Current AffairsDaily Current Affairs in Bengali

সাম্প্রতিকী – জানুয়ারি ৪, ৫ – ২০২০

Daily Current Affairs – 4th, 5th January 2020

১. আয়ারল্যান্ডে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের নতুন চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন ?

(A) বারাক ওবামা
(B) মিশেল ওবামা
(C) হিলারি ক্লিনটন
(D) রানী দ্বিতীয় এলিজাবেথ

উত্তর :
(C) হিলারি ক্লিনটন

২. মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা আমেরিকান বিমানগুলি কোন দেশের আকাশসীমাতে চালানোর সময় সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে ?

(A) পাকিস্তান
(B) রাশিয়া
(C) ইউক্রেন
(D) চীন

উত্তর :
(A) পাকিস্তান

উচ্চ চরমপন্থী বা জঙ্গি তৎপরতার কারণে ঝুঁকি থাকায় এই নির্দেশ জারি করা হয়েছে ।


৩. কোন রাজ্য সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূর্তি উন্মোচন করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) ঝাড়খণ্ড
(C) গুজরাট
(D) ছত্তিসগড়

উত্তর :
(C) গুজরাট

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী ২০শে জানুয়ারি, ২০২০ সালে আহমেদাবাদে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সরদার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেছেন ।


৪. ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য কোন হেল্পলাইন নম্বর চালু করেছে?

(A) ১৪০
(B) ১৩৬
(C) ১৩৯
(D) ১৫২

উত্তর :
(C) ১৩৯

ভারতীয় রেলওয়ে তাদের ট্রেন ভ্রমণের সময় দ্রুত অভিযোগ নিরসন এবং যাত্রীদের সাহায্যের সুবিধার্থে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর- ১৩৯ চালু করেছে। নতুন নম্বরটি বিদ্যমান সমস্ত হেল্পলাইন নম্বরগুলিকে প্রতিস্থাপন করবে।


৫. ১০৭তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (Indian Science Congress )-এর আয়োজন হোস্ট করছে কোন শহর ?

(A) হায়দ্রাবাদ
(B) চেন্নাই
(C) কোলকাতা
(D) বেঙ্গালুরু

উত্তর :
(D) বেঙ্গালুরু

৬. উমারো সিসকো এম্বোলো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?

(A) গাম্বিয়া
(B) সেনেগাল
(C) গিনি-বিসাউ
(D) ইউক্রেন

উত্তর :
(C) গিনি-বিসাউ

৭. সম্প্রতি ‘লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরস্কার’ এ কে ভূষিত হয়েছেন ?

(A) রবিশ কুমার
(B) অর্ণব গোস্বামী
(C) শেখর গুপ্ত
(D) সঞ্জয় গুপ্ত

উত্তর :
(D) সঞ্জয় গুপ্ত

শীর্ষস্থানীয় হিন্দি দৈনিক ‘জাগরণ’-র চিফ এডিটর সঞ্জয় গুপ্তকে সম্প্রতি ‘লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরষ্কার’ দিয়ে ভূষিত করা হয়েছে । এই পুরস্কারটি পুনে ভিত্তিক কেশারি-মারাঠা ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিল। বিখ্যাত মুক্তিযোদ্ধা লোকমান্য তিলক প্রবর্তিত পত্রিকা ‘কেশরী ’ এর প্রতিষ্ঠা দিবস স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কারটি প্রদান করা হবে।




৮. প্রধানমন্ত্রী-কৃষাণ (PM-KISAN ) প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বার্ষিক কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে ?

(A) ১০,০০০
(B) ৬,০০০
(C) ৫,০০০
(D) ৪,৫০০

উত্তর :
(B) ৬,০০০

তিনটি ইনস্টলমেন্টে ২০০০ করে মোট ৬০০০ টাকা দেওয়া হবে ।


৯. বিশ্ব পরিবার দিবস (Global Family Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জানুয়ারি ১
(B) জানুয়ারি ২
(C) জানুয়ারি ৩
(D) জানুয়ারি ৪

উত্তর :
(A) জানুয়ারি ১

১০. বিশ্ব ব্রেইল দিবস (Word Braille Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জানুয়ারি ১
(B) জানুয়ারি ২
(C) জানুয়ারি ৩
(D) জানুয়ারি ৪

উত্তর :
(D) জানুয়ারি ৪

ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারী প্যারিসের নিকটবর্তী কুপভেরি নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। তাকে সম্মান জানাতেই তার জন্মদিনে ব্রেইল দিবস পালন করা হয়।


আরো দেখুন :

সাম্প্রতিকী – জানুয়ারি ১, ২, ৩ – ২০২০

সাম্প্রতিকী – ডিসেম্বর ২৯, ৩০, ৩১– ২০১৯

সাম্প্রতিকী – ডিসেম্বর ২৬, ২৭, ২৮– ২০১৯

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button