Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২০

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২০

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৬৯১. মহাত্মা গান্ধী কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন  ?

(A) একবার
(B) দুইবার
(C) তিনবার
(D) চারবার 

উত্তর :
(A) একবার

মহাত্মা গান্ধী একবার মাত্র  (১৯২৪ সালে )  ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। অধিবেশনটি কর্ণাটকের বেলগামে হয়েছিল।


৩৬৯২. সাধারণ মাছি নিম্নলিখিত কোন রোগগুলি প্রধান বাহক ?

(A) ম্যালেরিয়া, কলেরা, রেবিস
(B) রেবিস ,রিকেট , ডায়রিয়া
(C) টাইফয়েড, আমাশয়
(D) দাদ, স্কার্ভি , বমি 

উত্তর :
(C) টাইফয়েড, আমাশয়

সাধারণ মাছি দ্বারা ছড়িয়ে পড়া প্রধান রোগগুলি হলো রোগ টাইফয়েড, আমাশয় এবং যক্ষ্মা।


[ আরো দেখুনসাধারণ জ্ঞান MCQ – সেট ২১৯

৩৬৯৩. “মোস্ট ফেভারড নেশন (Most Favoured Nation ) ” শব্দটি নিম্নলিখিত কোন সংস্থার সাথে সম্পর্কিত?

(A) WTO
(B) ASEAN
(C) SAARC
(D) World Bank

উত্তর :
(A) WTO

“মোস্ট ফেভারড নেশন (Most Favoured Nation ) ” শব্দটি WTO এর সাথে সম্পর্কিত । বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization ) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।


৩৬৯৪. পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল নিম্নলিখিত কোন সময়ে ?

(A) ১৯৯০-১৯৯২
(B) ১৯৮৭-১৯৯০
(C) ১৯৯২-১৯৯৪
(D) ২০০২-২০০৫


[ আরো দেখুন : সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৮ ] 

৩৬৯৫. নিচের কোনটি জোড়াটি সঠিক ?

(A) ৪৯ তম সমান্তরাল লাইন – আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা
(B) ৩৮ তম সমান্তরাল লাইন – চীন এবং উত্তর কোরিয়া
(C) ডুরান্ড লাইন – ভারত এবং পাকিস্তান
(D) র‌্যাডক্লিফ লাইন – ভারত এবং শ্রীলঙ্কা

উত্তর :
(A) ৪৯ তম সমান্তরাল লাইন – আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা

৪৯ তম সমান্তরাল লাইন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত নির্ধারণকারী ।


৩৬৯৬. তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপরে অবস্থিত নদীর স্ট্যানলি  জলাশয়টি নিম্নলিখিত কোন নামে বেশি পরিচিত ?

(A) গ্র্যান্ড অ্যানিকুট বাঁধ
(B) আলিয়ার বাঁধ
(C) মেট্টুর বাঁধ
(D) কলনাই বাঁধ


[ আরো দেখুন : সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৭ ] 

৩৬৯৭. ভারতীয় সংবিধানে কতগুলি রিট বা লেখ উল্লিখিত রয়েছে ?

(A)
(B)
(C)
(D)



৩৬৯৮. মোগল সম্রাট জাহাঙ্গীরের বিয়ে হয়েছিল নূর জাহানের সাথে। নূর জাহানের আসল নাম কী ছিল?

(A) মেহের-উন-নিসা
(B) হযরত মহল
(C) যোধা বাই
(D) আঞ্জুমান বানু বেগম 

উত্তর :
(A) মেহের-উন-নিসা

নূর জাহান (১৫৭৭ – ১৬৪৫) একজন মুঘল সম্রাজ্ঞী যাঁর পিতৃদত্ত নাম ছিল মেহের উন নিসা । ইনি মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন । নুরজাহান কথাটির অর্থ জগতের আলো ।


[ আরো দেখুন : সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৬ ] 

৩৬৯৯. পেরিয়ার জাতীয় উদ্যানটি কোথায় রাজ্যে অবস্থিত ?

(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) কেরালা 

উত্তর :
(D) কেরালা

পেরিয়ার জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালার কোট্টায়াম, ইদুক্কি, এবং পাঠানথিত্তা জেলাগুলি জুড়ে অবস্থিত ।


৩৭০০. চামেরা বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) ওড়িশা
(B) হিমাচল প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর :
(B) হিমাচল প্রদেশ

হিমাচলপ্রদেশে রবি নদীর ওপরে অবস্থিত চামেরা বাঁধ ।

দেখে নিন ভারতের বিভিন্ন রাজ্যের বাঁধ সম্পর্কিত বাংলা কুইজের নোটটি ।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button