Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯১ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 291

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯১

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৪০১. পরিকুদ দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) ওড়িশা
(B) বিহার
(C) উত্তর প্রদেশ
(D) পশ্চিমবঙ্গ

[spoiler title=”উত্তর : “] (A) ওড়িশা

পরিকুদ দ্বীপটি ভারতের ওড়িশা রাজ্যের চিলকা হ্রদে অবস্থিত। এই দ্বীপটি একদিকে রয়েছে  চিলকা হ্রদ এবং অন্যদিকে বঙ্গোপসাগর।

[/spoiler]

৪৪০২. কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI) প্রতিষ্ঠিত হয়েছিল কত  খ্রিস্টাব্দে ?

(A) ১৯৬৬
(B) ১৯৬৩
(C) ১৯৬০
(D) ১৯৪৭

[spoiler title=”উত্তর : “] (B) ১৯৬৩

CBI প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৩ খ্রিস্টাব্দে সান্তারাম কমিটির প্রস্তাবনা অনুযায়ী ।

[/spoiler]

৪৪০৩. বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়?

(A) কলিঙ্গ পুরষ্কার
(B) শঙ্কর পুরষ্কার
(C) কবির সম্মান
(D) বাচস্পতি সম্মান

[spoiler title=”উত্তর : “] (A) কলিঙ্গ পুরষ্কার

১৯৫২ খ্রিস্টাব্দ থেকে বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য কলিঙ্গ পুরষ্কার দেওয়া হয়ে আসছে ।

[/spoiler]

৪৪০৪. বেকারত্ব বৃদ্ধি কোন ধরণের অর্থনীতির ইঙ্গিত দেয়?

(A) Healthy
(B) Depressed
(C) Developed
(D) Stagnant

[spoiler title=”উত্তর : “] (B) Depressed [/spoiler]

৪৪০৫. কত সপ্তাহ পর থেকে একটি মানব ভ্রুনের হৃদস্পন্দন শুরু হয় ?

(A) ১০-১১ সপ্তাহ
(B) ৩-৪ সপ্তাহ
(C) ১৭-১৮ সপ্তাহ
(D) ২০-২১ সপ্তাহ

[spoiler title=”উত্তর : “] (B) ৩-৪ সপ্তাহ

সাধারণত একটি মানব ভ্রূণের, নিষেকের মাত্র ৩ সপ্তাহ এবং ১ দিন পরে, হৃদপিণ্ডের হৃদ্স্পন্দন শুরু হয়ে যায়। ৪ সপ্তাহের মধ্যে, হার্ট সাধারণত প্রতি মিনিটে ১০৫ থেকে ১২১ বার সংকুচিত ও প্রসারিত হয়।

[/spoiler]

৪৪০৬. আহমেদাবাদ শহরে নিম্নলিখিত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি অবস্থিত?

(A) বড় ইমামবাড়া
(B) জিঞ্জি ফোর্ট
(C) হিল প্যালেস
(D) সিদি বশির মসজিদ

[spoiler title=”উত্তর : “] (D) সিদি বশির মসজিদ

সিদি বশির মসজিদটি আহমেদাবাদ শহরে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ।  এটি ‘কম্পিয়মান মিনারগুলি (Shaking Minarets) ‘ জন্য বিখ্যাত এবং স্থানীয়ভাবে ঝুলতা মিনার নামে পরিচিত। এটি ১৪৫২ সালে সিদি বশির দ্বারা নির্মিত হয়েছিল যিনি সুলতান আহমদ শাহের দাস ছিলেন।

[/spoiler]

৪৪০৭. C6H14 হলো 

(A) হেক্সিন
(B) হেক্সেন
(C) হেক্সাইন
(D) হেপটাইন 

[spoiler title=”উত্তর : “] (B) হেক্সেন

CnH2n+2 – অ্যালকেন গোষ্ঠীর সংকেত । হেক্সেন এর সংকেত হলো C6H14 

[/spoiler]

৪৪০৮. নিম্নলিখিতদের মধ্যে কে ইউটিউবের প্রতিষ্ঠাতা / সহ-প্রতিষ্ঠাতা? 

(A) স্টিভ হারলি
(B) স্টিভ স্মিথ
(C) চ্যাড হারলি
(D) চ্যাড চেন

[spoiler title=”উত্তর : “] (C) চ্যাড হারলি

ইউটিউব সান ব্রুনো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম। পেপ্যালের তিন প্রাক্তন কর্মচারী—চ্যাড হারলি, স্টিভ চেন, এবং জাওয়েদ করিম—২০০৫ সালের ফেব্রুয়ারিতে এ পরিসেবাটি তৈরি করেছিলেন।

[/spoiler]

৪৪০৯. “হংস দময়ন্তী” ছবিটি এঁকেছিলেন

(A) অঞ্জলি ইলা মেনন
(B) অবনীন্দ্রনাথ ঠাকুর
(C) অমৃতা শেরগিল
(D) রাজা রবি ভার্মা

[spoiler title=”উত্তর : “] (D) রাজা রবি ভার্মা

“হংস দময়ন্তী” ছবিটি এঁকেছিলেন ১৮৯৯ খ্রিস্টাব্দে রাজা রবি ভার্মা| ছবিটি মহাভারতের বন পর্বের একটি উপকথাকে তুলে ধরে ।

[/spoiler]

৪৪১০. নিম্নলিখিত বিদেশী ভ্রমণকারীদের মধ্যে কে বিজয়নগর সাম্রাজ্যের ‘দেবদাসী ব্যবস্থা’ সম্পর্কে উল্লেখ করেছিলেন?

(A) নিকোলো দে কন্টি
(B) ফেরনাও নুনিজ
(C) ডোমিংগো পেস
(D) আবদুর রাজ্জাক

[spoiler title=”উত্তর : “] (C) ডোমিংগো পেস

দেখে নাও ভারতের আগত ঐতিহাসিক বিদেশি পর্যটক সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here .

[/spoiler]

আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button