NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম তালিকা – PDF

Old and New Names of Different Places

বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম তালিকা

নিচে ছকের সাহায্যে বিভিন্ন স্থান, শহর, দেশ, সাগর , মহাসাগর, রাজ্য প্রভৃতির বর্তমান ও পূর্ব নাম সুন্দর করে দেওয়া রইলো । বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম তালিকার একটি সুন্দর PDF ফাইল অফলাইন পড়ার জন্য তোমরা নিচে পেয়ে যাবে ।

বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম তালিকা 

 বর্তমান নামপূর্বনাম
ভারতবর্ষজম্বুদ্বীপ
দক্ষিণ ভারতদাক্ষিণাত্য/ দক্ষিণাপথ
উত্তর ভারতআর্যাবর্ত / উত্তরাপথ
উত্তরবঙ্গপুন্ড্রু
পূর্ববঙ্গসমতট
দিল্লিইন্দ্রপ্রস্থ
পুরোনো দিল্লিশাহ্জাহানাবাদ
মহারাষ্ট্রবিদর্ভ
গুজরাটসৌরাষ্ট্র
১০আসামকামরূপ / প্রাগ্জ্যোতিষপুর
১১অরুণাচল প্রদেশনর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সী
১২ওড়িশাকলিঙ্গ / উৎকল
১৩কর্ণাটকমহীশূর
১৪মিজোরাম লুসাই হিলস
১৫দক্ষিণ বিহারমগধ
১৬উত্তর বিহারভাজ্জি
১৭পূর্ব বিহারঅঙ্গ
১৮বিহার শরিফওদন্তপুরী
১৯পাটনাপাটলিপুত্র
২০বাংলাগৌড়বঙ্গ
২১বেঙ্গালুরুব্যাঙ্গালোর
২২মুম্বাইবোম্বে
২৩চেন্নাইমাদ্রাজ
২৪রাজস্থানরাজপুতানা
২৫পাঞ্জাবপৌরব
২৬জলন্ধরকর্তৃপুর
২৭কলকাতাআলিনগর
২৮তিরুবনন্তপুরত্রিবান্দম
২৯জয়পুরমৎস্য
৩০এলাহাবাদবৎস্য , প্রয়াগরাজ
৩১অযোধ্যাকোশল
৩২আমেদাবাদকর্ণাবতী
৩৩ডিগবয়বরবিল
৩৪দৌলতাবাদদেবগিরি
৩৫রাজগিররাজগৃহ
৩৬কাশ্মীরতক্ষশীলা
৩৭মুঙ্গেরমন্দাগিরি
৩৮তমলুকতাম্রলিপ্ত
৩৯মালদহলক্ষণাবতী
৪০বাঁকুড়ামল্লভূমি
৪১কোচবিহারকামতাপুর
৪২কর্ণসুবর্ণরাঙ্গামাটি / রাঙ্গাভূমি
৪৩বহরমপুরব্রহ্মপুর
৪৪মুশির্দাবাদমুকসুদাবাদ
৪৫কোজিকোডকালিকট
৪৬মালয়অবন্তি
৪৭আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জশহীদ ও স্বরাজ দ্বীপ
৪৮বঙ্গোপসাগরপূর্ব সাগর
৪৯ভারত মহাসাগরহিন্দু সাগর
৫০সম্ভাজিনগরঔরঙ্গাবাদ
বিভিন্ন স্থানের নতুন ও পুরোনো নাম তালিকা

Download Section

  • File Name : বর্তমান নাম – পূর্বনাম
  • File Size :
  • Format : PDF
  • No. of Pages :
  • Language : Bengali

এরকম আরও কিছু পোস্ট :

বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

মহারাষ্ট্রের পূর্ব নাম কি ছিল ?

মহারাষ্ট্রের পূর্ব নাম ছিল বিদর্ভ ।

বাঁকুড়ার পূর্ব নাম কি ছিল ?

বাঁকুড়ার পূর্ব নাম ছিল মল্লভূমি।

দেবগিরি কোন শহরের পূর্বনাম ছিল ?

দৌলতাবাদের পূর্বনাম ছিল দেবগিরি।

মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল ?

মুর্শিদাবাদের আগের নাম ছিল মুখসুসাবাদ, মুখসুদাবাদ , মুকসুদাবাদ ।

সম্ভাজিনগর পূর্বনাম কি ছিল ?

ঔরঙ্গাবাদ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button