বাংলা

কয়েকজন বিশিষ্ট বাঙালির খেতাবি নাম ও আসল নাম

Original Name and Nickname of Famous Bengalis

কয়েকজন বিশিষ্ট বাঙালির খেতাবি নাম ও আসল নাম

প্রিয় পাঠকেরা, দেওয়া রইলো কয়েকজন বিশিষ্ট বাঙালির খেতাবি নাম ও আসল নাম তালিকা। কোন বাঙালির খেতাবী নাম কি তার সুন্দর একটি তালিকা তোমাদের জন্য দেওয়া রইলো। অনেক ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই টপিকটি থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যেমন – বাঘাযতীন বলে কাকে ডাকা হয় ? দেশপ্রাণ কার খেতাবি নাম ? মহাপ্রভু কে ছিলেন ? নিচের লিস্টটি জানা থাকলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর খুব সহজেই দেওয়া যায়।

নংআসল নামখেতাবি নাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সাহিত্য সম্রাট
আশুতোষ মুখোপাধ্যায়বাংলার বাঘ
কালিদাস রায়কবিশেখর
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়বিদ্যাসাগর
কেশবচন্দ্র সেনব্রহ্মানন্দ
অমৃতলাল বসুরসরাজ
শ্রীচৈতন্যদেবমহাপ্রভু
দেবেন্দ্রনাথ ঠাকুরমহর্ষি
চিত্তরঞ্জন দাশদেশবন্ধু
১০যতীন্দ্রমোহন সেনগুপ্তদেশপ্রিয়
১১মাতঙ্গিনী হাজরাগান্ধীবুড়ী
১২অবনীন্দ্রনাথ ঠাকুরশিল্পীগুরু
১৩সূর্যসেনমাস্টারদা
১৪সুকান্ত ভট্টাচার্যকিশোরকবি
১৫রজনীকান্ত সেনকান্ত কবি
১৬অহীন্দ্র চৌধুরীনটসূর্য
১৭উত্তমকুমার (অরুন চট্টোপাধ্যায় )মহানায়ক
১৮প্রফুল্লচন্দ্র রায়আচার্য
১৯রানী রাসমণিলোকমাতা
২০বিধানচন্দ্র রায়নব বাংলার রূপকার
২১সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রাষ্ট্রগুরু
২২নরেন্দ্রনাথ দত্তস্বামীজি
২৩রবীন্দ্রনাথ ঠাকুরবিশ্বকবি / কবিগুরু
২৪বীরেন্দ্রনাথ শাসমলদেশপ্রাণ
২৫সুভাষচন্দ্র বসুনেতাজি
২৬যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়বাঘাযতীন
২৭সরোজিনী নাইডুপ্রাচ্যের বুল্বুল
২৮কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবি
২৯সত্যেন্দ্রনাথ দত্তছন্দের জাদুকর
৩০গোষ্ঠ পালচাইনিজ ওয়াল
৩১শিশির কুমার ভাদুড়ীনাট্যাচার্য
৩২জগদীশচন্দ্র বসুবিজ্ঞানাচার্য
৩৩গিরিশচন্দ্র ঘোষনটগুরু
৩৪রামতারণ সান্যাল অপেরা কিং
আসল নাম – খেতাবি নাম

এরকম আরও কিছু পোস্ট :

কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিত নাম /লোকপ্রিয় নাম/ ডাকনাম

১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF


Download Section

  • File Name: কয়েকজন বিশিষ্ট বাঙালির খেতাবি নাম ও আসল নাম – বাংলা কুইজ
  • File Size: 582 KB
  • No. of Pages: 02
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button