সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯২ । Daily General Awareness | Bengali
Daily General Awareness Practice Set - 292
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯২
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৪৪১১. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে?
(A) গুজরাট
(B) দিল্লি
(C) পশ্চিমবঙ্গ
(D) মহারাষ্ট্র
গুজরাটে ৯টি বিমানবন্দর রয়েছে (আহমেদাবাদ, ভাদোদরা, ভাবনগর, ভুজ, গান্ধিধাম, মুন্দ্রা, পোরবন্দর, সুরাট , এবং কেসোড)
[/spoiler]৪৪১২. নিউট্রন-শোষণকারী পদার্থ হিসাবে পরমাণু চুল্লিগুলিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না?
(A) ক্যাডমিয়াম
(B) আয়রন
(C) বোরন
(D) হাফনিয়াম
পারমাণবিক চুল্লিগুলিতে লোহা বা আইরন নিউট্রন শোষণকারী উপাদান হিসাবে ব্যবহৃত হয় ন।
সাধারণত নিউট্রন-শোষক হিসেবে ব্যবহার করা হয় – ক্যাডমিয়াম, বোরন, হাফনিয়াম, ইন্ডিয়াম এবং সিলভার ।
[/spoiler]৪৪১৩. [SSC CGL 2020 ] প্রসিদ্ধ ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন প্রধানত তাঁর চিত্রকর্মগুলিতে জীবন্ত ও মুক্ত চিত্ত চিত্রিত করতে কোন প্রাণীর ছবি ব্যবহার করতেন ?
(A) হাতি
(B) ঘোড়া
(C) গরু
(D) বাঘ
মকবুল ফিদা হুসেন বা এম.এফ. হুসেন ১৯৬৬ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এর পরের বছরই তিনি তার প্রথম চলচ্চিত্র থ্রু দ্য আইজ অব আ পেইন্টার নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদক প্রাপ্ত হয়। এছাড়া তার পরিচালিত গজ গামিনী চলচ্চিত্রে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত মূল ভূমিকায় অভিনয় করেন।
[/spoiler]৪৪১৪. নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি গৃহপালিত কুকুরের বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়?
(A) Cynology
(B) Chrematistics
(C) Carpology
(D) Craniology
গৃহপালিত কুকুরের বৈজ্ঞানিক অধ্যয়নকে বলে Cynology ।
কুকুরের বিজ্ঞানসম্মত নাম হলো – Canis lupus.
এক ঝলকে দেখে নাও বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম – Click Here
[/spoiler]৪৪১৫. ইংল্যান্ডের রাজা প্রথম জেমস -এর সরকারী দূত হিসাবে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন ?
(A) শাহজাহান
(B) জাহাঙ্গীর
(C) ঔরঙ্গজেব
(D) আকবর
স্যার টমাস রো ১৬১৫ সালে কিং প্রথম জেমস-এর রাষ্ট্রদূত হিসাবে সম্রাট জাহাঙ্গীরের দরবার পরিদর্শন করেছিলেন।
দেখে নাও ভারতের আগত বিভিন্ন ঐতিহাসিক পর্যটকের তালিকা – Click Here
[/spoiler]৪৪১৬. নিন্নলিখিত হাড়গুলির মধ্যে কোনটি মানব কর্ণের অংশ নয় ?
(A) ইনকাস
(B) ম্যালিয়াস
(C) স্টেপিস
(D) ফিমার
ফিমার মানবদেহের দীর্ঘতম হাড়।
[/spoiler]৪৪১৭. প্রায় ৬০০ বছর পরিত্যক্ত থাকার পরে কোন বছর সাঁচি আবিষ্কৃত হয়েছিল?
(A) ১৮১৪
(B) ১৮২০
(C) ১৮১৮
(D) ১৮১৬
১৮১৮ সালে ব্রিটিশদের বেঙ্গল ক্যাভালারি কর্তৃক সাঁচি আবিষ্কৃত হয়েছিল। জেনারেল হেনরি টেলর এই আবিষ্কার করেছিলেন।
সাঁচীর বৌদ্ধ স্তুপ ১৯৮৯ সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় ।
দেখে নাও ভারতের বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কিত কিছু তথ্য – Click Here .
[/spoiler]৪৪১৮. টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করা প্রথম এবং বর্তমানে একমাত্র ব্যাটসম্যান কে?
(A) ব্রায়ান লারা
(B) এবি. ডি ভিলিয়ার্স
(C) রোহিত শর্মা
(D) বিরাট কোহলি
বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পর পর ডাবল সেঞ্চুরি করেছিলেন।
এর আগে টানা তিনটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল স্যার ডন ব্র্যাডম্যান এবং রাহুল দ্রাবিড়ের।
[/spoiler]৪৪১৯. [SSC CGL 2020] ‘মিশন মঙ্গল’ চলচ্চিত্রের শীর্ষস্থানীয় মহিলার চরিত্রে অভিনয় করেছেন কে ?
(A) কারিনা কাপুর
(B) দীপিকা পাড়ুকোন
(C) কাজল
(D) বিদ্যা বালান
মিশন মঙ্গল হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি-ভাষার বিজ্ঞান কল্পনির্ভর স্পেস-থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জগন শক্তি ও যৌথভাবে প্রযোজনা করেছেন ক্যাপ অফ গুড ফিল্মস, হোপ প্রোডাকশন, ফক্স স্টার স্টুডিওস, অরুণা ভাটিয়া ও অনিল নাইডু।
অভিনয়
- অক্ষয় কুমার – রাকেশ ধাওয়ান
- বিদ্যা বালান – তারা শিন্দে
- বিক্রম গোখলে – ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর পরিচালক
- সোনাক্ষী সিনহা – একা গান্ধী
- তাপসী পান্নু – কৃতিকা আগারওয়ালা
৪৪২০. নীচের কোন বইটি সালমান রুশদী দ্বারা রচিত নয় ?
(A) Midnight’s Children
(B) An Area of Darkness
(C) The Satanic Verses
(D) Shame
An Area of Darkness শীর্ষক বইটি লিখেছেন ভি এস নাইপল ।
[/spoiler]আরো দেখুন :
- সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
- সাম্প্রতিকী | আগস্ট ২১, ২২, ২৩, ২৪ – ২০২০ | Daily Current Affairs
- সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯১ । Daily General Awareness | Bengali
- বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা
- ভারতের সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র ( PDF )
- ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন
- জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
- কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি
- পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা
To check our latest Posts - Click Here