Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কাকে ‘মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে?

(A) অচন্ত শরৎ কমল
(B) বি সি সুরেশ
(C) ধরমবীর সিং
(D) অশ্বিনী আকুঞ্জি সি

[spoiler title=’উত্তর ‘ ] (A) অচন্ত শরৎ কমল

  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১৪ই নভেম্বর জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২ এর বিজয়ীদের ঘোষণা করেছে।
  • পুরষ্কারপ্রাপ্তরা ৩০শে নভেম্বর ২০২২ এ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করবেন।
[/spoiler]

২. কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার ২০২২ সালের ব্রাজিলিয়ান ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন?

(A) লুইস হ্যামিল্টন
(B) জর্জ রাসেল
(C) ম্যাক্স ভার্স্টাপেন
(D) কার্লোস সেঞ্জ

[spoiler title=’উত্তর ‘ ] (B) জর্জ রাসেল

  • মার্সিডিজের জর্জ রাসেল ১৩ই নভেম্বর ২০২২-এ সাও পাওলোতে ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্সে তার প্রথম F1 রেস জিতেছেন।
  • এটি F1 ২০২২ মৌসুমে মার্সিডিজেরও প্রথম জয় ছিল।
  • মার্সিডিজের লুইস হ্যামিল্টন এবং ফেরারির কার্লোস সেঞ্জ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে এসেছেন।
  • ২০২২ সালের ফাইনাল রেস আবুধাবিতে ১৮ থেকে ২০শে নভেম্বর ইয়াস মেরিনা সার্কিটে অনুষ্ঠিত হবে।
[/spoiler]

৩. সম্প্রতি কাকে প্রসার ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) গৌরব দ্বিবেদী
(B) প্রমোদ গুর্জার
(C) রণধীর সিং
(D) রবীন্দ্র পরাশর

[spoiler title=’উত্তর ‘ ] (A) গৌরব দ্বিবেদী

  • সিনিয়র IAS অফিসার গৌরব দ্বিবেদীকে প্রসার ভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি বর্তমানে MyGov-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিযুক্ত আছেন।
  • তিনি প্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কারও পেয়েছিলেন।
  • প্রসার ভারতী প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৭ সালে।
[/spoiler]

৪. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) এর আসন্ন ৫৩তম সংস্করণে কাকে ‘সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হবে?

(A) স্টিভেন স্পিলবার্গ
(B) আলফ্রেড হিচকক
(C) কার্লোস সাউরা
(D) মার্টিন স্করসেজি

[spoiler title=’উত্তর ‘ ] (C) কার্লোস সাউরা

  • স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক এবং লেখক কার্লোস সাউরাকে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) এর আসন্ন ৫৩তম সংস্করণে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
  • IFFI এর ৫৩তম আসর ২০ থেকে ২৮শে নভেম্বরের মধ্যে গোয়াতে অনুষ্ঠিত হবে।
[/spoiler]

৫. কোন দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালিত হল?

(A) ১১ই নভেম্বর
(B) ২৭শে অক্টোবর
(C) ৯ই নভেম্বর
(D) ১৫ই নভেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (D) ১৫ই নভেম্বর

  • ১৫ই নভেম্বর আদিবাসী স্বাধীনতা সংগ্রামী, বিরসা মুন্ডাকে সম্মান জানাতে জনজাতীয় গৌরব দিবস বা আদিবাসী গর্ব দিবস হিসাবে পালিত হয়।
  • ১০ই নভেম্বর, ২০২১-এ, কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫ই নভেম্বরকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে ঘোষণা করে।
[/spoiler]

৬. মার্কিন যুক্তরাষ্ট্র নিম্নোক্ত কোন দেশকে তার কারেন্সী মনিটরিং লিস্ট থেকে সরিয়ে দিয়েছে?

(A) মালয়েশিয়া
(B) ভারত
(C) চীন
(D) জার্মানি

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভারত

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ভারতকে তার মুদ্রা পর্যবেক্ষণ তালিকা থেকে সরিয়ে দিয়েছে।
  • ভারত গত দুই বছর ধরে এই তালিকায় রয়েছে।
  • ভারতের পাশাপাশি, মেক্সিকো, ইতালি, ভিয়েতনাম এবং থাইল্যান্ডকেও এই তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
[/spoiler]

৭. স্লোভেনিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে?

(A) তানজা ফাজন
(B) ভায়োলেটা বাল্ক
(C) নাতাসা পিরক মুসার
(D) ক্যাটারিনা ক্রেসাল

[spoiler title=’উত্তর ‘ ] (C) নাতাসা পিরক মুসার

  • ১৩ই নভেম্বর, ২০২২-এ দ্বিতীয় দফার নির্বাচনে জয়ী হয়ে স্লোভেনিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়ে উঠেছেন নাতাসা পিরক মুসার।
  • স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা।
[/spoiler]

৮. সম্প্রতি কোন রাজ্যে ওয়ানগালা উৎসব আয়োজিত হয়েছে?

(A) মেঘালয়
(B) তামিলনাড়ু
(C) মণিপুর
(D) কেরালা

[spoiler title=’উত্তর ‘ ] (A) মেঘালয়

  • মেঘালয়ের ওয়ানগালা উৎসব মেঘালয়ের গারো উপজাতির মধ্যে অন্যতম জনপ্রিয় উৎসব।
  • ওয়ানগালা উত্সব হল একটি ফসল কাটার উত্সব যা সালজং, উর্বরতার দেবতা সূর্যের সম্মানে অনুষ্ঠিত হয়।
  • ওয়ানগালা উৎসব শীতের সূচনাকে নির্দেশ করে।
  • এটি ‘একশো ড্রামের উৎসব’ নামেও পরিচিত।
[/spoiler]

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button