250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK
Assam Gk Question Answer in Bengali

আসাম এর কিছু তথ্য আসামের সাধারণ জ্ঞান
৯১. প্রাচীনকালে আসাম কোন নামে পরিচিত ছিল ?
(A) কোলিয়াবোর
(B) গুয়াহাটি
(C) প্রাগজ্যোতিষপুর
(D) চড়াইদেও
৯২. কোন পাহাড়ের চূড়ায় কামাখ্যা মন্দির অবস্থিত ?
(A) নীলাচল পাহাড়
(B) চিত্রাচল পাহাড়
(C) সন্ধ্যাচল পাহাড়
(D) যোগিনী পাহাড়
৯৩. কোন সালে আসামের রাজধানী শিলং থেকে দিসপুরে স্থানান্তরিত হয় ?
(A) ১৯৫০
(B) ১৯৫৫
(C) ১৯৭১
(D) ১৯৭৩
৯৪. অসম সাহিত্য সভা সর্বপ্রথম স্থাপিত হয় কত সালে ?
(A) ১৯০২
(B) ১৯১২
(C) ১৯১৭
(D) ১৯২১
৯৫. অসম সাহিত্য সভার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
(A) কামরূপ
(B) শিবসাগর
(C) বরপেটা
(D) ধুবুরি
৯৬. অসম সাহিত্য সভার প্রথম সভাপতি ছিলেন কে ?
(A) লক্ষ্মীনাথ বেজবড়োয়া
(B) পদ্মনাথ গোহাইন বড়ুয়া
(C) হেমচন্দ্র গোস্বামী
(D) রজনীকান্ত বর্দোলোই
৯৭. আসামে জাতীয় উদ্যানের মোট সংখ্যা কত ?
(A) ৩
(B) ৪
(C) ৬
(D) ৭
৯৮. ব্রহ্মপুত্র নদের উপর মোট সেতুর সংখ্যা কত ?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
৯৯. নরনারায়ণ সেতু পঞ্চরত্ন শহরকে কোন শহরের সাথে সংযুক্ত করেছে ?
(A) কালিবোর
(B) তেজপুর
(C) বোঙ্গাইগাঁও
(D) যোগীঘোপা
১০০. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
(A) বিষ্ণুরাম মেধী
(B) তরুণ রাম ফুকন
(C) গোপীনাথ বর্দোলোই
(D) উপরের কোনটি নয়
১০১. শ্রীমন্ত শঙ্করদেব জন্মগ্রহণ করেন কত সালে ?
(A) ১৩৫২
(B) ১৪৩২
(C) ১৪৪৯
(D) ১৪৬৫
১০২. প্রথম অসমীয়া ছবি জয়মতি মুক্তি পায় কত সালে ?
(A) ১৯২২
(B) ১৯৩৫
(C) ১৯৩৮
(D) ১৯৪২
১০৩. অভিরুচি ক্রীড়া দিবস পালিত হয় কবে ?
(A) ১৩ই জানুয়ারী
(B) ১২ই আগস্ট
(C) ৩০শে আগস্ট
(D) ৩রা সেপ্টেম্বর
১০৪. ভোগেশ্বর বড়ুয়া এশিয়ান গেমসে কবে পদক জিতেছেন ?
(A) ১৯৬২
(B) ১৯৬৬
(C) ১৯৭৮
(D) ১৯৭২
১০৫. আসামের আহোম রাজ্যের শেষ রাজা কে ছিলেন ?
(A) গোবর রোজা
(B) সুতানফা
(C) পুরন্দর সিংহ
(D) যোগেশ্বর সিংহ
To check our latest Posts - Click Here