Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৬৮। Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 268

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৬৮

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪১৭১. শব্দের প্রতিধ্বনি শুনতে শব্দ উৎস থেকে প্রতিফলকের সর্বনিম্ন দূরত্ব কত হতে হয় ?

(A) ৫ মিটার
(B) ১০ মিটার
(C) ১৩ মিটার
(D) ১৭ মিটার

উত্তর :
(D) ১৭ মিটার

প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ১৭ মিটার হওয়া প্রয়োজন। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা বা কোনো কূপের গভীরতা সহজে নির্ণয় করা যায়।


৪১৭২. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানীর নাম কী?

(A) লেহ
(B) কার্গিল
(C) লেহ ও কার্গিল উভয়ই
(D) কোনটিই নয়

উত্তর :
(C) লেহ ও কার্গিল উভয়ই

৪১৭৩. দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বিশুদ্ধতা নিশ্চিন্ত করতে ‘Pure for Sure’ অভিযান চালু করল ভারতের কোন রাজ্য সরকার?

(A) মধ্যপ্রদেশ
(B) রাজস্থান
(C) কেরালা
(D) উত্তরপ্রদেশে

উত্তর :
(B) রাজস্থান

৪১৭৪. কোন ফ্রিজের/রেফ্রিজারেটর সাধারণ তাপমাত্রা কত রাখা উচিত?

(A) ৩৭-৪০° ফারেনহাইট
(B) ৩-৫° ফারেনহাইট
(C) ০° ফারেনহাইট
(D) ৯৮.৪ ° ফারেনহাইট

উত্তর :
(A) ৩৭-৪০° ফারেনহাইট

৪১৭৫. রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা ( law officer )  কে?

(A) অ্যাটর্নি জেনারেল
(B) সলিসিটার জেনারেল
(C) অ্যাডভোকেট জেনারেল
(D) অ্যাডভোকেট অন রেকর্ড 

উত্তর :
(C) অ্যাডভোকেট জেনারেল

  • অ্যাডভোকেট জেনারেল ভারতের রাজ্যগুলির সর্বোচ্চ আইন কর্মকর্তা।  এটি একটি সাংবিধানিক পদ এবং এটির কর্তৃত্ব ভারতীয় সংবিধানের১৬৫ নম্বর আর্টিকেলে বর্ণিত হয়েছে।
  • অ্যাডভোকেট জেনারেল আইন বিষয়ে রাজ্যকে পরামর্শ দেন।
  • কেবলমাত্র হাই কোর্টের বিচারক হওয়ার যোগ্য ব্যক্তি অ্যাডভোকেট জেনারেল হতে পারেন।
  • অন্যদিকে অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

৪১৭৬. লেবুতে কোন অ্যাসিড থাকে?

(A) ম্যালিক অ্যাসিড
(B) ল্যাকটিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) ফর্মিক অ্যাসিড

উত্তর :
(C) সাইট্রিক অ্যাসিড

দেখে নাও বিভিন্ন জৈব অ্যাসিডের উৎসের তালিকা – Click Here 


৪১৭৭. ভারতীয় মুদ্রায় “রুপি” কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?

(A) সংস্কৃত
(B) হিন্দী
(C) উর্দু
(D) ল্যাটিন

উত্তর :
(A) সংস্কৃত

ভারতীয় টাকার প্রতীক রুপি (Indian Rupee symbol.svg) অক্ষরটি নেওয়া হয়েছে সংস্কৃত ভাষা থেকে। ২০১০ সালের ১৫ জুলাই ভারত সরকার এই প্রতীকচিহ্নটি সর্বসমক্ষে প্রকাশ করে। আইআইটির প্রাক্তন ছাত্র ডি উদয় কুমার এই চিহ্নটি ডিজাইন করেছিলেন ।


৪১৭৮. ২০২১ সালে ভারতের জনগণনা হবে। এটি স্বাধীন ভারতের কততম জনগণনা?

(A) ১৬
(B)
(C) ১৭
(D)

উত্তর :
(D)

দেখে নাও সেনসাস ২০১১ সম্পকিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – Click Here


৪১৭৯. সম্প্রতি অ্যাটলেটিকো কলকাতা ও মোহনবাগান ক্লাব দুটি নতুন রূপে সংযুক্ত হল। সংযুক্ত এই নতুন ক্লাবের নাম কী?

(A) অ্যাটলেটিকো দে কলকাতা মোহন বাগান ফুটবল ক্লাব
(B) মোহন বাগান অ্যাটলেটিকো দে কলকাতা ফুটবল ক্লাব
(C) অ্যাটলেটিকো দে কলকাতা বাগান
(D) মোহন বাগান দে কলকাতা

উত্তর :
(A) অ্যাটলেটিকো দে কলকাতা মোহন বাগান ফুটবল ক্লাব

৪১৮০. সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানটি সিন্ধুর মরুদ্যান হিসাবে পরিচিত ছিল?

(A) ধোলাভিরা
(B) মহেঞ্জোদারো
(C) চানহুদরো
(D) হরপ্পা

উত্তর :
(B) মহেঞ্জোদারো 

আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button