Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোথায় ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার’ (IITF)-এর ৪১তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে?

(A) গোয়ালিয়র
(B) মোহালি
(C) নতুন দিল্লি
(D) জয়পুর

উত্তর
(C) নতুন দিল্লি

  • ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (IITF) এর ৪১তম সংস্করণ ১৪ই নভেম্বর ২০২২ থেকে নয়াদিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে।
  • কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই মেলার উদ্বোধন করবেন, যা চলবে ২৭শে নভেম্বর পর্যন্ত।
  • ২০২২ সালে বাণিজ্য মেলার থিম ‘Vocal For Local, Local to Global.’

২. দক্ষিণ কোরিয়ার দায়েগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০-মিটার এয়ার রাইফেলে জিতলেন কে?

(A) অঞ্জলি ভাগবত
(B) মেহুলি ঘোষ
(C) সেরেনা স্মিথ
(D) ডাকোটা উইলিয়াম

উত্তর
(B) মেহুলি ঘোষ

  • ভারতীয় শ্যুটার মেহুলি ঘোষ ১২ই নভেম্বর ২০২২-এ দক্ষিণ কোরিয়ার দায়েগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০-মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে।
  • তিনি দক্ষিণ কোরিয়ার ইউনিয়ং চোকে হারিয়ে সোনা জিতেছেন।

৩. ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে?

(A) পাকিস্তান
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) জিম্বাবুয়ে
(D) শ্রীলংকা

উত্তর
(D) শ্রীলংকা

  • ১৩ই নভেম্বর ২০২২-এ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে যে ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে শ্রীলঙ্কা এবং ২০২৬ সালের সংস্করণ জিম্বাবুয়ে এবং নামিবিয়া হোস্ট করবে।
  • ২০২৫ অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ মালয়েশিয়া এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ মহিলা সংস্করণ বাংলাদেশ আয়োজিত হবে।

৪. নিচের কোন দেশ ২০২৫ সালের কাবাডি বিশ্বকাপ আয়োজন করবে?

(A) যুক্তরাজ্য
(B) ভারত
(C) পাকিস্তান
(D) ইরান

উত্তর
(A) যুক্তরাজ্য

  • ২০২২ সালের ১২ই নভেম্বর বিশ্ব কাবাডি ফেডারেশন ঘোষণা করেছে যে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চল ২০২৫ কাবাডি বিশ্বকাপের আয়োজন করবে।
  • এই প্রথম এশিয়ার বাইরে কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
  • এটি ইংল্যান্ড কাবাডি, স্কটিশ কাবাডি এবং ব্রিটিশ কাবাডি লীগ দ্বারা সংগঠিত হবে।
  • এই টুর্নামেন্টে ভারত, ইরান এবং পাকিস্তান সহ ১৬টি দল অংশগ্রহণ করবে।

৫. কোন দেশ “No Money for Terror” কনফারেন্স হোস্ট করতে চলেছে?

(A) রাশিয়া
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) শ্রীলঙ্কা

উত্তর
(C) ভারত

  • ইন্টারপোল এবং জাতিসংঘের সন্ত্রাস দমন কমিটির বৈঠকের পর ভারত “No Money for Terror” সম্মেলনের আয়োজন করতে প্রস্তুত।
  • নিউ দিল্লিতে এই সম্মেলন আয়োজিত হবে।

৬. সম্প্রতি প্রয়াত প্রখ্যাত আরএল কাশ্যপ কি জন্য বিখ্যাত ছিলেন?

(A) গণিতবিদ
(B) গায়ক
(C) সাহিত্যিক
(D) বিজ্ঞনী

উত্তর
(A) গণিতবিদ

  • ৮৫বছর বয়সী প্রখ্যাত গণিতবিদ এবং মহান পণ্ডিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী রাঙ্গাসামি লক্ষ্মীনারায়ণ কাশ্যপ বা আরএল কাশ্যপ প্রয়াত হয়েছেন।
  • আর এল কাশ্যপ প্রায় পঁচিশ হাজার সংস্কৃত মন্ত্র ইংরেজিতে অনুবাদ করেছেন।
  • গণিত ছাড়াও, তিনি বেদের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
  • তিনি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

৭. আমুর ফ্যালকন ফেস্টিভ্যালের সপ্তম সংস্করণ সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) মণিপুর
(C) ত্রিপুরা
(D) অরুণাচল প্রদেশ

উত্তর
(B) মণিপুর

  • মণিপুর বন কর্তৃপক্ষ ইম্ফলের তামেংলং জেলায় আমুর ফ্যালকন উৎসবের ৭ম সংস্করণ উদযাপন করেছে।
  • আমুর ফ্যালকন হল পৃথিবীর দীর্ঘতম উড়ন্ত পরিযায়ী পাখি।

৮. কোন দেশ IBSA ব্লাইন্ড ফুটবল ওমেন’স এশিয়ান/ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ ২০২২-এর হোস্ট করবে?

(A) ভারত
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) শ্রীলংকা

উত্তর
(A) ভারত

  • কেরালার গভর্নর আরিফ মুহম্মদ খান কেরালার কোচিতে IBSA ব্লাইন্ড ফুটবল ওমেন’স এশিয়ান/ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ ২০২২-এর উদ্বোধন করেছেন।
  • ১১ই নভেম্বর ২০২২ থেকে ১৮ই নভেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button