250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK
Assam Gk Question Answer in Bengali
Assam GK Questions
১০৬. “মারিয়াম আস্তিন আথাবা হীরা বড়ুয়া” বইটি কে লিখেছেন ?
(A) হীরেন গোহাইন
(B) রীতা চৌধুরী
(C) অরূপ কলিতা পটিঙ্গা
(D) রবীন্দ্র সরকার
১০৭. কোন অসমীয়া চলচ্চিত্র ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ?
(A) বসুন্ধরা
(B) ওথেলো
(C) বাঁধন
(D) অজেয়
১০৮. কোনটি আসামের প্রথম ভ্রাম্যমান থিয়েটার ?
(A) নটরাজ থিয়েটার
(B) হাঙ্গুল থিয়েটার
(C) কোহিনূর থিয়েটার
(D) আবাহন থিয়েটার
১০৯. শোভা ব্রহ্মা কিসের সাথে সংযুক্ত ছিলেন ?
(A) থিয়েটার
(B) চারুকলা
(C) সঙ্গীত
(D) ফুটবল
১১০. লাচিত দিবস কবে পালিত হয় ?
(A) ১৩ই জুন
(B) ১৮ই সেপ্টেম্বর
(C) ২২শে অক্টোবর
(D) ২৪শে নভেম্বর
১১১. অসম দিবস পালিত হয় কবে ?
(A) ৫ই মার্চ
(B) ১২ই আগস্ট
(C) ২৩শে অক্টোবর
(D) ২রা ডিসেম্বর
১১২. নিচের কোন কোন জেলার অংশ থেকে বক্সা জেলার সৃষ্টি হয়েছে?
(A) বরপেটা, নলবাড়ি ও কামরূপ
(B) গোয়ালপাড়া ও কোকরাঝাড়
(C) বোঙ্গাইগাঁও এবং কোকরাঝাড়
(D) দারাং, বরপেটা ও নলবাড়ি
১১৩. আয়তনের দিক থেকে আসামের সবচেয়ে ছোট জেলা কোনটি ?
(A) চিরং
(B) দক্ষিণ সালমারা-মানকাচর
(C) কামরূপ মেট্রো
(D) উদলগুড়ি
১১৪. ২০১৫ সালে ‘বিশ্বরত্ন ডক্টর ভূপেন হাজারিকা ইন্টারন্যাশনাল সলিডারিটি অ্যাওয়ার্ড’-এর প্রাপক কে ?
(A) শ্যাম বেনেগাল
(B) আমজাদ আলী
(C) অমল পালেকার
(D) অদুর গোপালকৃষ্ণন
১১৫. নিচের মধ্যে কে রামায়ণের প্রথম অসমীয়া অনুবাদক ?
(A) রাম সরস্বতী
(B) মাধব কান্দালি
(C) অনন্ত কান্দালি
(D) শঙ্করদেব
১১৬. সঙ্গীত নাটক আকাদেমি কর্তৃক পুরস্কৃত প্রথম অসমীয়া মহিলা কে?
(A) সুদক্ষিণা সরমা
(B) অনুপমা ভট্টাচার্য
(C) প্রতিমা পান্ডে বড়ুয়া
(D) আইডিও হ্যান্ডিক
১১৭. রজনীকান্ত বর্দোলোয়ের প্রথম উপন্যাস কি ?
(A) নির্মল ভকত
(B) মিরি জিওরি
(C) মনোমতি
(D) দন্ডুয়াদ্রঃ
১১৮. কোন আহোম রাজার রাজত্বকালে মুঘলদের বিরুদ্ধে নির্ণায়ক জয়ের মাধ্যমে সরাইঘাট যুদ্ধের সমাপ্তি ঘটে ?
(A) চক্রধ্বজ সিংহ
(B) উদয়াদিত্য সিংহ
(C) জয়ধ্বজ সিংহ
(D) প্রতাপ সিংহ
১১৯. কোন আহোম রাজা ‘বোরবারুয়া’ ও ‘বরফুকান’ পদ সৃষ্টি করেছিলেন ?
(A) প্রতাপ সিংহ
(B) দিহিঙ্গিয়া রাজা
(C) রাজেশ্বর সিংহ
(D) লক্ষ্মী সিংহ
১২০. ‘ভক্তি রত্নাবলী’ গ্রন্থটি কে লিখেছেন?
(A) শঙ্করদেব
(B) মাধব কন্দলী
(C) মাধবদেব
(D) হেমা সরস্বতী
To check our latest Posts - Click Here