Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th November Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th November Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে ন৬ভেম্বর – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th November Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২৫ নভেম্বর ২০২১-এ কোন দল অরুণ জেটলি স্টেডিয়াম, নয়াদিল্লিতে অন্ধদের জন্য পরিচালিত জাতীয় T20 ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে?

(A) অন্ধ্র প্রদেশ
(B) গুজরাট
(C) পাঞ্জাব
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (A) অন্ধ্র প্রদেশ

  • অন্ধ্র প্রদেশ কর্ণাটককে ২৭ রানে হারিয়ে ২৫ নভেম্বর ২০২১ তারিখে অরুণ জেটলি স্টেডিয়ামে, নয়াদিল্লিতে অন্ধদের জন্য জাতীয় T20 ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে ।
  • অন্ধ্র প্রদেশের ভেঙ্কটেশ্বরা রাওকে, যিনি ৩৬ বলে ৮৫ রান করেন, ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
[/spoiler]

২. NITI Aayog-এর বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে, নিচের কোনটি ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে?

(A) বিহার
(B) মেঘালয়
(C) ঝাড়খণ্ড
(D) সিকিম

[spoiler title=”উত্তর : “] (A) বিহার

  • NITI Aayog-এর বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মেঘালয় ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে।
  • বিহারের জনসংখ্যার ৫০% এর বেশি বহুমাত্রিক দরিদ্র হিসাবে শ্রেণীবদ্ধ।
[/spoiler]

৩. ২০২১ সালের নভেম্বরে, কে ১৬ তম ভারতীয় ব্যাটার হিসেবে তার টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন?

(A) পৃথ্বী সও
(B) অক্ষর প্যাটেল
(C) সঞ্জু স্যামসন
(D) শ্রেয়াস আইয়ার

[spoiler title=”উত্তর : “] (D) শ্রেয়াস আইয়ার

  • নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এই কীর্তি গড়েন তিনি।
  • তিনি ১৭১ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ১০৫ রান করেন।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয়ও তিনি।
[/spoiler]

৪. ভারত কোন বছর পর্যন্ত জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)-এর বিশ্ব ঐতিহ্য কমিটিতে(World Heritage Committee) নির্বাচিত হয়েছে?

(A) ২০২২
(B) ২০২৫
(C) ২০২৩
(D) ২০২৪

[spoiler title=”উত্তর : “] (B) ২০২৫

  • ভারত ২০২১-২০২৫ পর্যন্ত চার বছরের মেয়াদের জন্য জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য কমিটিতে কাজ করার জন্য নির্বাচিত হয়েছে।
[/spoiler]

৫. ২০২১ সালের নভেম্বরে মারা যাওয়া বিখ্যাত প্রবীণ মালয়ালি(Malayali) গীতিকারের নাম কী?

(A) বিচু থিরুমালা
(B) নেদুমুদি ভেনু
(C) ললিতা
(D) কোঝিকোড় সারদা

[spoiler title=”উত্তর : “] (A) বিচু থিরুমালা

  • তিনি ১৯৭০-এর দশক থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত মালয়ালম মূলধারার সিনেমায় একজন গীতিকার হিসেবে ছিলেন, ৩০০০টিরও বেশি চলচ্চিত্র গানের পাশাপাশি বেশ কিছু ভক্তিমূলক গান লিখেছেন।
[/spoiler]

৬. ২০২১ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা ‘ভেরিয়েন্ট অফ কনসার্ন’ হিসাবে শ্রেণীবদ্ধ করা দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া নতুন COVID-19 রূপটির নাম কী?

(A) SARS-CoV-2
(B) ওমিক্রন
(C) গামা
(D) আলফা

[spoiler title=”উত্তর : “] (B) ওমিক্রন

  • ওমিক্রন অন্যান্য ফর্মের তুলনায় আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এবং প্রাথমিক প্রমাণগুলি পরামর্শ দিয়েছে যে পুনঃসংক্রমণের ঝুঁকি রয়েছে।
[/spoiler]

৭. ভারতে প্রথমবার, কোন রাজ্যে ২০২১ সালের নভেম্বরে একটি প্রত্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সরবরাহ করার জন্য একটি হাইব্রিড e-VTOL ড্রোন মোতায়েন করা হয়েছে?

(A) মেঘালয়
(B) মণিপুর
(C) আসাম
(D) সিকিম

[spoiler title=”উত্তর : “] (A) মেঘালয়

  • এটি ছিল মেঘালয়ের হাইব্রিড e-VTOL ড্রোনের মাধ্যমে নংস্টোইন থেকে মাওয়েট PHC পর্যন্ত ২৫ মিনিটেরও কম সময়ে ২৫ কিলোমিটার দূরত্ব কভার করে ভারতের প্রথম ওষুধ সরবরাহ ।
[/spoiler]

৮. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল তার বিনামূল্যের তীর্থযাত্রা প্রকল্পের অধীনে তার সিনিয়র নাগরিকদের পাকিস্তানের কর্তারপুর সাহেবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

(A) দিল্লী
(B) রাজস্থান
(C) চণ্ডীগড়
(D) উত্তর প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (A) দিল্লী

  • ভক্তদের প্রথম দল ৫ জানুয়ারী ২০২২ এ রওনা দেবে।
[/spoiler]

৯. ২০২১ সালের নভেম্বরে, একটি ৩ দিনব্যাপী অনুষ্ঠান ‘আয়ুর্বেদ পর্ব-২০২১’ কার্যত কোথায় উদ্বোধন করা হয়েছিল?

(A) গুরুগ্রাম
(B) কলকাতা
(C) ভোপাল
(D) নতুন দিল্লি

[spoiler title=”উত্তর : “] (D) নতুন দিল্লি

  • ৪০টি স্টল নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এবং এতে ওষুধ কোম্পানি অংশ নেবে।
  • আয়ুর্বেদিক স্বাস্থ্য পরিচর্যার সঠিক ব্যবহার এবং আয়ুর্বেদিক গবেষণার সমন্বয় ও আরও ভাল ব্যবহারের জন্য ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
[/spoiler]

১০. কে সম্প্রতি ‘সেঞ্চুরি LED লিমিটেড’ -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?

(A) মনু কাক্কার
(B) রাবি চ্যাটার্জী
(C) সৌরভ গাঙ্গুলি
(D) জিৎ গাঙ্গুলী

[spoiler title=”উত্তর : “] (C) সৌরভ গাঙ্গুলি

  • সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের মহারাজা হিসেবে জনপ্রিয়।
  • সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি, বা সৌরভ গঙ্গোপাধ্যায়, একজন ভারতীয় ক্রিকেট প্রশাসক, ভাষ্যকার এবং প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক যিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৩৯তম এবং বর্তমান সভাপতি।
[/spoiler]

১১. সম্প্রতি হওয়া NFHS সমীক্ষা অনুযায়ী, ভারতে প্রতি ১০০০ পুরুষ পিছু মহিলাদের সংখ্যা কত?

(A) ৯৮২
(B) ১০২০
(C) ১৩৬০
(D) ১০৮০

[spoiler title=”উত্তর : “] (B) ১০২০

  • ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS) হল একটি দেশব্যাপী সমীক্ষা যা ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত হয়, যেখানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস নোডাল এজেন্সি হিসেবে কাজ করে।
[/spoiler]

১২. কোন দেশ সম্প্রতি শাহীন-1A(Saheen-1A) নামক ব্যালিস্টিক মিসাইলের সফল ভাবে টেস্ট সম্পন্ন করলো ?

(A) আফগানিস্তান
(B) পাকিস্তান
(C) তাজিকিস্তান
(D) ইজরায়েল

[spoiler title=”উত্তর : “] (B) পাকিস্তান

পাকিস্তান :

  • রাজধানী : ইসলামাবাদ
  • প্রধানমন্ত্রী : ইমরান খান
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button