History NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতীয় জাতীয় কংগ্রেস । Indian National Congress

Indian National Congress

ভারতীয় জাতীয় কংগ্রেস । Indian National Congress

আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় জাতীয় কংগ্রেস ( Indian National Congress )

ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু তথ্য

প্রিয় পাঠকেরা, আজকের এই পোস্টে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করেছি । সাথে দেওয়া রইলো ১০০টি MCQ প্রশ্ন ও উত্তর ।  দেখে নাও জাতীয় কংগ্রেস সম্পর্কিত আমাদের ১০০ টি MCQ এর ভিডিওটি ।

ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

১. প্রথম সভাপতি  উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২. প্রথম মুসলিম সভাপতি  বদরুদ্দিন তৈয়াবজি
৩. প্রথম মহিলা সভাপতি  আনি বেসান্ত
৪. প্রথম ভারতীয় মহিলা সভাপতি  সরোজিনী নাইডু
৫. প্রথম ইউরোপিয়ান সভাপতি  জর্জ ইউল
৬. পরাধীন ভারতের শেষ ও স্বাধীন ভারতের প্রথম সভাপতি  জে. বি. কৃপালিনী
৭. চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়  সুরাট অধিবেশনে ( ১৯০৭ খ্রিস্টাব্দে)
৮. চরমপন্থী ও নরমপন্থী এবং কংগ্রেস ও মুসলিম লিগের মিলন হয়  লখনৌ অধিবেশনে ( ১৯১৬ খ্রিস্টাব্দে)
৯. পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়  লাহোর অধিবেশনে ( ১৯২৯ খ্রিস্টাব্দে)
১০. মৌলিক অধিকারের প্রস্তাব উত্থাপিত হয়  করাচি অধিবেশনে ( ১৯৩১ খ্রিস্টাব্দে)
১১. “ভারত ছাড়ো” প্রস্তাব গৃহীত হয়  বোম্বে অধিবেশনে ( ১৯৪২ খ্রিস্টাব্দে)
১২. কংগ্রেসের ইতিহাস রচনা করেছেন  পট্টভি সীতারামাইয়া
 

জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন

সালস্থানসভাপতিতাৎপর্য
১৮৮৫বোম্বেউমেশচন্দ্র ব্যানার্জীপ্রথম অধিবেশন
৭২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন
১৮৮৬কলকাতাদাদাভাই নৌরজিকংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব প্রহণ করে
১৮৮৭মাদ্রাজবদরুদ্দিন তৈয়াবজিজাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি
১৮৮৮এলাহাবাদজর্জ ইউলজাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি
১৮৮৯বোম্বেউইলিয়াম ওয়েডারবানব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন
১৮৯৬কলকাতারহিমতুল্লা সাহানিবন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয়
১৯০৬কলকাতাদাদাভাই নৌরজিস্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন  দাদাভাই নৌরজি
১৯০৭সুরাটরাসবিহারী ঘোষকংগ্রেস নরমপন্থী ও চরম্পন্থিতে ভেঙে যায়
১৯১১কলকাতাবিষেন নারায়ণ ধর“জন গণ মন” -গানটি প্রথম গাওয়া হয়
১৯১৬লখনৌঅম্বিকাচরণ মজুমদারকংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষতির হয়
১৯১৭কলকাতাআনি বেসান্তপ্রথম মহিলা সভাপতি
১৯২৩গয়াচিত্তরঞ্জন দাসস্বরাজ্য দল -এর গঠন
১৯২৪বেলগাঁওগান্ধীজিগান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতি হন
১৯২৫কানপুরসরোজিনী নাইডুপ্রথম ভারতীয় মহিলা সভাপতি
১৯২৮কলকাতামতিলাল নেহেরুঅখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়
১৯২৯লাহোরজওহরলাল নেহেরুপূর্ণ স্বরাজের দাবি করা হয়
১৯৩০ সালের ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়
১৯৩১করাচিসর্দার বল্লভভাই প্যাটেলমৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়
১৯৩৭ফৈজপুরজওহরলাল নেহেরুপ্রথম গ্রাম্য অধিবেশন
প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়
১৯৩৮হরিপুরাসুভাষচন্দ্র বসুদক্ষিনপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয়
১৯৩৯ত্রিপুরীসুভাষচন্দ্র বসুগান্ধীজি মনোনীত পার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করেন নেতাজি
গান্ধীজি ও তাঁর সমর্থকদের অসহযোগিতায় নেতাজি পদত্যাগ করতে বাধ্য হন
১৯৪০রামগড়মৌলানা আবুল কালাম আজাদসারা ভারতব্যাপী আইন-অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়
১৯৪৬মিরাটজে. বি. কৃপালিনীভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হন
কংগ্রেসের বিভিন্ন অধিবেশন তালিকা

এরকম আরও কিছু পোস্ট : 

অতিরিক্ত কিছু তথ্য :

জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় ?

অ্যালান অক্টাভিয়াম হিউম

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

লর্ড ডাফরিন

জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

১৮৮৫ সালের ২৮শে ডিসেম্বর

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উমেশচন্দ্র ব্যানার্জী

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

অ্যানি বেসান্ত (১৯১৭, কলকাতা অধিবেশন )

জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?

সরোজিনী নাইডু (১৯২৫, কানপুর অধিবেশন )

জাতীয় কংগ্রেসকে তিন দিনের তামাশা কে বলেছেন ?

অশ্বিনীকুমার দত্ত

Download Section

  • File Name : ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু তথ্য
  • File Size : 149 KB
  • Format : PDF
  • No. of Pages : 03

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button