Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৬৯। Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 269

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৬৯

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪১৮১. মানব দেহে মোট পেশীর সংখ্যা হলো 

(A) ৬৩৯
(B) ২০৬
(C) ৩৫৬
(D) ৭১২

উত্তর :
(A) ৬৩৯

৪১৮২. বাল গঙ্গাধর তিলক প্রথম হোম রুল লিগ কখন শুরু করেছিলেন?

(A) ১৯১২ খ্রিস্টাব্দে
(B) ১৯১৪ খ্রিস্টাব্দে
(C) ১৯১৮ খ্রিস্টাব্দে
(D) ১৯১৬ খ্রিস্টাব্দে 

উত্তর :
(D) ১৯১৬ খ্রিস্টাব্দে

বাল গঙ্গাধর তিলক ১৯১৬ সালে প্রথম হোম রুল লিগ শুরু করেছিলেন। এই  আন্দোলনের উদ্দেশ্য ছিল স্বশাসন প্রতিষ্ঠা করা।  বোম্বাই প্রাদেশিক কংগ্রেসে তিনি এটি বেলগাওঁতে এটি প্রতিষ্ঠা করেছিলেন।  পরে এটি অ্যানি বেসান্ত ১৯১৬ সালের  সেপ্টেম্বরে শুরু করেছিলেন।


৪১৮৩. দাস রাজবংশের আয়ের প্রধান উৎস কি ছিল ?

(A) জিজিয়া
(B) জমির রাজস্ব
(C) সেচ কর
(D) তীর্থযাত্রা কর

উত্তর :
(B) জমির রাজস্ব

দাস রাজবংশের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব।

ভূমি রাজস্ব উপার্জনের জন্য সর্বাধিক বিখ্যাত ব্যবস্থাটি ছিল ইকতা প্রথা। এর অধীনে, জমিটি ইকতা নামে কয়েকটি বৃহত এবং ছোট্ট অংশে বিভক্ত করা হতো। এই ইক্টা ইকতা রাজস্ব আদায়ের দ্বায়িত্ব দেওয়া থাকতো  সৈন্য, সম্ভ্রান্ত শ্রেণী ও আধিকারিকদের ওপরে।  ইকতা ব্যবস্থা ইলতুৎমিশ দ্বারা শুরু হয়েছিল এবং বেশিরভাগ সুলতানি শাসকই এটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।


৪১৮৪. বর্তমানে কত প্রকারের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয় ?

(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার

উত্তর :
(B) দুই

বর্তমানে দুই প্রকারের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয় ।

  • IPv4 (a 32-bit protocol) 
  • IPv6 (a 128-bit protocol)

৪১৮৫. পামির পর্বতমালার বেশিরভাগটি কোন দেশে অবস্থিত?

(A) আফগানিস্তান
(B) তাজিকিস্তান
(C) কিরগিস্তান
(D) চীন

উত্তর :
(B) তাজিকিস্তান

বেশিরভাগ পামির পর্বতমালা তাজিকিস্তানের অন্তর্গত, তবে প্রান্তগুলি আফগানিস্তান, চীন এবং কিরগিজস্তানে প্রবেশ করেছে।


৪১৮৬. “ভীমবেটকা” গুহাটি কোন রাজ্যে অবস্থিত?

(A) তেলেঙ্গানা
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) মধ্যপ্রদেশ

উত্তর :
(D) মধ্যপ্রদেশ

ভীমবেটকা গুহা বা ভিমবেটকা প্রস্তরক্ষেত্র কেন্দ্রগুলি মধ্যপ্রদেশে অবস্থি।   এটি ভোপালের দক্ষিণে ৪৫ কিমি দূরে অবস্থিত। এটি ২০০৩ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়।


৪১৮৭. ভরবেগের মাত্রিক সূত্র কী?

(A) M L2-1
(B) M1L1-1
(C) M1L-1-2
(D) M1L0-2

উত্তর :
(B) M1L1-1

ভরবেগ = ভর ও বেগের গুনফল । এর মাত্রা হলো M1L1-1 


৪১৮৮. নিম্নলিখিত কোন উপপাদ্য  অনুসারে ভেঞ্চুরি মিটার (Venturimeter ) কাজ করে?

(A) বার্নোলির উপপাদ্য
(B) অ্যাভোগাড্রোর উপপাদ্য
(C) পাওলির উপপাদ্য
(D) কোনোটিই নয় 

উত্তর :
(A) বার্নোলির উপপাদ্য

ভেঞ্চুরি মিটারের সাহায্যে তরলের প্রবাহের হার পরিমাপ করা হয় । এটি বার্নোলির উপপাদ্য অনুসারে কাজ করে ।


৪১৮৯. সরীসৃপ এবং উভচরদের অধ্যয়নকে ________ বলা হয়।

(A) Hepatology
(B) Haematology
(C) Helminthology
(D) Herpetology

উত্তর :
(D) Herpetology

হার্পটোলজি হ’ল সরীসৃপ এবং উভচরের অধ্যয়ন।


৪১৯০. ক্রিকেটের জন্য প্রথম অর্জুন পুরস্কার কে পান ?

(A) চন্দু বোবদে
(B) বিজয় মঞ্জরেকার
(C) সেলিম দুরানী
(D) মনসুর আলি খান পতৌদি

উত্তর :
(C) সেলিম দুরানী

১৯৬১ সালে ক্রিকেটের জন্য প্রথম অর্জুন পুরষ্কার সেলিম  দুরানী। তাঁর বিখ্যাত স্লোগানটি ছিল  “No Durani, No test!” ।


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button