বাংলার গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF
List of Governor Generals of Bengal
বাংলার গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ব্রিটিশ ভারতে বাংলার গভর্নর জেনারেল তালিকা (List of Governor Generals of Bengal ) ও বাংলার গভর্নর জেনারেল সম্পর্কিত উল্লেখকযোগ্য ঘটনা ও তথ্য নিয়ে।
দেখে নাও :
বাংলার গভর্নর জেনারেলের আমলের উল্লেখযোগ্য সংস্কার ও ঘটনা
গভর্নর জেনারেল | সাল | উল্লেখযোগ্য সংস্কার ও ঘটনা |
---|---|---|
ওয়ারেন হেস্টিংস | ১৭৭২ -৮৫ | বাংলার প্রথম গভর্নর জেনারেল দ্বৈত শাসন ব্যবস্থার অবসান রেগুলেটিং এক্ট – ১৭৭৩ কলকাতার সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা (১৭৮৪ খ্রি.) প্রথম এংলো-মারাঠা যুদ্ধ সলবাই এর সন্ধি (১৭৮২ খ্রি. ) ম্যাঙ্গালোরের সন্ধি (১৭৮৪ খ্রি. ) ভগবৎ গীতার ইংরেজি অনুবাদ পিটের ভারত শাসন আইন (১৭৮৪ খ্রি. ) |
লৰ্ড কর্নওয়ালিস | ১৭৮৬ -৯৩ | আপিল আদালত এবং নিম্ন স্তরের আদালত প্রতিষ্ঠা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩ খ্রি. ) পুলিশী ব্যবস্থার পুনর্গঠন তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৮৯-৯২ খ্রি. ) শ্রীরঙ্গপত্তনমের সন্ধি (১৭৯২ খ্রি. ) ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিস প্রবর্তন |
স্যার জন শোর | ১৭৯৩ -৯৮ | ১৭৯৩ এর চার্টার অ্যাক্ট খড়দার যুদ্ধ (১৭৯৫ খ্রি. ) |
লর্ড ওয়েলেসলি | ১৭৯৮ -১৮০৫ | অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৯৯ খ্রি. ) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ১৭৯৯ সালে প্রেসের ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ বেসিনের সন্ধি (১৮০২ খ্রি. ) মাদ্রাজ প্রেসিডেন্সির প্রতিষ্ঠা |
স্যার জর্জ বার্লো | ১৮০৫ -০৭ | বাংলার অন্তর্বর্তী গভর্নর জেনারেল ভেলোর বিদ্রোহ (১৮০৬ খ্রি. ) |
প্রথম লর্ড মিন্টো | ১৮০৭ -১৩ | মহারাজা রণজিৎ সিংয়ের সাথে অমৃতসরের সন্ধি (১৮০৯ খ্রি. ) ১৮১৩ সালের চার্টার অ্যাক্ট |
লর্ড হেস্টিংস | ১৮১৩ -২৩ | ইঙ্গ-নেপাল যুদ্ধের অবসান (১৮১৪-১৬ খ্রি. ) নেপালের সাথে সগৌলির সন্ধি (১৮১৬ খ্রি. ) পেশোয়াদের সাথে পুনা চুক্তি (১৮১৭ খ্রি. ) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ মাদ্রাজ ও বোম্বেতে রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তন (১৮২০ খ্রি. ) পেশোয়া পদের বিলুপ্তি মহলওয়ারি ব্যবস্থার প্রবর্তন |
জন এডাম | ১৮২৩ | মাত্র ৭ মাসের জন্য এই পদে ছিলেন |
লর্ড আমহার্স্ট | ১৮২৩ -২৮ | প্রথম ইঙ্গ-বার্মা যুদ্ধ (১৮২৪ খ্রি. ) ব্যারাকপুরের বিদ্রোহ (১৮২৪ খ্রি. ) ইয়ান্দাবুর সন্ধি (১৮২৬ খ্রি. ) |
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক | ১৮২৮ -৩৩ | সতীদাহ নিবারণ (১৮২৯ খ্রি. ) ঠগী দমন (১৮৩০ খ্রি. ) বাংলার শেষ গভর্নর জেনারেল |
১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেল পদটির অবসান ঘটে এবং এর পরিবর্তে ভারতের গভর্নর জেনারেল পদ তৈরী হয়।
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল।
বাংলার গভর্নর জেনারেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
১. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
ওয়ারেন হেস্টিংস
২. বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৩. বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় কবে ?
১৭৭২ খ্রিঃ ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান
৪. চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন ?
১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন
৫. অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন ?
লর্ড ওয়েলেসলি
৬. সতীদাহ প্রথা বিলোপ করেন কে ?
লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
Download Section :
- File Name : বাংলার গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF – বাংলা কুইজ
- File Size : 1.5 MB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
- Subject : Modern Indian History
আরও দেখে নাও :
ওয়াভেল পরিকল্পনা ও সিমলা বৈঠক – ১৯৪৫ সাল
রাওলাট আইন – ১৯১৯ খ্রিস্টাব্দ – রাওলাট আইন টিকা
খিলাফত আন্দোলন – ১৯১৯ সাল – Khilafat movement
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি – তালিকা PDF
PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
To check our latest Posts - Click Here