History NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা – PDF

List of Important Treaties in the History of India - PDF Download

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা (List of Important Treaties in the History of India – PDF Download ) নিয়ে। ভারতের ইতিহাসে এই ঐতিহাসিক চুক্তি / সন্ধি গুলির গুরুত্ব অপরিসীম। সেই কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই এই ঐতিহাসিক চুক্তিগুলি থেকে প্রশ্ন এসেই থাকে। আমরা তাই তোমাদের জন্য এই চুক্তি/ সন্ধিগুলির একটি সুন্দর তালিকা নিচে দিয়ে রাখলাম। সাথে দেওয়া রইলো PDF ফাইল তোমাদের অফলাইন পড়ার জন্য । 


আরো দেখে নাও : 


ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তির তালিকা 

সন্ধি / চুক্তিসালঅংশগ্রণকারীরা
পুরন্দরের সন্ধি১৬৬৫মুঘল সেনাপতি অম্বর রাজ জয় সিংহ ও শিবাজী
মুঙ্গিসেও গাঁও সন্ধি১৭২৮নিজাম ও মারাঠাদের মধ্যে
ওয়ার্নার চুক্তি১৭৩১ দ্বিতীয় শম্ভুজি ও শাহু 
দোরহা সরাই সন্ধি১৭৩৮নিজাম ও মারাঠাদের মধ্যে
শালিমার চুক্তি১৭৩৯তৃতীয় মহম্মদ শাহ ও নাদির শাহ
অলিনগরের সন্ধি১৭৫৭ সিরাজ-উদ-দৌলা ও রবার্ট ক্লাইভ
সাঙ্গলার চুক্তি১৭৬০ছত্রপতি রামরাজা ও পেশোয়া বালাজি বাজিরাও
ঔরঙ্গাবাদের চুক্তি১৭৬৩নিজাম ও মারাঠাদের মধ্যে
এলাহাবাদের প্রথম সন্ধি১৭৬৫রবার্ট ক্লাইভ ও অযোধ্যার রাজা সুজাউদ্দৌল্লা
এলাহাবাদের দ্বিতীয় সন্ধি১৭৬৫রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ আলম
মাদ্রাজের সন্ধি১৭৬৯হায়দার আলী ও ইংরেজ
সুরাটের সন্ধি১৭৭৫মারাঠা রঘুনাথ রাও ও ইংরেজ
পুরন্দরের সন্ধি১৭৭৬মারাঠা ও ব্রিটিশ
ওয়াড়গাঁও চুক্তি১৭৭৯মারাঠা ও ব্রিটিশ
সলবাই চুক্তি১৭৮২মারাঠা ও ব্রিটিশ ( ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান )
ম্যাঙ্গালোরের সন্ধি১৭৮৪ টিপু সুলতান ও ইংরেজ 
শ্রীরঙ্গপত্তনমের সন্ধি ১৭৯২ টিপু সুলতান ও ইংরেজ
বেসিনের সন্ধি  ১৮০২পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি 
সুরজ অর্জনগাঁও এর সন্ধি১৮০৩সিন্ধীয়া সুরজি ও ওয়েলেসলি 
দেওগাঁও সন্ধি  ১৮০৩ভোঁসলে ও ব্রিটিশ
লাহোর সন্ধি  ১৮০৬রঞ্জিত সিংহ ও ইংরেজ সেনাপতি
অমৃতসরের সন্ধি১৮০৯রঞ্জিত সিংহ ও লর্ড মিন্টো
সগৌলির সন্ধি ১৮১৬নেপালরাজ অমর সিংহ থাপা ও ইংরেজ
পুনা চুক্তি১৮১৭পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ব্রিটিশ
মান্দাসোরের চুক্তি১৮১৭হোলকার ও ব্রিটিশ
গোয়ালিয়রের চুক্তি১৮১৭দৌলত রাও সিন্ধিয়া ও ইংরেজ
নাগপুরের সন্ধি১৮১৭আপ্পা সাহেব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ইয়ান্দাবুরের সন্ধি১৮২৬ব্রহ্মরাজ্ ও ইংরেজ
লাহোর চুক্তি১৮৪৬ইঙ্গ-শিখ যুদ্ধের অবসান
গন্ডমার্কের সন্ধি১৮৭৯বড়লাট লিটন ও আফগানিস্তানের আমির ইয়াকুব খাঁ
লাসা চুক্তি১৯০৪ব্রিটিশ ও তিব্বতী
লক্ষ্ণৌ চুক্তি ১৯১৬ কংগ্রেস ও মুসলিম লিগ 
রাওয়ালপিন্ডির সন্ধি১৯১৯আমীর আমান উল্লাহ ও ইংরেজ
গান্ধী-আরউইন চুক্তি ১৯৩১ মহাত্মা গান্ধী ও লর্ড আরউইন
পুনা চুক্তি  ১৯৩২ বি. আর. আম্বেদকর ও মহত্মা গান্ধী
তাসখন্দের শান্তি চুক্তি১৯৬৬ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের আয়ুব খান
সন্ধি ও চুক্তি তালিকা

ভারতের ঐতিহাসিক কিছু সন্ধি ও চুক্তি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

১৭৮২ সালে ( মারাঠা ও ইংরেজদের মধ্যে )

বেসিনের সন্ধি কবে ও কার কার মধ্যে হয়েছিল ?

১৮০২ সালে, পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি 

অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

সালে রঞ্জিত সিংহ ও লর্ড মিন্টোর মধ্যে

মাদ্রাজের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

১৭৬৯ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মহীশুরের শাসক হায়দার আলী। 

তাশখন্দের শান্তি চুক্তি কবে, কোথায় ও কাদের মধ্যে হয়েছিল ?

তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে।

কোন বছরে পুণা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?

পুণা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ১৯৩২ সালে পুনের ইয়ারওয়াদা কেন্দ্রীয় কারাগারে। ড: বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

লক্ষ্ণৌ চুক্তি সম্পাদিত হয় –

মুসলিম লিগের মধ্যে

নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় ?

১৯৫০ খ্রিস্টাব্দে

পুরন্দরের চুক্তি ( ১৬৬৫ খ্রিস্টাব্দ ) কাদের মধ্যে হয়েছিল ?

মুঘল সেনাপতি অম্বর রাজ জয় সিংহ ও শিবাজী

Download Section

  • File Name : ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি – তালিকা PDF – বাংলা কুইজ
  • File Type : PDF 
  • Size : 2365 KB
  • No. of Pages : 05
  • Langauge : Bengali
  • Subject : History

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button