Daily Current Affairs in BengaliCurrent Affairs

সাম্প্রতিকী | জুলাই ১, ২, ৩ – ২০২০ | Daily Current Affairs

Daily Current Affairs 1st, 2nd, 3rd July - 2020

সাম্প্রতিকী – জুলাই ১, ২, ৩ – ২০২০

দেওয়া রইলো ১, ২, ৩, জুলাই  – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

দেখে নাও জুন মাসের চতুর্থ সপ্তাহের ২৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ ( প্রতীক স্যার )

এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

 বাংলা কুইজ ফেসবুক পেজ 

সাম্প্রতিকী MCQ

১. ২০তম বার্ষিক BET অ্যাওয়ার্ডে কে ২০২০ সালের মানবিক পুরষ্কার ( 2020 Humanitarian Award )-এ  ভূষিত হয়েছেন ?

(A) রিহানা
(B) শাকিরা
(C) বিয়োন্সে
(D) কার্ডি বি

উত্তর :
(C) বিয়োন্সে

২০তম বার্ষিক BET পুরষ্কার ২০২০ সালের ২৮শে জুনে অনুষ্ঠিত হয়েছিল। বিইটি অ্যাওয়ার্ডস এ ২০২০ সালের মানবিক পুরষ্কারে ভূষিত হয়েছেন বিয়োন্সে।


২. Gudni Th. Jóhannesson  সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন ?

(A) ফিনল্যাণ্ড
(B) আইসল্যান্ড
(C) নরওয়ে
(D) আয়ারল্যাণ্ড

উত্তর :
(B) আইসল্যান্ড

Gudni Th. Jóhannesson দ্বিতীয় বারের জন্য আইসল্যান্ড – এর রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন ।


৩. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বুন্দেলখণ্ডে ‘হর ঘর জল’ (প্রতিটি বাড়িতে জল সরবরাহ করা) ক্যাম্পেইন শুরু করেছেন?

(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) হরিয়ানা
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(B) উত্তর প্রদেশ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুন্দেলখণ্ডে ‘হর ঘর জল’ (প্রতিটি ঘরে জল সরবরাহ করা) প্রচার শুরু করেছেন। ‘জল জীবন মিশনের’ সাথে যুক্ত প্রকল্পটির জন্য মোট ১০,১৩১ কোটি টাকা ধার্য করা হয়েছে।


৪. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২৮শে জুন
(B) ১৯শে জুন
(C) ৩০শে জুন
(D) ১লা জুলাই

উত্তর :
(D) ১লা জুলাই

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে প্রতিবছর ১লা জুলাই পালিত হয়।


৫. ভারতে প্রতি বছর ১লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। কোন বছর থেকে এই দিনটি পালন করা হয় ?

(A) ১৯৯১
(B) ১৯৯৩
(C) ১৯৯৫
(D) ১৯৯৭

উত্তর :
(A) ১৯৯১

ভারতে জাতীয় চিকিৎসক দিবস ১ জুলাই তারিখে কিংবদতন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের (১ জুলাই, ১৮৮২ – ১ জুলাই, ১৯৬২) সম্মানার্থে পালন করা হয়।



৬. জাতীয় ডাক শ্রমিক দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১ জুলাই
(B) ২ জুলাই
(C) ৩ জুলাই
(D) ৪ জুলাই

উত্তর :
(A) ১ জুলাই

বিশ্বজুড়ে ডাক শ্রমিকদের স্বীকৃতি জানাতে ১লা জুলাই জাতীয় ডাক শ্রমিক দিবস পালিত হয়।


৭. ২০২০ সালের জুলাইয়ে শশাঙ্ক মনোহর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অন্তর্বর্তী প্রধান হিসেবে কে এখন এই দায়িত্ব সামলাচ্ছেন ?

(A) ইমরান খাজা
(B) এন শ্রীনিবাস
(C) কলিন গ্রেভস
(D) ডেভ রিচার্ডসন

উত্তর :
(A) ইমরান খাজা

আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে আর থাকবেন না তিনি। সেই অনুযায়ী মেয়াদ পূর্ণ করে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর। তার জায়গায় নতুন নিয়োগ না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যানের পদ সামলাবেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।


৮. ২০২০ সালের জুলাইয়ে, জেনেভাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসাবে কে নিযুক্ত হন?

(A) ইন্দ্র মণি পান্ডে
(B) কে আর আর নারায়ণন
(C) ললিত মানসিংহ
(D) অরুণ কুমার সিংহ

উত্তর :
(A) ইন্দ্র মণি পান্ডে

সিনিয়র কূটনীতিক ইন্দ্র মণি পান্ডেকে পরবর্তী রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হয়েছে।


৯. উইজডেন ম্যাগাজিনের একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান টেস্ট খেলোয়াড়ের তালিকায় রবীন্দ্র জাদেজার অবস্থান কততম ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(A)

রবীন্দ্র জাদেজা রয়েছেন ২ নম্বরে । এক নম্বরে রয়েছেন – শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ।


১০.  “Future of Higher Education – Nine Mega Trends” বইটি কে লিখেছেন ?

(A) অপূর্ব কুমার সিং
(B) চেতন ভগত
(C) অভয় কুমার
(D) ভি পট্টবি রাম

উত্তর :
(D) ভি পট্টবি রাম

ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু “উচ্চ শিক্ষার ভবিষ্যত – নয় মেগা প্রবণতা” শীর্ষক একটি বই প্রকাশ করেছেন। সিএ ভি পট্টবি রাম দ্বারা রচিত, এটি প্রায় ৫০০০ জন শিক্ষাবিদদের জরিপের ভিত্তিতে তৈরি


[ আরো দেখে নাও সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স -এর সেট গুলি একত্রে   ] 

[ আরো দেখে নাও সাম্প্রতিকী – জুন মাস –  ২০২০ । Monthly Current Affairs | June 2020 ] 

[ আরো দেখে নাও সাম্প্রতিকী | জুন ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ –  ২০২০ | Daily Current Affairs   ] 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!