Mixed MCQ

250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK

Assam Gk Question Answer in Bengali

250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF

আসাম রাজ্য সম্পর্কিত ২৫০+ সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো (250+ Assam General Knowledge Question and Answer in Bengali ) ।

আমরা আরো কিছু অসম রাজ্য GK MCQ যোগ করে একসাথে একটি PDF ফাইল দেওয়ার চেষ্টা করবো কিছুদিন পরে ।

Assam Gk Question Answer in Bengali

১. আসামের নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত ডান্ডি মার্চে যোগ দিয়েছিলেন ?

(A) নবীন চন্দ্র বর্দোলোই
(B) তরুণরাম ফুকন
(C) কুলধর সাইকিয়া
(D) লীলাধর বড়ুয়া

[spoiler title=”উত্তর ” ] (D) লীলাধর বড়ুয়া
[/spoiler]

২. আসামের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য সোনালী লাঙ্গুরের জন্য গর্ববোধ করে ?

(A) পানি দিহিং
(B) পবিটোরা
(C) লাওখোয়া
(D) চক্রশীলা

[spoiler title=”উত্তর ” ] (D) চক্রশীলা
[/spoiler]

৩. কোনটি আসামের আহোম রাজ্যের প্রথম রাজধানী ছিল ?

(A) গড়গাঁও
(B) চড়াইদেও
(C) জোড়হাট
(D) শিবসাগর

[spoiler title=”উত্তর ” ] (B) চড়াইদেও
[/spoiler]

৪. ‘ফুলাগুড়ি বিদ্রোহ’ হয়েছিল কবে ?

(A) ১৮৪৮
(B) ১৮৫২
(C) ১৮৬১
(D) ১৮৬৯

[spoiler title=”উত্তর ” ] (C) ১৮৬১
[/spoiler]

৫. আসামের কোন শহরে এশিয়ার বৃহত্তম শুকনো মাছের বাজার রয়েছে?

(A) টাংলা
(B) জাগিরোদ
(C) ধুবুড়ি
(D) তিনসুকিয়া

[spoiler title=”উত্তর ” ] (B) জাগিরোদ
[/spoiler]

৬. ভূপেন হাজারিকা কবে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন ?

(A) ১৯৯০
(B) ১৯৯২
(C) ১৯৯৩
(D) ১৯৯৭

[spoiler title=”উত্তর ” ] (B) ১৯৯২
[/spoiler]

৭. নিচের কোন স্থানটি আসামের রেইন ফরেস্ট এবং কোন জেলায় অবস্থিত ?

(A) সোনাই রূপাই (সোনিতপুর)
(B) জয়পুর (ডিব্রুগড়)
(C) সেসা (ডিব্রুগড়)
(D) মানস (কোকরাঝাড়)

[spoiler title=”উত্তর ” ] (B) জয়পুর (ডিব্রুগড়)
[/spoiler]

৮. ঐতিহাসিক আসাম চুক্তি স্বাক্ষরিত হয় কবে ?

(A) ১৫ই আগস্ট, ১৯৮৫
(B) ২৬ জানুয়ারী, ১৯৮৬
(C) ১৫ই আগস্ট, ১৯৮৬
(D) ১৫ই আগস্ট, ১৯৯০

[spoiler title=”উত্তর ” ] (A) ১৫ই আগস্ট, ১৯৮৫
[/spoiler]

৯. ‘আলি-আই-লিগাং’ একটি কৃষি-ভিত্তিক উৎসব পালিত হয় কাদের দ্বারা?

(A) বোডো
(B) খাসি
(C) মিসিং
(D) নাগা

[spoiler title=”উত্তর ” ] (C) মিসিং
[/spoiler]

দেখে নাওপশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর –  পার্ট ১ | একনজরে পশ্চিমবঙ্গ

১০. “মি-দম-মে-ফি” উৎসব প্রতি বছর পালিত হয় কবে ?

(A) ৩১শে জানুয়ারি
(B) ৩১শে জুলাই
(C) ৩১শে আগস্ট
(D) ৩১শে ডিসেম্বর

[spoiler title=”উত্তর ” ] (A) ৩১শে জানুয়ারি
[/spoiler]

১১. আসাম পুলিশ দিবস পালন করা হয় কবে ?

(A) ১৩ই জানুয়ারি
(B) ৪ঠা এপ্রিল
(C) ৮ই সেপ্টেম্বর
(D) ১লা অক্টোবর

[spoiler title=”উত্তর ” ] (D) ১লা অক্টোবর
[/spoiler]

১২. আসামের নিচের কোন জেলাকে প্রথম তামাকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে ?

(A) করিমগঞ্জ
(B) কামরূপ মেট্রো
(C) জোড়হাট
(D) গোলাঘাট

[spoiler title=”উত্তর ” ] (C) জোড়হাট
[/spoiler]

১৩. কোন সালে বোডো সাহিত্য সভা প্রতিষ্ঠিত হয়?

(A) ১৯৫২
(B) ১৯৫৬
(C) ১৯৫৯
(D) ১৯৭৮

[spoiler title=”উত্তর ” ] (A) ১৯৫২
[/spoiler]

১৪. অসমীয়া চলচ্চিত্র “শকুন্তলা” কে পরিচালনা করেন ?

(A) ভবেন্দ্র নাথ সাইকিয়া
(B) ডাঃ ভূপেন হাজারিকা
(C) বিদ্যুৎ চক্রবর্তী
(D) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা

[spoiler title=”উত্তর ” ] (B) ডাঃ ভূপেন হাজারিকা
[/spoiler]

১৫. কোনটি ছিল জ্যোতিপ্রসাদ আগরওয়ালা পরিচালিত দ্বিতীয় ছবি?

(A) জয়মতি
(B) ইন্দ্রমালতী
(C) মনুমতি
(D) সিরাজ

[spoiler title=”উত্তর ” ] (B) ইন্দ্রমালতী
[/spoiler]

To check our latest Posts - Click Here

1 2 3 4 5 6 7 8 9 10 11Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button