণ” পর্যটন গন্তব্যে পরিণত হবে৷
- সমগ্র ব্রজ অঞ্চল (বৃন্দাবন এবং কৃষ্ণ জন্মভূমি) থেকে পর্যটক যান নিষিদ্ধ করা হবে।
- শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়িগুলিকে এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
To check our latest Posts - Click Here