Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st November Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st November Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে নভেম্বর – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st November Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কেন্দ্রের ‘স্বচ্ছ সার্ভেক্ষন ২০২১’-এর অধীনে নিচের কোনটিকে টানা ৫ম বার ভারতের পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষণা করা হয়েছে?

(A) বেঙ্গালুরু
(B) ইন্দোর
(C) নাগপুর
(D) আহমেদাবাদ

[spoiler title=”উত্তর : “] (B) ইন্দোর

  • ভারতের রাজ্যগুলির মধ্যে, ছত্তিশগড় দেশের পরিচ্ছন্ন রাজ্য হিসাবে শীর্ষস্থান অর্জন করেছে।
  • মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে ২০ নভেম্বর ২০২১-এ কেন্দ্রের স্বচ্ছ সার্ভেক্ষন ২০২১-এর অধীনে টানা ৫তম বারের জন্য ভারতের পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষণা করা হয়েছে।
  • সুরাট (গুজরাট) এবং বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে।

 

[/spoiler]

২. কোন শহরে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২১-এ ভারত মোট সাতটি পদক জিতেছে?

(A) ঢাকা
(B) ইসলামাবাদ
(C) ওয়েলিংটন
(D) কলম্বো

[spoiler title=”উত্তর : “] (A) ঢাকা

  • ভারতের রিকার্ভ তীরন্দাজ দল চ্যাম্পিয়নশিপের শেষ দিনে দুটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ জয় করেছে।
  • ভারত সপ্তাহব্যাপী মহাদেশীয় ইভেন্টটিতে সাতটি পদক নিয়ে শেষ করেছে যার মধ্যে একটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ রয়েছে ।

 

[/spoiler]

৩. ২০২১ সালের নভেম্বরে, কে তার প্রথম উপন্যাস ‘লাল সালাম’-এর সঙ্গে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ?

(A) ঝুম্পা লাহিড়ী
(B) স্মৃতি জুবিন ইরানি
(C) নির্মলা সীতারমন
(D) অরুন্ধতী রায়

[spoiler title=”উত্তর : “] (B) স্মৃতি জুবিন ইরানি

  • ইনি একজন কেন্দ্রীয় মন্ত্রী।
  • ২০১০ সালের এপ্রিল মাসে দান্তেওয়াড়ায় ৭৬ জন CRPF জওয়ানদের মর্মান্তিক হত্যাকাণ্ডের দ্বারা অনুপ্রাণিত এই উপন্যাসটি সেই ব্যতিক্রমী পুরুষ ও মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল যারা সারাজীবন দেশের সেবা করেছেন।
  • ‘লাল সালাম’ একজন তরুণ অফিসার বিক্রম প্রতাপ সিংয়ের গল্প।

 

[/spoiler]

৪. ২০২১ সালের নভেম্বরে, কোন রাজ্য তার ‘রাজ্য শিশু নীতি’ (State Child Policy) চালু করেছে?

(A) অন্ধ্র প্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা

[spoiler title=”উত্তর : “] (C) তামিলনাড়ু

  • শিশুদের বিভিন্ন পর্যায়ে তাদের বৃদ্ধির লক্ষ্যমাত্রা, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদির চাহিদাকে সামগ্রিকভাবে বিবেচনা করে নীতিটি প্রণয়ন করা হয়েছে।
  • তিনি ফরেনসিক ডি.এন.এ. প্রোফাইল সার্চ টুলও চালু করেছেন যা হারানো শিশুদের তাদের পিতামাতার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।

 

[/spoiler]

৫. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) থেকে কে মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২১’ পাবেন?

(A) পুল্লেলা গোপীচাঁদ
(B) শ্রীকান্ত কিদাম্বি
(C) পারুপল্লী কাশ্যপ
(D) প্রকাশ পাড়ুকোন

[spoiler title=”উত্তর : “] (D) প্রকাশ পাড়ুকোন

  • ২০১৮ সালে, তিনি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI) থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হন।
[/spoiler]

৬. ‘দ্য সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার প্ল্যাটফর্ম’ (C-CAMP)কোন শহরে ‘ইন্ডিয়া অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হাব’, (IAIH) চালু করেছে?

(A) পুনে
(B) আহমেদাবাদ
(C) বেঙ্গালুরু
(D) হায়দ্রাবাদ

[spoiler title=”উত্তর : “] (C) বেঙ্গালুরু

  • এটি অ্যান্টি-মাইক্রোবিয়াল প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য চালু করা হয়েছে, যাকে নীরব মহামারী(Silent Pandemic) বলা হয়।
  • সারা বিশ্বে ১০ মিলিয়ন মৃত্যুর মধ্যে, অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) এর কারণে প্রায় ২.৫ মিলিয়ন মৃত্যু ভারতে।
[/spoiler]

৭. ‘ওয়ার্ল্ড টেলিভশন ডে’ কবে পালিত হয় ?

(A) ১৯ নভেম্বর
(B) ১৯ অক্টোবর
(C) ২১ নভেম্বর
(D) ২০ নভেম্বর

[spoiler title=”উত্তর : “] (C) ২১ নভেম্বর

  • ১৯৯৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসাবে ঘোষণা করে যে তারিখে ১৯৯৬ সালে প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম অনুষ্ঠিত হয়েছিল।
[/spoiler]

৮. কৃষক আন্দোলন এর চাপে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কত গুলি কৃষি আইন বাতিল করলেন ?

(A) ৫ টি
(B) ৪ টি
(C) ১ টি
(D) ৩ টি

[spoiler title=”উত্তর : “] (D) ৩ টি

  • এই কৃষি আইন গুলি ২০২০ সালে পাশ করা হয়েছিল।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য অনুসারে তার সরকার কৃষকদের আইন সম্পর্কে শিক্ষিত এবং অবহিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং তাদের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে।
[/spoiler]

৯. ভারতের কোথায় প্রথম মহাকর্ষীয় তরঙ্গ গবেষণাগার (Gravitational Waves Research Facility) তৈরি করা হবে?

(A) দিল্লী
(B) কেরালা
(C) মহারাষ্ট্র
(D) তামিলনাড়ু

[spoiler title=”উত্তর : “] (C) মহারাষ্ট্র

  • হিঙ্গোলির রাজস্ব বিভাগ মহারাষ্ট্রের হিঙ্গোলিতে ২২৫ হেক্টর জমি ‘লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি’ (LIGO) প্রকল্পের কর্তৃপক্ষকে দেশে প্রথম এই ধরনের সুবিধা স্থাপনের জন্য হস্তান্তর করেছে।
[/spoiler]

১০. কাকে ১২তম ‘মণিপুর রাজ্য সাহিত্য পুরস্কার ২০২০’ দ্বারা সম্মানিত করা হল?

(A) বেরিল থাঙ্গা
(B) কনরাড সাংমা
(C) সুনন্দা সিং
(D) জোরাম থাঙ্গা

[spoiler title=”উত্তর : “] (A) বেরিল থাঙ্গা

  • ঔপন্যাসিক বেরিল থাঙ্গা তার বই –’এই আমাদী আদুজ্ঞেইগি ইথাট’ (আমি এবং তখনকার দ্বীপ) এর জন্য ২০২০ সালের সাহিত্যের জন্য ১২তম মণিপুর রাজ্য পুরস্কার পেয়েছেন।
  • মণিপুরের গভর্নর লা গণেশন ২০১৫ সালে প্রকাশিত তাঁর উপন্যাসের জন্য ৬৫ বছর বয়সী লেখককে এই পুরস্কার প্রদান করেন।
  • পুরস্কারে একটি ফলক, সম্মাননাপত্র, ৩ লক্ষ টাকা (চেকে) এবং একটি শাল দেওয়া হয়েছে।
[/spoiler]

১১. কোন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর সম্প্রতি ‘হোয়াটস্যাপ চ্যাটবোট’ চালু করেছে ?

(A) দিল্লী
(B) পুনে
(C) রাজস্থান
(D) পশ্চিমবঙ্গ

[spoiler title=”উত্তর : “] (D) পশ্চিমবঙ্গ

  • পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর এই হোয়াটস্যাপ চ্যাটবোট চালু করেছে রাজ্যের নাগরিকদের রেশন কার্ডের জন্য আবেদন করা, অভিযোগ দায়ের করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থানগুলিতে অ্যাক্সেস পাওয়া সহজতর করার জন্য।
[/spoiler]

১২. ‘মুখ্যমন্ত্রী উদ্যম ক্রান্তি যোজনা’-এর অনুমোদন দিলো নিম্নলিখিত কোন রাজ্যের মন্ত্রিসভা ?

(A) পশ্চিমবঙ্গ
(B) মধ্যপ্রদেশ
(C) মনিপুর
(D) উত্তরপ্রদেশ

[spoiler title=”উত্তর : “] (B) মধ্যপ্রদেশ

  • মধ্যপ্রদেশের ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ করা যুবকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • এই প্রকল্পের অধীনে, ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির জন্য এক লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা এবং পরিষেবা ইউনিট বা রিটেইল ব্যবসার জন্য এক লক্ষ থেকে ২৫ লক্ষ টাকার প্রকল্পগুলির লোন অনুমোদিত হবে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button