Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই ডিসেম্বর – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘KSLTA ITF ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপ’-এ ওমেন’স সিঙ্গেল শিরোপা কে জিতেছে?

(A) অঙ্কিতা রাইনা
(B) রিয়া ভাটিয়া
(C) কারমান থান্ডি
(D) প্রাঞ্জলা ইয়াদলাপল্লী

[spoiler title=”উত্তর : “] (D) প্রাঞ্জলা ইয়াদলাপল্লী

  • ২০২১ সালের ৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল।
  • এটি একটি টেনিস চ্যাম্পিয়নশিপ।
[/spoiler]

২. সম্প্রতি কোন দেশ সারকো(Sarco) নামে একটি ‘আত্মঘাতী মেশিন'(suicide machine)-এর ব্যবহার বৈধ বলে ঘোষণা করেছে ?

(A) জার্মানি
(B) চীন
(C) সুইজারল্যান্ড
(D) স্পেন

[spoiler title=”উত্তর : “] (C) সুইজারল্যান্ড

  • এই মেশিন এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো যন্ত্রনা ছাড়াই আত্মহত্যা করতে পারে হাইপোক্সিয়া ও হাইপোকাপনীয়া-র মাধ্যমে (টিস্যু স্তরে অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অবস্থা এবং রক্তে কার্বন ডাই অক্সাইড হ্রাস যা মৃত্যুর দিকে পরিচালিত করে)।
  • এক কথায় এই মেশিন হঠাৎ এর মধ্যে থাকা অক্সিজেনের লেভেল অতিরিক্ত মাত্রায় কমিয়ে দিতে পারে ও এর মধ্যে থাকা ইনার্ট গ্যাস আসফিসিয়েশনের মাধ্যমে ব্যবহার কারীর মৃত্যু ঘটায়।
[/spoiler]

৩. সম্প্রতি ওয়ার্ল্ড LPG অ্যাসোসিয়েশন (WLPGA) এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) অনুজ রাঠোর
(B) সুনীল চৌহান
(C) মনোজ ভার্মা
(D) শ্রীকান্ত মাধব বৈদ্য

[spoiler title=”উত্তর : “] (D) শ্রীকান্ত মাধব বৈদ্য

  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য ওয়ার্ল্ড LPG অ্যাসোসিয়েশনের (WLPGA) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
  • সংস্থাটির প্রধান হিসেবে তিনি দ্বিতীয় ভারতীয়।
  • WLPGA-এর সদর দফতর প্যারিসে ।
[/spoiler]

৪. নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রথম এক প্রকার ‘সাইবার সিকিউরিটি স্কিলিং প্রোগ্রাম’ চালু করেছে যার লক্ষ্য ২০২২ সালের মধ্যে ১ লাখের বেশি শিক্ষার্থীকে দক্ষ করা?

(A) Google
(B) Apple
(C) Microsoft
(D) Linkedin

[spoiler title=”উত্তর : “] (C) Microsoft

Microsoft :

  • CEO : সত্য নাডেলা
  • প্রতিষ্ঠা : ৪ঠা এপ্রিল ১৯৭৫ , মক্সিকো।
  • প্রতিষ্ঠাতা : বিল গেটস ও অ্যালেন পল
[/spoiler]

৫. DRDO সম্প্রতি কোন রাজ্যের উপকূল থেকে Vertically Launched Short Range Surface to Air Missile-এর (VL-SRSAM) সফলভাবে পরীক্ষা সম্পন্ন করে?

(A) মহারাষ্ট্র
(B) অন্ধ্র প্রদেশ
(C) গোয়া
(D) ওড়িশা

[spoiler title=”উত্তর : “] (D) ওড়িশা

ভারতের সাম্প্রতিক কিছু মিসাইল পরীক্ষা:

  • ভারত ২৭ অক্টোবর ২০২১-এ সফলভাবে সারফেস-টু-সার্ফেস ব্যালিস্টিক মিসাইল Agni-5 পরীক্ষা করেছে।
  • আকাশ মিসিলের একটি নতুন সংস্করণ, Akash Prime-এর ২৭ সেপ্টেম্বর ২০২১-এ ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে ফ্লাইট পরীক্ষা করা হয়েছিল।
[/spoiler]

৬. সম্প্রতি প্রকাশিত একটি নতুন সমীক্ষা অনুসারে, পশ্চিম ভারত মহাসাগরের প্রবাল প্রাচীরগুলি সম্ভবত কোন বছরের মধ্যে বিলুপ্ত হতে পারে?

(A) ২০৩০
(B) ২০৭০
(C) ২০৯০
(D) ২০৫০

[spoiler title=”উত্তর : “] (B) ২০৭০

  • একটি নতুন গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক উষ্ণায়ন এবং অতিরিক্ত মাছ ধরার কারণে পশ্চিম ভারত মহাসাগরের বেশিরভাগ প্রবাল প্রাচীর আগামী ৫০ বছরের মধ্যে বিলুপ্তির উচ্চ ঝুঁকির মুখোমুখি।
  • গবেষকদের একটি গ্রুপ দ্বারা পরিচালিত গবেষণায় দাবি করা হয়েছে যে সেশেলস থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত প্রবাল প্রাচীরগুলি ২০৭০ সালের মধ্যে কার্যকরীভাবে বিলুপ্ত হতে পারে।
[/spoiler]

৭. ৫ই জানুয়ারী পর্যন্ত নিম্নলিখিত কোন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে?

(A) দিল্লি
(B) নয়ডা
(C) গাজিয়াবাদ
(D) লক্ষ্ণৌ

[spoiler title=”উত্তর : “] (D) লক্ষ্ণৌ

  • লখনউ পুলিশ ৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী, ২০২২ সাল পর্যন্ত লখনউ জেলায় ১৪৪ CrpC ধারা জারি করেছে।
  • বাড়ন্ত COVID-19 এবং বিভিন্ন কৃষক সংগঠনের দ্বারা ঘোষিত প্রতিবাদের পাশাপাশি ক্রিসমাস এবং নববর্ষ উদযাপনের প্রেক্ষিতে আইনটি জারি করা হয়েছে।
[/spoiler]

৮. কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি ‘ইউনিক্স’ (UNIX) কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

(A) রবীন্দ্র জাডেজা
(B) জাসপ্রিত বুমরাহ
(C) রবিচন্দ্রন অশ্বিন
(D) বিরাট কোহলি

[spoiler title=”উত্তর : “] (B) জাসপ্রিত বুমরাহ

  • UNIX হল একটি অপারেটিং সিস্টেম যা প্রথম ১৯৬০-এর দশকে বিকশিত হয়েছিল ।
  • অপারেটিং সিস্টেম বলতে আমরা এমন প্রোগ্রামের স্যুটকে বুঝি যা কম্পিউটারকে কাজ করতে সাহায্য করে।
  • এটি সার্ভার, ডেস্কটপ এবং ল্যাপটপের জন্য একটি স্থিতিশীল, মাল্টি-ইউজার, মাল্টি-টাস্কিং সিস্টেম।
[/spoiler]

৯. সম্প্রতি ৫৭তম জ্ঞানপীঠ পুরস্কারে(২০২১) কে সম্মানিত হলেন?

(A) নীলমণি ফুকন
(B) অমিতাভ ঘোষ
(C) কৃষ্ণা সবতি
(D) দামোদর মৌজো

[spoiler title=”উত্তর : “] (D) দামোদর মৌজো

  • দামোদর  কোঙ্কনি ভাষার লেখক।
  • নীলমনি ফোকান ৫৬তম জ্ঞানপীঠ পুরস্কার(২০২০ সালের) পেলেন।
[/spoiler]

১০. কোন দেশ সম্প্রতি ৪.৫(সাড়ে চার) দিনের কর্ম সপ্তাহ (Work Week) ঘোষণা করেছে?

(A) সৌদি আরব
(B) বাহরাইন
(C) সংযুক্ত আরব আমিরাত (UAE)
(D) ওমান

[spoiler title=”উত্তর : “] (C) সংযুক্ত আরব আমিরাত (UAE)

  • সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে যে সমস্ত সরকারী সংস্থা একটি নতুন কর্ম-সপ্তাহের সময়সূচী গ্রহণ করবে; যার মধ্যে শুক্রবার বিকেল, শনিবার এবং রবিবার নতুন Weekend ঘোষণা করা হয়েছে।
  • এর আগে UAE-তে শুক্র ও শনিবারের Weekend ছিল যা পরিবর্তন করা হল।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button