Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ভারতের ৭৪তম গ্র্যান্ডমাস্টার হলেন?

(A) বিদিত গুজরাঠি
(B) বিশ্বনাথন আনন্দ
(C) রাহুল শ্রীবৎসভ
(D) আর প্রজ্ঞানন্ধা

[spoiler title=”উত্তর : “] (C) রাহুল শ্রীবৎসভ

  • ভারতের ৭৪তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন তেলেঙ্গানার রাহুল শ্রীবৎসভ।
  • ইতালিতে ৯তম Cattolica Chess Festival -এ এর কৃতিত্ব অর্জন করেন তিনি।
  • বিশ্বনাথন আনন্দ হলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার।
[/spoiler]

২. সম্প্রতি কোন দেশ ইরাকের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠলো?

(A) রাশিয়া
(B) ইরান
(C) ভেনেজুয়েলা
(D) ওমান

[spoiler title=”উত্তর : “] (A) রাশিয়া

  • রাশিয়া সৌদি আরবকে পেছনে ফেলে ইরাকের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে।
  • ভারত ২০২২ সালের মে মাসে প্রায় ২৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল কিনেছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের গ্রাহক।
[/spoiler]

৩. কোন দিনটি প্রতিবছর ‘বিশ্ব রক্তদাতা দিবস’ হিসেবে পালিত হয়?

(A) ১০ই মার্চ
(B) ১৪ই জুন
(C) ৩০শে মে
(D) ১৪ই এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (B) ১৪ই জুন

  • রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই দিনটি পালিত হয়।
  • ২০২২ সালের থিম হল ‘Blood donation is an act of solidarity. Join the effort and save lives.’।
  • দিনটি কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিনকে চিহ্নিত করে যিনি ১৯০১ সালে ABO রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছিলেন।
[/spoiler]

৪. চেন্নাইতে চলমান National Inter-State Athletics Meet এ সম্প্রতি কে মহিলাদের ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড ভাঙলেন?

(A) শৈলী সিং
(B) ঐশ্বর্য বাবু
(C) ডোনাল্ড মাকিমাইরাজ
(D) মনপ্রীত কৌর

[spoiler title=”উত্তর : “] (B) ঐশ্বর্য বাবু

  • কর্ণাটকের ঐশ্বর্য বাবু ১৪.১৪ মিটারের বিশাল দূরত্ব লাফিয়ে ১৩ই জুন ২০২২-এ চেন্নাইতে চলমান National Inter-State Athletics Meet এ মহিলাদের ট্রিপল জাম্পে একটি জাতীয় রেকর্ড ভেঙেছেন।
[/spoiler]

৫. কোন দেশ প্রথম প্রতিটি সিগারেটের উপর সতর্ক বার্তা ছাপানো শুরু করেছে?

(A) ভারত
(B) কানাডা
(C) জাপান
(D) চীন

[spoiler title=”উত্তর : “] (B) কানাডা

  • কানাডা প্রতিটি সিগারেটের উপর সতর্ক বার্তা চাপানো শুরু করেছে।
  • বর্তমানে সিগারেট গুলিতে লেখা হচ্ছে ‘Poison in every puff’।
[/spoiler]

৬. সম্প্রতি কে Tony Awards 2022-এ সেরা অভিনেতার (মিউজিক্যাল) পুরস্কার জিতেছেন?

(A) মৌলিন রুজ
(B) মাইলস ফ্রস্ট
(C) জর্জ ফার্থ
(D) স্টিফেন সন্ডহেম

[spoiler title=”উত্তর : “] (B) মাইলস ফ্রস্ট

  • ১২ই জুন, ২০২২ এ নিউ ইয়র্ক সিটিতে Tony Awards অনুষ্ঠিত হয়েছিল।
  • “Paradise Square” এর জন্য জোয়াকিনা কালুকাঙ্গো সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল) পুরস্কার জিতেছেন।
  • সেরা পরিচালক (মিউজিক্যাল) হলেন মারিয়েন এলিয়ট “Company” এর জন্য।
[/spoiler]

৭. সম্প্রতি কে IWF Youth World Championships এ পুরুষদের ৫৫-কিলোগ্রাম ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন?

(A) গুরদীপ সিং
(B) সনপতি গুরুনাইডু
(C) বিকাশ ঠাকুর
(D) সতীশ শিবলিঙ্গম

[spoiler title=”উত্তর : “] (B) সনপতি গুরুনাইডু

  • ভারতীয় ভারোত্তোলক সানাপতি গুরুনাইডু ১২ই জুন মেক্সিকোর লিওনে IWF Youth World Championships এ পুরুষদের ৫৫-কিলোগ্রাম ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন৷
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button