Mixed MCQ

100+ Bihar General Knowledge Question and Answer in Bengali | বিহার GK

Bihar Gk Question & Answer in Bengali

100+ Bihar General Knowledge Question and Answer in Bengali

দেওয়া রইলো ১০২টি Bihar General Knowledge Question and Answer in BengaliBihar Gk Question & Answer in Bengali – তোমাদের বিহার রাজ্যটি সম্পর্কে জানতে সাহায্য করবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত বিহার GK প্রশ্ন ও উত্তর । বিশেষত বিহারের PSC পরীক্ষাগুলির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি টপিক এই Bihar State Quiz .
250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK

Bihar Gk Question & Answer in Bengali

১. কোন দিনটিকে বিহার দিবস হিসেবে পালন করা হয় ?

(A) ৩রা ফেব্রুয়ারি
(B) ২২শে মার্চ
(C) ১৬ই জুন
(D) ২৩শে সেপ্টেম্বর

[spoiler title=”উত্তর ” ] (B) ২২শে মার্চ
[/spoiler]

২. কোন সালে, বিহারকে বেঙ্গল প্রেসিডেন্সি রাজ্য থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল ?

(A) ১৯১২
(B) ১৯২১
(C) ১৯৩৫
(D) ১৯৪৮

[spoiler title=”উত্তর ” ] (A) ১৯১২
[/spoiler]

৩. কতগুলি মহাজনপদ ছিল ?

(A)
(B) ১০
(C) ১২
(D) ১৬

[spoiler title=”উত্তর ” ] (D) ১৬
[/spoiler]

৪. রাজা অজাতশত্রু কোন রাজবংশের অন্তর্গত?

(A) শিশুনাগ রাজবংশ
(B) নন্দ রাজবংশ
(C) মৌর্য রাজবংশ
(D) হর্যঙ্ক রাজবংশ

[spoiler title=”উত্তর ” ] (D) হর্যঙ্ক রাজবংশ
[/spoiler]

৫. মহাবীর, জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

(A) নালন্দা
(B) বৈশালী
(C) লুম্বিনী
(D) পাটলিপুত্র

[spoiler title=”উত্তর ” ] (B) বৈশালী
[/spoiler]

৬. বিহারে মোট জেলার সংখ্যা কত ?

(A) ৩২
(B) ৩৮
(C) ৪০
(D) ৪৬

[spoiler title=”উত্তর ” ] (B) ৩৮
[/spoiler]

৭. বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কে ?

(A) কৃষ্ণ সিং
(B) দীপ নারায়ণ সিং
(C) কে বি সহায়
(D) মহামায়া প্রসাদ সিনহা

[spoiler title=”উত্তর ” ] (A) কৃষ্ণ সিং
[/spoiler]

৮. কোনটি বিহারের রাষ্ট্রীয় ফুল হিসেবে পরিচিত ?

(A) গোলাপ
(B) জুঁই
(C) গাঁদা
(D) টিউলিপ

[spoiler title=”উত্তর ” ] (C) গাঁদা
[/spoiler]

৯. বিহারে সংসদীয় আসনের মোট সংখ্যা কত ?

(A) ২৮টি
(B) ৩১টি
(C) ৩৭টি
(D) ৪০টি

[spoiler title=”উত্তর ” ] (D) ৪০টি
[/spoiler]

১০. কোন সালে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠিত হয় ?

(A) ২০০৩
(B) ২০০৭
(C) ২০১২
(D) ২০১৪

[spoiler title=”উত্তর ” ] (D) ২০১৪
[/spoiler]

Bihar Gk For BPSC

১১. ক্ষেত্রফল অনুযায়ী বিহারের বৃহত্তম জেলা কোনটি ?

(A) পশ্চিম চম্পারণ
(B) রোহতাস
(C) ঔরঙ্গাবাদ
(D) সমষ্টিপুর

[spoiler title=”উত্তর ” ] (A) পশ্চিম চম্পারণ
[/spoiler]

১২. হিন্দি এবং উর্দু ছাড়াও, কোনটি বিহারের অন্য সরকারী ভাষা ?

(A) ভোজপুরি
(B) মৈথিলী
(C) মাগধী
(D) সংস্কৃত

[spoiler title=”উত্তর ” ] (B) মৈথিলী
[/spoiler]

১৩. বরাবর গুহা কোন জেলায় অবস্থিত?

(A) জেহানাবাদ জেলা
(B) বক্সার জেলা
(C) ঔরঙ্গাবাদ জেলা
(D) গয়া জেলা

[spoiler title=”উত্তর ” ] (D) গয়া জেলা
[/spoiler]

১৪. বৈশালী শহর কাদের রাজধানী ছিল ?

(A) কোলিয়াস
(B) শাক্য
(C) লিচ্ছবি
(D) কুরু

[spoiler title=”উত্তর ” ] (C) লিচ্ছবি
[/spoiler]

১৫. কবে পাটনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

(A) ১৯০৮
(B) ১৯১৭
(C) ১৯২৫
(D) ১৯৩৫

[spoiler title=”উত্তর ” ] (B) ১৯১৭
[/spoiler]

১৬. কোন বছরে জয়প্রকাশ নারায়ণ ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন ?

(A) ১৯৮৮
(B) ১৯৯১
(C) ১৯৯৫
(D) ১৯৯৯

[spoiler title=”উত্তর ” ] (D) ১৯৯৯
[/spoiler]

১৭. বিখ্যাত বিহার আন্দোলনের সূচনা হয় কত সালে ?

(A) ১৯৭০
(B) ১৯৭২
(C) ১৯৭৪
(D) ১৯৭৫

[spoiler title=”উত্তর ” ] (C) ১৯৭৪
[/spoiler]

১৮. ছট পূজা কোন কোন মাসে পালিত হয় ?

(A) মার্চ এবং নভেম্বর
(B) জানুয়ারি ও অক্টোবর
(C) জানুয়ারি এবং আগস্ট
(D) নভেম্বর এবং জুলাই

[spoiler title=”উত্তর ” ] (A) মার্চ এবং নভেম্বর
[/spoiler]

১৯. কোন সালে চম্পারণের কৃষকরা নীল চাষের শর্তের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন?

(A) ১৯১৪
(B) ১৯২৩
(C) ১৯৩৫
(D) ১৯৪৭

[spoiler title=”উত্তর ” ] (A) ১৯১৪
[/spoiler]

২০. কোনটি বিহারের রাজ্যিয় পশু হিসেবে স্বীকৃত ?

(A) গরু
(B) বাঘ
(C) সিংহ
(D) ষাঁড়

[spoiler title=”উত্তর ” ] (D) ষাঁড়
[/spoiler]

Bihar GK & GS 2021: State level GK Questions

২১. মহাবোধি মন্দির কোথায় অবস্থিত ?

(A) পাটনা
(B) বৌধ্যগয়া
(C) মুজাফফরপুর
(D) ভাগলপুর

[spoiler title=”উত্তর ” ] (B) বৌধ্যগয়া
[/spoiler]

২২. কোনটি বিহার থেকে প্রকাশিত প্রথম হিন্দি সংবাদপত্র ?

(A) মাগধী
(B) আর্যাবর্ত
(C) বিহারবন্ধু
(D) প্রভাত খবর

[spoiler title=”উত্তর ” ] (C) বিহারবন্ধু
[/spoiler]

২৩. কোন রাজা পাটনা (পাটলিপুত্র) শহরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ?

(A) ধনা নন্দ
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশোক
(D) অজাতশত্রু

[spoiler title=”উত্তর ” ] (D) অজাতশত্রু
[/spoiler]

২৪. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

(A) ১৭৬৪
(B) ১৭৭২
(C) ১৭৮০
(D) ১৭৮৫

[spoiler title=”উত্তর ” ] (A) ১৭৬৪
[/spoiler]

২৫. কোন সালে বিহার বাংলা প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয় ?

(A) ১৯০৩
(B) ১৯১২
(C) ১৯১৫
(D) ১৯৩৫

[spoiler title=”উত্তর ” ] (B) ১৯১২
[/spoiler]

২৬. কোনটি বিহারের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র ?

(A) কাহালগাঁও সুপার থার্মাল পাওয়ার স্টেশন
(B) কান্তি তাপবিদ্যুৎ কেন্দ্র
(C) বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র
(D) বার সুপার থার্মাল পাওয়ার স্টেশন

[spoiler title=”উত্তর ” ] (C) বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র
[/spoiler]

২৭. ১৯২২ সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন ?

(A) চিত্তরঞ্জন দাস
(B) এস এন ব্যানার্জি
(C) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(D) হাকিম আজমল খান

[spoiler title=”উত্তর ” ] (A) চিত্তরঞ্জন দাস
[/spoiler]

২৮. বিহারের ডালমিয়ানগর কিসের জন্য বিখ্যাত ?

(A) সিল্ক
(B) সিমেন্ট
(C) চামড়া
(D) পাট

[spoiler title=”উত্তর ” ] (B) সিমেন্ট
[/spoiler]

২৯. ১৯৩৬ সালে সর্বভারতীয় কিষাণ সভা গঠন করেন কে ?

(A) মহাত্মা গান্ধী
(B) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(C) অনুগ্রহ নারায়ণ সিনহা
(D) সহজানন্দ সরস্বতী

[spoiler title=”উত্তর ” ] (D) সহজানন্দ সরস্বতী
[/spoiler]

৩০. কুনওয়ার সিং কত সালে মারা যান ?

(A) ১৮৫৫
(B) ১৮৫৭
(C) ১৮৫৮
(D) ১৮৬২

[spoiler title=”উত্তর ” ] (C) ১৮৫৮
[/spoiler]

Bihar GK – General Knowledge

৩১. কোন শহরটি বিহারের মেডিকেল সিটি নামে পরিচিত ?

(A) গয়া
(B) পাটনা
(C) ভাগলপুর
(D) দারভাঙ্গা

[spoiler title=”উত্তর ” ] (D) দারভাঙ্গা
[/spoiler]

৩২. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় বিহারের বিপ্লবীদের নেতা কে ছিলেন ?

(A) নামদার খান
(B) বাবু কুনওয়ার সিং
(C) বিরসা মুন্ডা
(D) শংকর শাহ

[spoiler title=”উত্তর ” ] (B) বাবু কুনওয়ার সিং
[/spoiler]

৩৩. বিহারে জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য কত?

(A) ৩৭১২ কিমি
(B) ৪২১৬ কিমি
(C) ৪৫৯৫ কিমি
(D) ৪৭৫৫ কিমি

[spoiler title=”উত্তর ” ] (C) ৪৫৯৫ কিমি
[/spoiler]

৩৪. বিহারের মধ্যে মোট হাইওয়ে-এর সংখ্যা কত ?

(A) ২২
(B) ২৯
(C) ৩২
(D) ৩৪

[spoiler title=”উত্তর ” ] (B) ২৯
[/spoiler]

৩৫. নিচের কোনটি বিহারের একটি রেশম বস্ত্র উৎপাদন কেন্দ্র ?

(A) হাজীপুর
(B) বাজারী
(C) ভাগলপুর
(D) বৌধ্যগয়া

[spoiler title=”উত্তর ” ] (C) ভাগলপুর
[/spoiler]

৩৬. কোন মুসলিম প্রথম বিহার জয় করেছিল ?

(A) মালিক ইব্রাহিম
(B) ইলতুমিশ
(C) বখতিয়ার খলজি
(D) আলী মর্দান খলজি

[spoiler title=”উত্তর ” ] (C) বখতিয়ার খলজি
[/spoiler]

৩৭. মহাত্মা গান্ধী সেতুর উদ্বোধন করা হয়েছিল কত সালে ?

(A) ১৯৮২
(B) ১৯৮৫
(C) ১৯৮৬
(D) ১৯৮৮

[spoiler title=”উত্তর ” ] (A) ১৯৮২
[/spoiler]

৩৮. মহাত্মা গান্ধী সেতু পাটনা শহরকে কোন শহরের সাথে সংযুক্ত করেছে ?

(A) হাজীপুর
(B) দীঘা
(C) দিনাপুর
(D) সোনপুর

[spoiler title=”উত্তর ” ] (A) হাজীপুর
[/spoiler]

৩৯. কোন বছরে জয়প্রকাশ নারায়ণ ‘রামোন ম্যাগসেসে পুরস্কারে’ ভূষিত হন ?

(A) ১৯৬৩
(B) ১৯৬৫
(C) ১৯৬৯
(D) ১৯৭১

[spoiler title=”উত্তর ” ] (B) ১৯৬৫
[/spoiler]

৪০. কোন সালে বিহার থেকে হিন্দি পত্রিকা বিহারবন্ধু প্রকাশিত হয় ?

(A) ১৮৭২
(B) ১৮৭৬
(C) ১৮৮৯
(D) ১৮৯২

[spoiler title=”উত্তর ” ] (A) ১৮৭২
[/spoiler]

৪১. স্বাধীনতার পর বিহারের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?

(A) জয়রামদাস দৌলতরাম
(B) আর.আর. দিবাকর
(C) জাকির হোসেন
(D) মাধব শ্রীহরি অনে

[spoiler title=”উত্তর ” ] (A) জয়রামদাস দৌলতরাম
[/spoiler]

৪২. পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

(A) এস. সুলতান আহমদ
(B) ভি. এইচ. জ্যাকসন
(C) জে. জি. জেনিংস
(D) স্টুয়ার্ট ম্যাকফারসন

[spoiler title=”উত্তর ” ] (C) জে. জি. জেনিংস
[/spoiler]

৪৩. ‘বিহার বিভূতি’ নামে কে পরিচিত ?

(A) রাজেন্দ্র প্রসাদ
(B) কৃষ্ণ সিং
(C) অনুগ্রহ নারায়ণ সিনহা
(D) বিদ্যাপতি

[spoiler title=”উত্তর ” ] (C) অনুগ্রহ নারায়ণ সিনহা
[/spoiler]

৪৪. বিহার কেশরী নামে কে পরিচিত ?

(A) রাজেন্দ্র প্রসাদ
(B) কৃষ্ণ সিং
(C) বিনোদানন্দ ঝা
(D) বিদ্যাপতি

[spoiler title=”উত্তর ” ] (B) কৃষ্ণ সিং
[/spoiler]

৪৫. কোন মাসে ছট উৎসব পালিত হয় ?

(A) চৈত্র
(B) ভাদ্র
(C) পৌষ
(D) কার্তিক

[spoiler title=”উত্তর ” ] (D) কার্তিক
[/spoiler]

৪৬. কত দিন ধরে ছট উৎসব পালিত হয় ?

(A) ২ দিন
(B) ৩ দিন
(C) ৪ দিন
(D) ৫ দিন

[spoiler title=”উত্তর ” ] (C) ৪ দিন
[/spoiler]

৪৭. নিচের কোন হ্রদটি বিহারে অবস্থিত?

(A) অনুপম লেক
(B) সম্বর হ্রদ
(C) সুখনা লেক
(D) কামা লেক

[spoiler title=”উত্তর ” ] (A) অনুপম লেক
[/spoiler]

৪৮. নিচের কোন শহরটির অবস্থান বিহারের পূর্বতম ?

(A) ভাগলপুর
(B) পাটনা
(C) কাটিহার
(D) পূর্ণিয়া

[spoiler title=”উত্তর ” ] (C) কাটিহার
[/spoiler]

৪৯. বিহারে কত বর্গমিটার বনভূমি রয়েছে ?

(A) ২৮১৯ বর্গ মিটার
(B) ৩৬১২ বর্গ মিটার
(C) ২৪৬১ বর্গ মিটার
(D) ২৬১২ বর্গ মিটার

[spoiler title=”উত্তর ” ] (D) ২৬১২ বর্গ মিটার
[/spoiler]

৫০. বিহারে বনের আওতাভুক্ত ভৌগলিক এলাকা আনুমানিক কত শতাংশ ?

(A) ৫%
(B) ৭%
(C) ১১%
(D) ১৩%

[spoiler title=”উত্তর ” ] (B) ৭%
[/spoiler]

Bihar General Knowledge MCQ State GK Questions Answers

৫১. বিহারে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

(A) গয়া
(B) পাটনা
(C) রাঁচি
(D) মুজাফফরপুর

[spoiler title=”উত্তর ” ] (A) গয়া
[/spoiler]

৫২. ১৯৩৪ সালে পাটনায় অনুষ্ঠিত সর্বভারতীয় সমাজতান্ত্রিক সম্মেলনে কে চেয়ারপারসন ছিলেন ?

(A) এম.এন. রায়
(B) আচার্য নরেন্দ্র দেব
(C) সমগ্রানন্দ
(D) শ্রী প্রকাশ

[spoiler title=”উত্তর ” ] (B) আচার্য নরেন্দ্র দেব
[/spoiler]

৫৩. দক্ষিণ বিহারে প্রচলিত জল সংরক্ষণ সেচ ব্যবস্থা কী ছিল?

(A) আহার-পাইন
(B) লোহার-পানে
(C) লোধি-পাইন
(D) আহর-পুনে

[spoiler title=”উত্তর ” ] (A) আহার-পাইন
[/spoiler]

৫৪. কোনটি বিম্বিসারের রাজধানী ছিল ?

(A) গিরিব্রজা
(B) পাটলিপুত্র
(C) বৈশালী
(D) রাজগীর

[spoiler title=”উত্তর ” ] (B) পাটলিপুত্র
[/spoiler]

৫৫. কোন মগধ রাজা সেনিয়া নামেও পরিচিত ছিলেন ?

(A) অশোক
(B) শিশুনাগা
(C) অজাতশত্রু
(D) বিম্বিসার

[spoiler title=”উত্তর ” ] (D) বিম্বিসার
[/spoiler]

৫৬. কোন বছরে, রামধারী সিং দিনকর ‘সাহিত্য আকাদেমি পুরস্কারে’ ভূষিত হয়েছিলেন ?

(A) ১৯৫৯
(B) ১৯৬১
(C) ১৯৬৩
(D) ১৯৬৪

[spoiler title=”উত্তর ” ] (A) ১৯৫৯
[/spoiler]

৫৭. কোন লেখার জন্য রামধারী সিং দিনকর ‘সাহিত্য একাডেমি পুরস্কারে’ ভূষিত হয়েছিলেন ?

(A) ভেনু ভ্যান
(B) মেরি য়াত্রায়ে
(C) ভারত কি সাংস্কৃতিক কাহানি
(D) সংস্কৃতি কে চার অধ্যায়

[spoiler title=”উত্তর ” ] (D) সংস্কৃতি কে চার অধ্যায়
[/spoiler]

৫৮. কোন জেলায়, বিক্রমশীলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য অবস্থিত ?

(A) বেগুসরাই
(B) ভাগলপুর
(C) দারভাঙ্গা
(D) গোপালগঞ্জ

[spoiler title=”উত্তর ” ] (B) ভাগলপুর
[/spoiler]

৫৯. পাটনা ফিল্ম ফেস্টিভ্যাল প্রথম শুরু হয় কোন সালে ?

(A) ২০০৫
(B) ২০০৬
(C) ২০০৭
(D) ২০০৮

[spoiler title=”উত্তর ” ] (B) ২০০৬
[/spoiler]

৬০. পাটনা বিশ্ববিদ্যালয় ভারতীয় উপমহাদেশের কততম প্রাচীন বিশ্ববিদ্যালয় ?

(A) চতুর্থ
(B) পঞ্চম
(C) ষষ্ঠ
(D) সপ্তম

[spoiler title=”উত্তর ” ] (D) সপ্তম
[/spoiler]

৬১. বিহারে প্রকাশিত প্রথম হিন্দি সংবাদপত্র কি ছিল ?

(A) আর্যাবর্ত
(B) বিহারবন্ধু
(C) ভারতরত্ন
(D) ক্ষত্রিয় হিতৈষী

[spoiler title=”উত্তর ” ] (B) বিহারবন্ধু
[/spoiler]

৬২. বিহারের আইন-আদালতে হিন্দি চালু হয় কত সালে ?

(A) ১৮৮০
(B) ১৮৮২
(C) ১৮৮৪
(D) ১৮৮৭

[spoiler title=”উত্তর ” ] (A) ১৮৮০
[/spoiler]

৬৩. বিহারে মোট প্রশাসনিক বিভাগের সংখ্যা কত ?

(A)
(B)
(C) ১০
(D) ১১

[spoiler title=”উত্তর ” ] (B)
[/spoiler]

৬৪. বিহারের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?

(A) আরারিয়া
(B) ভোজপুর
(C) ভাগলপুর
(D) শেওহর

[spoiler title=”উত্তর ” ] (D) শেওহর
[/spoiler]

৬৫. বিহারের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

(A) আরারিয়া
(B) কিষাণগঞ্জ
(C) কাইমুর
(D) পূর্ণিয়া

[spoiler title=”উত্তর ” ] (C) কাইমুর
[/spoiler]

৬৬. কোন সালে পাটলিপুত্রের নাম পরিবর্তন করে আজিমাবাদ রাখা হয় ?

(A) ১৭০২
(B) ১৭০৪
(C) ১৭০৬
(D) ১৭১০

[spoiler title=”উত্তর ” ] (B) ১৭০৪
[/spoiler]

৬৭. লোমাস ঋষি গুহা কোথায় অবস্থিত ?

(A) বৈশালী
(B) সমষ্টিপুর
(C) জেহানাবাদ
(D) নওয়াদা

[spoiler title=”উত্তর ” ] (C) জেহানাবাদ
[/spoiler]

৬৮. দশম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং কোন সালে পাটনায় জন্মগ্রহণ করেন ?

(A) ১৬৬৬
(B) ১৬৬৭
(C) ১৬৬৮
(D) ১৬৬৯

[spoiler title=”উত্তর ” ] (A) ১৬৬৬
[/spoiler]

৬৯. পাটনা মিউজিয়াম উদ্বোধন করা হয় কত সালে ?

(A) ১৯১২
(B) ১৯১৭
(C) ১৯২৫
(D) ১৯২৮

[spoiler title=”উত্তর ” ] (B) ১৯১৭
[/spoiler]

৭০. বিহারে মোট অভয়ারণ্যের সংখ্যা কত ?

(A)
(B) ১০
(C) ১১
(D) ১২

[spoiler title=”উত্তর ” ] (C) ১১
[/spoiler]

Top 100 Bihar GK Important Question

৭১. বিহারের একমাত্র জাতীয় উদ্যান “বাল্মীকি জাতীয় উদ্যান” কোন জেলায় অবস্থিত ?

(A) কাটিহার
(B) বেগুসরাই
(C) ভাগলপুর
(D) পশ্চিম চম্পারণ

[spoiler title=”উত্তর ” ] (D) পশ্চিম চম্পারণ
[/spoiler]

৭২. আয়তনের দিক থেকে বিহারের সবচেয়ে বড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি ?

(A) কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য
(B) বাল্মীকি বন্যপ্রাণী অভয়ারণ্য
(C) ভীমবন্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য
(D) গৌতম বুদ্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য

[spoiler title=”উত্তর ” ] (A) কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য
[/spoiler]

৭৩. ব্রিটিশ শাসনামলে বিহারে প্রতি ২০ কাঠা (বিঘা) জমির মধ্যে কত জমি নীল চাষের জন্য সংরক্ষিত ছিল?

(A) ৩ কাঠা (বিঘায়)
(B) ৫ কাঠা (বিঘায়)
(C) ৬ কাঠা (বিঘায়)
(D) ৮ কাঠা (বিঘায়)

[spoiler title=”উত্তর ” ] (A) ৩ কাঠা (বিঘায়)
[/spoiler]

৭৪. কোন কোম্পানি ১৬৩২ সালে বিহারের পাটনায় তার কারখানা স্থাপন করে ?

(A) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি
(B) ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি
(C) ফরাসি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি
(D) পর্তুগিজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি

[spoiler title=”উত্তর ” ] (B) ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি
[/spoiler]

৭৫. চম্পারণে নীলচাষীদের দুর্দশার দিকে গান্ধীজির দৃষ্টি আকর্ষণ করেছিলেন কে ?

(A) রাজেন্দ্র প্রসাদ
(B) অনুগ্রহ নারায়ণ সিনহা
(C) আচার্য কৃপালানি
(D) রাজ কুমার শুক্লা

[spoiler title=”উত্তর ” ] (D) রাজ কুমার শুক্লা
[/spoiler]

৭৬. বিহারের সরকারী রাজ্যিয় গান “মেরে ভারত কে কণ্ঠ হার” কে লিখেছেন ?

(A) রামবৃক্ষ বেণীপুরী
(B) শিবকুমার শর্মা
(C) সত্য নারায়ণ
(D) হরিপ্রসাদ চৌরাসিয়া

[spoiler title=”উত্তর ” ] (C) সত্য নারায়ণ
[/spoiler]

৭৭. কোন সালে, “মেরে ভারত কে কণ্ঠ হার” বিহারের সরকারী গান হিসাবে গৃহীত হয়েছিল ?

(A) ২০১১
(B) ২০১২
(C) ২০১৩
(D) ২০১৪

[spoiler title=”উত্তর ” ] (B) ২০১২
[/spoiler]

৭৮. তেলহার জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?

(A) বাঁকা জেলা
(B) বক্সার জেলা
(C) কৈমুর জেলা
(D) খাগরিয়া জেলা

[spoiler title=”উত্তর ” ] (C) কৈমুর জেলা
[/spoiler]

৭৯. বিহার থেকে পদ্মবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক কে ?

(A) সাইয়্যেদ ফজল আলী
(B) জর্জ ফার্নান্দেস
(C) শিব পুজন সহায়
(D) বিন্ধ্যেশ্বরী প্রসাদ বর্মা

[spoiler title=”উত্তর ” ] (A) সাইয়্যেদ ফজল আলী
[/spoiler]

৮০. বিহার থেকে পদ্মভূষণ পুরস্কারের প্রথম প্রাপক কে ?

(A) বি.এন. সিরকার
(B) ডঃ দুখন রাম
(C) শিব পুজন সহায়
(D) শ্যামনন্দন সহায়

[spoiler title=”উত্তর ” ] (D) শ্যামনন্দন সহায়
[/spoiler]

৮১. বিহার থেকে পদ্মশ্রী পুরস্কারের প্রথম প্রাপক কে ?

(A) বিষ্ণুকান্ত ঝা
(B) অমল কুমার শাহ
(C) রেভ জোয়েল লাকরা
(D) উপেন্দ্র মহারথী

[spoiler title=”উত্তর ” ] (B) অমল কুমার শাহ
[/spoiler]

৮২. জনসংখ্যার দিক থেকে ভারতে বিহার রাজ্যের স্থান কত ?

(A) ২য়
(B) ৩য়
(C) ৪র্থ
(D) ৫ম

[spoiler title=”উত্তর ” ] (B) ৩য়
[/spoiler]

৮৩. কোনটি বিহারের প্রাচীনতম বন্যপ্রাণী অভয়ারণ্য ?

(A) পান্ত বন্যপ্রাণী অভয়ারণ্য
(B) কানওয়ার লেক পাখির অভয়ারণ্য
(C) গৌতম বুদ্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য
(D) নাগি ড্যাম পাখি অভয়ারণ্য

[spoiler title=”উত্তর ” ] (C) গৌতম বুদ্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য
[/spoiler]

৮৪. কাকোলাট জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?

(A) রোহতাস
(B) ভভুয়া
(C) নওয়াদা
(D) কৈমুর

[spoiler title=”উত্তর ” ] (C) নওয়াদা
[/spoiler]

৮৫. বিহার বিধানসভায় মোট সদস্য সংখ্যা কত ?

(A) ২২৪
(B) ২৩২
(C) ২৩৮
(D) ২৪৩

[spoiler title=”উত্তর ” ] (D) ২৪৩
[/spoiler]

৮৬. বিহার বিধান পরিষদে মোট সদস্য সংখ্যা কত ?

(A) ৭০
(B) ৭৫
(C) ৭৮
(D) ৮২

[spoiler title=”উত্তর ” ] (B) ৭৫
[/spoiler]

৮৭. বিহার বিধান পরিষদে কতজন সদস্য মনোনীত হয় ?

(A)
(B) ১০
(C) ১২
(D) ১৫

[spoiler title=”উত্তর ” ] (C) ১২
[/spoiler]

৮৮. স্বাধীন ভারতে বিহার বিধানসভার প্রথম স্পিকার কে ?

(A) রাম নারায়ণ মণ্ডল
(B) ধনিক লাল মন্ডল
(C) লক্ষ্মী নারায়ণ সুধাংশু
(D) বিন্দেশ্বরী প্রসাদ ভার্মা

[spoiler title=”উত্তর ” ] (D) বিন্দেশ্বরী প্রসাদ ভার্মা
[/spoiler]

৮৯. পাটনা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ?

(A) ১৯১২
(B) ১৯১৬
(C) ১৯১৯
(D) ১৯২১

[spoiler title=”উত্তর ” ] (B) ১৯১৬
[/spoiler]

৯০. পাটনা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?

(A) কুলবন্ত সহায়
(B) টমাস ফ্রেডরিক ডসন মিলার
(C) আর্থার ট্রেভর হ্যারিস
(D) এডওয়ার্ড মেনার্ড ডেস চ্যাম্পস চ্যামিয়ার

[spoiler title=”উত্তর ” ] (D) এডওয়ার্ড মেনার্ড ডেস চ্যাম্পস চ্যামিয়ার
[/spoiler]

৯১. বিহারে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কে ?

(A) নীতীশ কুমার
(B) লালু প্রসাদ যাদব
(C) জগন্নাথ মিশ্র
(D) কৃষ্ণ সিনহা

[spoiler title=”উত্তর ” ] (A) নীতীশ কুমার
[/spoiler]

৯২. প্রিন্স অফ ওয়েলস মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে ?

(A) ১৯২০
(B) ১৯২৩
(C) ১৯২৫
(D) ১৯২৮

[spoiler title=”উত্তর ” ] (C) ১৯২৫
[/spoiler]

৯৩. বাসুপুজ্যের মূর্তি কোন জেলায় অবস্থিত?

(A) সীতামারহি
(B) পশ্চিম চম্পারণ
(C) মুজাফফরপুর
(D) পূর্ব চম্পারণ

[spoiler title=”উত্তর ” ] (B) পশ্চিম চম্পারণ
[/spoiler]

৯৪. মৈথিলী ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের প্রথম বিজয়ী কে ?

(A) উপেন্দ্র ঝা
(B) যশোধর ঝা
(C) মার্কণ্ডেয় প্রবাসী
(D) আরসি প্রসাদ সিং

[spoiler title=”উত্তর ” ] (B) যশোধর ঝা
[/spoiler]

৯৫. ২০২০ সালে, কমলকান্ত ঝা কোন বইটির জন্য মৈথিলি ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার জিতেছিলেন ?

(A) পরিণীতা
(B) জাহালক ডায়েরি
(C) জিঙ্গিক ওরিয়াওন করাইত
(D) গছ রুসাই অচ্ছি

[spoiler title=”উত্তর ” ] (D) গছ রুসাই অচ্ছি
[/spoiler]

৯৬. নাগি ড্যাম পক্ষী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?

(A) জামুই
(B) বেগুসরাই
(C) কাইমুর
(D) ভাগলপুর

[spoiler title=”উত্তর ” ] (A) জামুই
[/spoiler]

৯৭. পাটনা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন ?

(A) জ্ঞান সুধা মিশ্র
(B) রেখা দোষিত
(C) ইন্দু প্রভা গাও
(D) রেখা মনহরলাল দোষিত

[spoiler title=”উত্তর ” ] (B) রেখা দোষিত
[/spoiler]

৯৮. স্বাধীনতার পর পাটনা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন ?

(A) রাজেশ বালিয়া
(B) মধুরেশ প্রসাদ
(C) আশুতোষ কুমার
(D) লক্ষ্মী কান্ত ঝা

[spoiler title=”উত্তর ” ] (D) লক্ষ্মী কান্ত ঝা
[/spoiler]

৯৯. বিহার থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ?

(A) জ্ঞান সুধা মিশ্র
(B) রেখা দোষিত
(C) ইন্দু প্রভা গাও
(D) রেখা মনহরলাল দোষিত

[spoiler title=”উত্তর ” ] (A) জ্ঞান সুধা মিশ্র
[/spoiler]

১০০. কনভা রাজবংশের প্রথম রাজা কে ছিলেন ?

(A) ভূমিমিত্র
(B) বাসুদেব
(C) নারায়ণ
(D) সুসরমান

[spoiler title=”উত্তর ” ] (B) বাসুদেব
[/spoiler]

১০১. ১৯৩৬ সালে বিহারের প্রথম রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন কে ?

(A) স্যার ফ্রান্সিস মুডি
(B) স্যার মরিস গার্নিয়ার হ্যালেট
(C) স্যার জেমস ডেভিড সিফটন
(D) স্যার টমাস জর্জ রাদারফোর্ড

[spoiler title=”উত্তর ” ] (C) স্যার জেমস ডেভিড সিফটন
[/spoiler]

১০২. ব্রিটিশ রাজের অধীনে বিহারের শেষ গভর্নর কে ছিলেন ?

(A) স্যার হুগ ডাও
(B) স্যার ফ্রান্সিস মুডি
(C) স্যার টমাস জর্জ রাদারফোর্ড
(D) স্যার মরিস গার্নিয়ার হ্যালেট

[spoiler title=”উত্তর ” ] (A) স্যার হুগ ডাও
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button