Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 8th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন দিনটি গুরু নানক জয়ন্তী হিসাবে পালিত হয়েছে?

(A) ৫ই নভেম্বর
(B) ৮ই নভেম্বর
(C) ১০ই নভেম্বর
(D) ৭ই নভেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (B) ৮ই নভেম্বর

  • এটি শিখ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি।
  • এই দিনটি দশ শিখ গুরুর মধ্যে প্রথম এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব জি-এর জন্মবার্ষিকীকে চিহ্নিত করে।
  • এটি প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমায় পালিত হয়।
[/spoiler]

২. সম্প্রতি কাকে ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন’ (GSMA)-এর ডেপুটি চেয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) গোপাল ভিট্টল
(B) হর্ষদীপ সিং
(C) ডেনিশ স্কট
(D) মারিয়া স্মিথ

[spoiler title=’উত্তর ‘ ] (A) গোপাল ভিট্টল

  • তিনি ১লা জানুয়ারী ২০২৩ থেকে শুরু করে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দুই বছরের মেয়াদের জন্য নিযুক্ত হয়েছেন।
  • তিনি ভারতী এয়ারটেল গ্রুপের CEO।
  • সদর দপ্তর : লন্ডন, যুক্তরাজ্য
  • চেয়ারপারসন: স্টিফেন রিচার্ড
  • প্রতিষ্ঠা: ১৯৯৫
[/spoiler]

৩. কোন রাজ্যের গবেষকরা ২০০ বছরেরও বেশি সময় পর মৌমাছির একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন?

(A) ওড়িশা
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) কেরালা

[spoiler title=’উত্তর ‘ ] (D) কেরালা

  • এই মৌমাছি প্রজাতিটি পশ্চিমঘাট অঞ্চলের এন্ডেমিক প্রজাতি।
  • ২০০ বছরেরও বেশি সময়ের ব্যবধানে আবিষ্কৃত এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে Apis karinjodian।
  • ভারত থেকে সর্বশেষ আবিষ্কৃত মৌমাছি ছিল এপিস ইন্ডিকা যা ১৭৯৮ সালে ফ্যাব্রিসিয়াস দ্বারা সনাক্ত করা হয়েছিল।
[/spoiler]

৪. বক্সিংয়ে সম্প্রতি কে তার ষষ্ঠম এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদক জিতলেন?

(A) শিব থাপা
(B) ডিপি মানু
(C) সাগর ডাঙ্গি
(D) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি

[spoiler title=’উত্তর ‘ ] (A) শিব থাপা

  • এশিয়ান চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল পুরুষ বক্সার হয়ে হয়ে উঠলেন তিনি।
  • শিব থাপা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের কর্মচারী।
[/spoiler]

৫. নিচের কোন ব্যক্তিকে ২০২২ সালের ‘আন্তর্জাতিক কন্নড় রত্ন পুরস্কার’-এর জন্য নির্বাচিত করা হয়েছে?

(A) ভেঙ্কি রামকৃষ্ণন
(B) বিশ্বনাথন আনন্দ
(C) এপিজে আব্দুল কালাম
(D) যদুবীর কৃষ্ণরাজ চামরাজা ওয়াদিয়ার

[spoiler title=’উত্তর ‘ ] (D) যদুবীর কৃষ্ণরাজ চামরাজা ওয়াদিয়ার

  • পূর্ববর্তী রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণরাজা চামরাজা ওয়াদিয়ারকে আন্তর্জাতিক কন্নড় রত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
[/spoiler]

৬. কোন সংস্থা ‘State of the Global Climate in 2022’ রিপোর্ট প্রকাশ করেছে?

(A) UNEP
(B) UNFCCC
(C) FAO
(D) WMO

[spoiler title=’উত্তর ‘ ] (D) WMO

  • বিশ্ব আবহাওয়া সংস্থা ২০২২ সালে বৈশ্বিক জলবায়ুর অস্থায়ী অবস্থা প্রকাশ করেছে।

WMO :

  • সদর দপ্তর: সুইজারল্যান্ডের জেনেভায়
  • প্রেসিডেন্ট: গেরহার্ড অ্যাড্রিয়ান
  • প্রতিষ্ঠা: ২৩শে মার্চ ১৯৫০
[/spoiler]

৭. কোন রাজ্যে ৮-দিনের পুষ্কর মেলা আয়োজিত হচ্ছে?

(A) রাজস্থান
(B) তামিলনাড়ু
(C) ওডিশা
(D) গুজরাট

[spoiler title=’উত্তর ‘ ] (A) রাজস্থান

  • এই বছর, পুষ্কর মেলা ১লা নভেম্বর থেকে ৯ই নভেম্বর ২০২২ পর্যন্ত রাজস্থানে আয়োজিত হচ্ছে৷
  • পুষ্কর মেলা পুষ্কর উট মেলা, কার্তিক মেলা বা কার্তিক কা মেলা নামেও পরিচিত৷
[/spoiler]

৮. কত সালের মধ্যে মথুরা-বৃন্দাবনকে কার্বন-নিরপেক্ষ পর্যটন গন্তব্যে পরিণত করার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার?

(A) ২০৩০
(B) ২০২৫
(C) ২০৫০
(D) ২০৪১

[spoiler title=’উত্তর ‘ ] (D) ২০৪১

  • উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে মথুরা-বৃন্দাবন ২০৪১ সালের মধ্যে একটি “নেট শূন্য কার্বন নিঃসরণ” পর্যটন গন্তব্যে পরিণত হবে৷
  • সমগ্র ব্রজ অঞ্চল (বৃন্দাবন এবং কৃষ্ণ জন্মভূমি) থেকে পর্যটক যান নিষিদ্ধ করা হবে।
  • শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়িগুলিকে এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
[/spoiler]

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button