Mixed MCQ

250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK

Assam Gk Question Answer in Bengali

Most Important Assam GK MCQ PDF

১৬. কোনটি প্রথম অসমীয়া চলচ্চিত্র যা শ্রেষ্ঠ ফিচার চলচ্চিত্রের (বেস্ট ফীচার ফিল্ম ) জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক জিতেছিল?

(A) পুবেরুন
(B) শকুন্তলা
(C) মণিরাম দেবন
(D) রঙ্গা পুলিশ

উত্তর
(D) রঙ্গা পুলিশ

১৭. কোন বছরে অসমীয়া চলচ্চিত্র “হলোধিয়া চোরায়ে বাওধন খাই” ‘লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ রৌপ্য ও ব্রোঞ্জ লেপার্ড পুরস্কার জিতেছে ?

(A) ১৯৮৭
(B) ১৯৮৮
(C) ১৯৮৯
(D) ১৯৯০

উত্তর
(B) ১৯৮৮

১৮. ‘জাহ্নু বড়ুয়া’ পরিচালিত প্রথম ছবি ?

(A) ফিরিঙ্গোটি
(B) পাপোরি
(C) অপরূপা
(D) বনানী

উত্তর
(C) অপরূপা

১৯. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের আয়তন প্রায় কত ?

(A) ৪৩০ বর্গ কিমি
(B) ৫০০ বর্গ কিমি
(C) ৩৯০ বর্গ কিমি
(D) ৭২০ বর্গ কিমি

উত্তর
(A) ৪৩০ বর্গ কিমি

২০. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পাওয়া একটি নির্দিষ্ট প্রাণী প্রজাতির বিশ্বের জনসংখ্যার প্রায় ৯১% নিম্নলিখিতগুলির মধ্যে একটি?

(A) এশিয়ান হগ হরিণ
(B) পিগমি হগ
(C) এশিয়াটিক বন্য মহিষ
(D) হরিণ

উত্তর
(B) পিগমি হগ

২১. গোল্ডেন সিল্ক, ‘মুগা’ বিশ্বের মোট উৎপাদনের মধ্যে আসাম উৎপন্ন করে কত শতাংশ?

(A) ৬৯%
(B) ৭৯%
(C) ৮৯%
(D) ৯৯%

উত্তর
(D) ৯৯%

২২. নিচের কোন জাতীয় উদ্যান/বন্যপ্রাণী অভয়ারণ্যে গন্ডার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?

(A) মানস
(B) কাজিরাঙ্গা
(C) পবিটোরা
(D) নামরি

উত্তর
(C) পবিটোরা

২৩. আসাম রাজ্যে বনের সর্বোচ্চ ঘনত্ব ঘটে কোন জেলায় ?

(A) কার্বি আংলং জেলা
(B) ডিমা হাসাও জেলা
(C) গোয়ালপাড়া জেলা
(D) ধুবড়ি জেলা

উত্তর
(A) কার্বি আংলং জেলা

২৪. পানি দিহিং পাখির অভয়ারণ্য নিচের কোন জেলায় অবস্থিত ?

(A) জোড়হাট
(B) শিবসাগর
(C) গোলাঘাট
(D) ধেমাজি

উত্তর
(B) শিবসাগর

২৫. যিনি ১৯৪২ সালের আসামের বিপ্লবের প্রথম শহীদ ছিলেন কে ?

(A) কনকলতা বড়ুয়া
(B) কমলা মিরি
(C) কুশল কোনয়ার
(D) মণিরাম দেওয়ান

উত্তর
(A) কনকলতা বড়ুয়া

২৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নিচের কোনটির মধ্যে ইয়ান্ডাবু চুক্তি স্বাক্ষরিত হয় ?

(A) আহোম রাজা
(B) বার্মার রাজা
(C) কাছারি রাজা
(D) চুটিয়া রাজা

উত্তর
(B) বার্মার রাজা

২৭. ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ কি নামে পরিচিত?

(A) ফুলগুড়ি ধাওয়া
(B) পাথরঘাট রাইজমেল
(C) ইটাখুলীর যুদ্ধ
(D) উপরের কোনটি নয়

উত্তর
(A) ফুলগুড়ি ধাওয়া

২৮. মোয়ামোরিয়া বিদ্রোহের প্রথম পর্যায় শুরু হয়েছিল কবে ?

(A) ১৭৪৯
(B) ১৭৫৯
(C) ১৭৬৯
(D) ১৭৭৯

উত্তর
(C) ১৭৬৯

২৯. কোন সালে গোপীনাথ বর্দোলোই স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়ার জন্য গ্রেফতার হন ?

(A) ১৯১৫
(B) ১৯১৮
(C) ১৯২০
(D) ১৯২২

উত্তর
(D) ১৯২২

৩০. অসমিয়া ছাড়াও, আসাম রাজ্যের অন্য কোন ভাষা ভারতীয় সংবিধানের আট তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

(A) মিশিং
(B) রাভা
(C) তিওয়া
(D) বোডো

উত্তর
(D) বোডো

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button