250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK
Assam Gk Question Answer in Bengali

General knowledge: Assam State MCQ
৭৬. ইয়ান্ডাবো চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?
(A) ১৮০২
(B) ১৮২৬
(C) ১৮৩০
(D) ১৮৩২
৭৭. কোনটি প্রথম অসমীয়া উপন্যাস ?
(A) মিরিজিওরি
(B) পোদুম কুনওয়ারী
(C) ভানুমতি
(D) সুধর্মার উপাখ্যান
৭৮. আসামের রাজ্য সংগীত “ও মুর আপুনার দেশ” কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
(A) বাহি
(B) জোনাকি
(C) সুরভী
(D) জোনবিরি
৭৯. প্রথম অসমীয়া ম্যাগাজিন অরুণোদয় প্রকাশিত হয় কত সালে ?
(A) ১৮৩৬
(B) ১৮৪৬
(C) ১৮৭২
(D) ১৮৮২
৮০. “হেমকোষ” নামে একটি অভিধান সংকলনকারী প্রথম অসমিয়া কে ?
(A) ডিম্বেশ্বর নেওগ
(B) চন্দ্রধর বড়ুয়া
(C) হেমচন্দ্র গোস্বামী
(D) হেমচন্দ্র বড়ুয়া
৮১. “জ্ঞানপীঠ পুরস্কার” প্রাপ্ত প্রথম অসমীয়া কে?
(A) ইন্দিরা গোস্বামী
(B) বীরেন্দ্র কুমার ভট্টাচার্য
(C) ভূপেন হাজারিকা
(D) হেমচন্দ্র বড়ুয়া
৮২. আসামের মোট জেলার সংখ্যা কত ?
(A) ২৫
(B) ২৬
(C) ২৭
(D) ৩৪
৮৩. হিউয়েন স্যাং কার আমলে অসম এ এসেছিলেন ?
(A) পুষ্য সিংহ
(B) মহেন্দ্র বর্মণ
(C) ভাস্কর বর্মণ
(D) ব্রহ্ম পাল
৮৪. কোন সালে সুকাফা চরাইদেওতে আহোম রাজ্য প্রতিষ্ঠা করেন ?
(A) ১২৫৩
(B) ১২৭২
(C) ১২৯৬
(D) ১৩০৯
৮৫. সরাইঘাটের যুদ্ধ আহোম ও মুঘলদের মধ্যে সংঘটিত হয়েছিল কবে ?
(A) ১৬৫২
(B) ১৬৬৭
(C) ১৬৭০
(D) ১৬৭১
৮৬. মহাত্মা গান্ধী সর্বপ্রথম আসাম সফর করেন কত সালে ?
(A) ১৯১৮
(B) ১৯১৯
(C) ১৯২০
(D) ১৯২১
৮৭. সাহিত্য আকাদেমি পুরস্কার পাওয়া প্রথম বই কোনটি ?
(A) আইয়ারুইংগাম
(B) বনফুল
(C) অলকানন্দা
(D) পিঠাপুত্র
৮৮. আসামের প্রথম ব্যারিস্টার কে ?
(A) হালিরাম ডেকা
(B) প্রণব কুমার বড়ুয়া
(C) আনুন্দোরাম বড়ুয়া
(D) পারুল দাস
৮৯. এলাকা অনুযায়ী আসামের বৃহত্তম জেলা কোনটি ?
(A) বরপেটা
(B) কার্বি আংলং
(C) শিবসাগর
(D) ডিব্রুগড়
৯০. গরমপানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত ?
(A) গোলাঘাট
(B) শিবসাগর
(C) কার্বি আংলং
(D) ডিব্রুগড়
To check our latest Posts - Click Here