Daily Current Affairs in BengaliCurrent Affairs

16-17-18th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16-17-18th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16,17,18th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) গুরদীপ সিং
(B) Y.K. চৌবে
(C) জি কৃষ্ণকুমার
(D) কে. শ্রীকান্ত

উত্তর
(C) জি কৃষ্ণকুমার

  • ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) ১৭ই মার্চ ২০২৩ এ জি. কৃষ্ণকুমারকে নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করেছে।
  • বর্তমানে তিনি কোম্পানির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২. গ্লোবাল টেরোরিজম ইনডেক্স (GTI) ২০২৩ অনুসারে, কোন দেশ সন্ত্রাসবাদ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে?

(A) ভারত
(B) পাকিস্তান
(C) ইয়েমেন
(D) আফগানিস্তান

উত্তর
(D) আফগানিস্তান

  • গ্লোবাল টেররিজম ইনডেক্স (GTI)-এর ১০ তম সংস্করণ অনুসারে, ভারত ২৫টি সবচেয়ে বেশি সন্ত্রাস-আক্রান্ত দেশের মধ্যে ছিল।
  • প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কারণে মৃত্যু ৯% কমে ৬,৭০১ এ দাঁড়িয়েছে।
  • আফগানিস্তান টানা চতুর্থ বছর সন্ত্রাসবাদ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে রয়ে গেছে।
  • ২০২২ সালে সন্ত্রাসবাদ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে পাকিস্তান রয়েছে।

৩. নিম্নলিখিত কোন রাজ্যে ১৯টি নতুন জেলা এবং তিনটি নতুন ডিভিশন ঘোষণা করেছে?

(A) উত্তরাখণ্ড
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) রাজস্থান

উত্তর
(D) রাজস্থান

  • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ১৭ই মার্চ ২০২৩-এ রাজ্যে ১৯টি নতুন জেলা এবং ৩টি নতুন বিভাগ ঘোষণা করেছিলেন।
  • নতুন জেলা গঠনের প্রস্তাবগুলি পরীক্ষা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধানসভায় ঘোষণা করা হয়েছিল।
  • জয়পুর জেলাকে জয়পুর উত্তর, জয়পুর দক্ষিণ, ডুডু এবং কোটপুটলি, এ ৪টি জেলায় ভাগ করা হয়েছে।

৪. ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহকারী প্রথম NATO দেশ কোনটি?

(A) আলবেনিয়া
(B) পোল্যান্ড
(C) বুলগেরিয়া
(D) বেলজিয়াম

উত্তর
(B) পোল্যান্ড

  • পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা ইউক্রেনে সোভিয়েত যুগের চারটি Mig-29 যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন।
  • স্লোভাকিয়া আগামী সপ্তাহে ইউক্রেনে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে।

৫. নেপালের তৃতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) রাম সহায় প্রসাদ যাদব
(B) জিতেন্দ্র পুন
(C) পরমানন্দ ঝা
(D) নন্দ বাহাদুর পুন

উত্তর
(A) রাম সহায় প্রসাদ যাদব

  • রাম সহায় প্রসাদ যাদব ১৭ই মার্চ ২০২৩ এ নেপালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
  • নেপালের ভাইস প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর।
  • তিনি নন্দ কিশোর পুনের স্থলাভিষিক্ত হলেন।

৬. শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে তামিলনাড়ুর ধনুসকোডি পর্যন্ত পাল্ক স্ট্রেইট সাঁতরে পার করা অনূর্ধ্ব-২১ গ্রুপে দ্রুততম ভারতীয় হলেন কে?

(A) অদিতি অশোক
(B) আনহাত সিং
(C) শিব শ্রীধর
(D) সম্পান্না রমেশ শেলার

উত্তর
(D) সম্পান্না রমেশ শেলার

  • ২৯ কিলোমিটার দূরত্ব ৫ ঘণ্টা ৩০ মিনিটে পূরণ করে এই রেকর্ড গড়েছেন তিনি।
  • আগের রেকর্ডটি ছিল ৮ ঘন্টা ২৬ মিনিটের।

৭. ভারতের G20 সভাপতিত্বে কোন রাজ্য B20 বৈঠকের আয়োজন করেছিল?

(A) নতুন দিল্লি
(B) সিকিম
(C) আসাম
(D) উত্তরপ্রদেশ

উত্তর
(B) সিকিম

  • এর পাশাপাশি স্টার্টআপ 20 ইভেন্টগুলিও ১৮ এবং ১৯শে মার্চ গ্যাংটকে আয়োজিত হচ্ছে।

৮. TCS এর নতুন CEO কে?

(A) আর গোপীনাথন
(B) এন. গণপতি সুব্রামানিয়াম
(C) নটরাজন চন্দ্রশেখরন
(D) কে কৃত্তিবাসন

উত্তর
(D) কে কৃত্তিবাসন

  • TCS বোর্ড কে. কৃত্তিবাসনকে ১৬ই মার্চ ২০২৩ থেকে কার্যকরী প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ করেছে।
  • তিনি রাজেশ গোপিনাথনের স্থলাভিষিক্ত হলেন।

৯. রাষ্ট্রপতি মুর্মু নিম্নোক্ত কোনটিকে ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান করেছেন?

(A) INS দ্রোণাচার্য
(B) INS কাভারত্তি
(C) INS বিরাট
(D) INS বিক্রান্ত

উত্তর
(A) INS দ্রোণাচার্য

  • INS দ্রোণাচার্য হল সাগর প্রহরি বল এবং নেভির প্রশিক্ষণের নোডাল কেন্দ্র এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের (IOR) বিভিন্ন দেশকে প্রশিক্ষণের জন্য নৌবাহিনীর কেন্দ্র।

১০. SEA DRAGON 2023 অনুশীলনে ভারতের সাথে কোন দেশ অংশগ্রহণ করেছিল?

(A) চীন
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) আমেরিকা

উত্তর
(D) আমেরিকা

  • অনুশীলনটি ১৫-৩০শে মার্চ ২০২৩ এর মধ্যে নির্ধারিত হয়েছে।

১১. এরিক গারসেটি ভারতে কোন দেশের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?

(A) অস্ট্রেলিয়া
(B) মেক্সিকো
(C) কানাডা
(D) আমেরিকা

উত্তর
(D) আমেরিকা

  • ২০২১ সালের জানুয়ারি থেকে নয়াদিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নেই।
  • জো বাইডেন ২০২১ সালের জুলাইয়ে গারসেটিকে এই পদের জন্য মনোনীত করেছিলেন।

১২. ২০২২ সালের সরস্বতী সম্মানের জন্য কাকে তার বই সুর্য বংশামের জন্য নির্বাচিত করা হয়েছে?

(A) জানকী বিশ্বনাথন
(B) সিন্ধু রাজশেকরন
(C) শিবশঙ্করী
(D) পি. শ্বেতা

উত্তর
(C) শিবশঙ্করী

  • এটি তামিল ভাষায় স্মৃতিকথার একটি বই এবং ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল।
  • কে কে বিড়লা দ্বারা প্রতিষ্ঠিত এই সরস্বতী সম্মান।
  • এতে ১৫ লক্ষ টাকা, একটি সম্মাননা পত্র এবং একটি ফলক দেওয়া হয়।

১৩. সম্প্রতি কাকে ৩ মাসের জন্য NMDC-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে?

(A) অমিতাভ মুখোপাধ্যায়
(B) শৈলেশ পাঠক
(C) রাজেশ মালহোত্রা
(D) সিদ্ধার্থ মোহান্তি

উত্তর
(A) অমিতাভ মুখোপাধ্যায়

  • অমিতাভ মুখার্জীকে ৩১শে মে ২০২৩ পর্যন্ত ৩ মাসের জন্য NMDC-এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের (CMD) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
  • NMDC-তে যোগদানের আগে, তিনি রেল বিকাশ নিগম (RVNL)-এর জেনারেল ম্যানেজার (ফাইনান্স) ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button