ভারতের গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF
List of Governor Generals of India
ভারতের গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF
প্রিয় পাঠেকরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের গভর্নর জেনারেল তালিকা ও তথ্য নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি বাংলার গভর্নর জেনারেল তালিকা নিয়ে।
দেখে নাও – বাংলার গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
- সময়কাল : ১৮৩৩ – ৩৫ খ্রিস্টাব্দ
- ১৮৩৩ এর চার্টার এক্ট-এর মাধমে ভারতের গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয় এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- শিশু হত্যা ও শিশু বলিদান বন্ধ করেন।
- সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
- কলকাতার মেডিকেল কলেজের স্থাপনা (১৮৩৫ খ্রিস্টাব্দ )
- ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তন (১৮৩৫ সালের ইংলিশ এডুকেশন এক্ট ) ।
স্যার চার্লস মেটকাফ
- সময়কাল : ১৮৩৫ – ৩৬ খ্রিস্টাব্দ
- ভের্নাকুলার প্রেস সম্পর্কিত সমস্ত বাধা বিপত্তি দূরীকরণ। এই কারণের স্যার চার্লস মেটকাফকে “Liberator of Press” বলে অভিহিত করা হয়।
লর্ড অকল্যান্ড
- সময়কাল : ১৮৩৬ – ৪২ খ্রিস্টাব্দ
- প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ (১৮৩৬ – ৪২ খ্রিস্টাব্দ )
লর্ড এলেনবুরো
- সময়কাল : ১৮৪২ – ৪৪ খ্রিস্টাব্দ
- দাস প্রথা বিলোপ করেন
লর্ড প্রথম হার্ডিঞ্জ
- সময়কাল : ১৮৪৪ – ৪৮ খ্রিস্টাব্দ
- প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ
- লাহোরের সন্ধি
লর্ড ডালহৌসি
- সময়কাল : ১৮৪৮ – ৫৬ খ্রিস্টাব্দ
- স্বত্ববিলোপ নীতি প্রণয়ন।
- বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলওয়ে চালু (১৮৫৩ খ্রিস্টাব্দ )
- টেলিগ্ৰাফ লাইন চালু (১৮৫৩ খ্রিস্টাব্দ )
- ডাক ব্যবস্থার প্রবর্তন (১৮৫৩ খ্রিস্টাব্দ ), পোস্ট অফিস এক্ট (১৮৫৪ খ্রিস্টাব্দ )
- পূর্ত দফতর চালু
- ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলায় করা
- দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ (১৮৪৮ – ৪৯ খ্রিস্টাব্দ ) ও পাঞ্জাব অধিগ্রহণ
- দ্বিতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ (১৮৫২ খ্রিস্টাব্দ )
- সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫ – ৫৬ খ্রিস্টাব্দ )
- চার্টার এক্ট পুনর্নবীকরণ (১৮৫৩ খ্রিস্টাব্দ )
- চার্লস উডের ডিসপ্যাচ (১৮৫৪ খ্রিস্টাব্দ )
- উপাধি এবং পেনশন বাতিল।
- বিধবা বিবাহ আইন প্রচলন (১৮৫৬ খ্রিস্টাব্দ )
লর্ড ক্যানিং
- সময়কাল : ১৮৫৬ – ৫৮ খ্রিস্টাব্দ
- সিপাহী বিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ )
- কলকাতা, বোম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৮৫৭ খ্রিস্টাব্দ )
- গভর্মেন্ট অফ ইন্ডিয়া এক্ট ( ১৮৫৮ খ্রিস্টাব্দ )
- ভারতের শেষ গভর্নর জেনারেল – লর্ড ক্যানিং
- ভারতের প্রথম ভাইসরয় – লর্ড ক্যানিং
ভারতের গভর্নর জেনারেল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন কে কবে পাশ করে ?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি ২৬ জুলাই ১৮৫৬ সালে এই আইনটি পাশ করেন ৷.
২. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন কে ?
সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং
৩. স্বত্ববিলোপ নীতি এর প্রবর্তক কে ?
লর্ড ডালহৌসি
৪. চার্লস উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে প্রণীত হয় ?
ব্রিটেনের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ১৮৫৪ সালের ১৯ জুলাই Education Despatch নামক এই শিক্ষানীতি প্রণয়ন করেন।
Download Section :
File Name : ভারতের গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF – বাংলা কুইজ
File Size : 1.8 MB
No. of Pages : 03
Format : PDF
আরও দেখে নাও :
বাংলার গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF
আধুনিক ভারতের ইতিহাস – ১৮৫৭ সালের মহাবিদ্রোহ – সিপাহী বিদ্রোহ প্রশ্ন ও উত্তর
ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
To check our latest Posts - Click Here