Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th December Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে ডিসেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (25th December Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 24th December Current Affairs Quiz 2023 –  Bengali


১. কোন রাজ্যে আলটিমেট খো খো লীগের সিজন ২ অনুষ্ঠিত হতে চলেছে?

(A) মহারাষ্ট্র
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) বিহার

[spoiler title=’উত্তর ‘ ] (B) ওড়িশা
আলটিমেট খো খো লিগ সিজন ২ ওড়িশায় অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচটি ২৪শে ডিসেম্বর কটকের জেএন ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। [/spoiler]

২. ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন (ITTF) ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে প্রথম কোন ভারতীয় নিযুক্ত হয়েছেন?

(A) ভিটা দানি
(B) প্রকাশ পাড়ুকোন
(C) পেট্রা সোর্লিং
(D) গোপীচাঁদ পি

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভিটা দানি
ভিটা দানি প্রথম ভারতীয় যিনি ITTF গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন৷ [/spoiler]

৩. সুকৃতা পল কুমার সম্প্রতি সম্প্রতি তাঁর কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার (Rabindranath Tagore Literary Prize) পেয়েছেন ?

(A) The City and The Sea
(B) Metaphor of the Moon
(C) Salt & Pepper: Selected Poems
(D) Journey to the West

[spoiler title=’উত্তর ‘ ] (C) Salt & Pepper: Selected Poems
কবি সুকৃতা পল কুমার তাঁর Salt & Pepper: Selected Poems বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার (Rabindranath Tagore Literary Prize) পেয়েছেন। [/spoiler]

৪. শ্রীলঙ্কায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সন্তোষ ঝা
(B) অরিন্দম বাগচী
(C) গোপাল বাগলে
(D) রনিল বিক্রমাসিংহে

[spoiler title=’উত্তর ‘ ] (A) সন্তোষ ঝা
শ্রীলঙ্কায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সন্তোষ ঝা দায়িত্ব গ্রহণ করেছেন। [/spoiler]

৫. সনি স্পোর্টস ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করেছে ?

(A) সুনীল ছেত্রি
(B) কার্তিক আরিয়ান
(C) বাইচুং ভুটিয়া
(D) রণবীর কাপুর

[spoiler title=’উত্তর ‘ ] (B) কার্তিক আরিয়ান
সনি স্পোর্টস নেটওয়ার্ক বলিউডের জেড সুপারস্টার এবং যুব আইকন কার্তিক আরিয়ানকে ফুটবলের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। [/spoiler]

৬. সম্প্রতি কোন ভারতীয় সফলভাবে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট ভিনসন’ আরোহণ করেছেন?

(A) অরুণিমা সিনহা
(B) লভ রাজ সিং ধর্মশক্তু
(C) শেখ হাসান খান
(D) আংশু জামসেনপা

[spoiler title=’উত্তর ‘ ] (C) শেখ হাসান খান

  • অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট ভিনসন’ জয় করেছেন কেরালার সরকারি কর্মচারী শেখ হাসান খান।
  • এটি তার জয় করা পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ।
  • মাউন্ট ভিনসন সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮৯২ মিটার (১৬,০৫০ ফুট) উপরে।
  • মাউন্ট ভিনসন ছাড়াও, খান আরও চারটি উচ্চ শৃঙ্গ জয় করেছেন, এশিয়ার মাউন্ট এভারেস্ট, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো এবং ইউরোপের মাউন্ট এলব্রাস।
[/spoiler]

৭. টেস্ট ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের অষ্টম বোলার কে?

(A) রবীন্দ্র জাদেজা
(B) রবিচন্দ্রন অশ্বিন
(C) নাথান লিয়ন
(D) অ্যাডাম জাম্পা

[spoiler title=’উত্তর ‘ ] (C) নাথান লিয়ন

  • অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন টেস্ট ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের অষ্টম বোলার হয়েছেন।
  • পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে এই কীর্তি গড়েন তিনি।
  • অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে ৫০০ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি।
  • অস্ট্রেলিয়া থেকে শুধু শেন ওয়ার্ন (৭০৮) এবং গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) তার চেয়ে এগিয়ে রয়েছেন।
[/spoiler]

৮. ২০২৩ সালের মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারে কতজনকে সম্মানিত করা হবে?

(A)
(B)
(C)
(D)

[spoiler title=’উত্তর ‘ ] (A)
এবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হবে ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ চন্দ্রশেখর শেঠি এবং রঙ্কিরেড্ডি সাত্ত্বিক সাই রাজকে। এবার ২৬ জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হবে। [/spoiler]

৯. সম্প্রতি সংবাদে আসা ‘এসেকুইবো অঞ্চল’ নিচের কোন দেশ দুটির মধ্যে একটি বিতর্কিত অঞ্চল?

(A) রাশিয়া এবং ইউক্রেন
(B) সুদান এবং ইথিওপিয়া
(C) ইসরাইল ও ফিলিস্তিন
(D) ভেনিজুয়েলা এবং গায়ানা

[spoiler title=’উত্তর ‘ ] (D) ভেনিজুয়েলা এবং গায়ানা

  • গায়ানা একটি কমনওয়েলথ সদস্য এবং দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজিভাষী দেশ।
  • ১৫০ বছরের ঔপনিবেশিক শাসন শেষে ১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গায়ানা।
  • তবে প্রতিবেশী দেশ ভেনিজুয়েলা গুয়ানিজ ভূখণ্ডের এসেকুইবো অঞ্চলকে নিজের বলে দাবি করে আসছে, যা তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ।
  • সম্প্রতি ভেনিজুয়েলা বিতর্কিত ওই ভূখণ্ডের দাবি জোরদার করায় সংঘাতের আশঙ্কায় পড়েছে গায়ানা।
[/spoiler]

১০. ভারতে সুশাসন দিবস (Good Governance Day) প্রতিবছর কোন দিনে পালন করা হয় ?

(A) ২৪ ডিসেম্বর
(B) ২৫ ডিসেম্বর
(C) ২৬ ডিসেম্বর
(D) ২৭ ডিসেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (B) ২৫ ডিসেম্বর
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতের সুশাসন দিবস পালিত হয়। দেশবাসীর মধ্যে সরকার ও তার শাসন সম্পর্কিত দায়বদ্ধতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ২৫ শে ডিসেম্বর দিনটি সুশাসন দিবস (Good Governance Day) পালন করা হয়। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button