Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭৫। Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 275

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭৫

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪২৪১. ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট – এর সাধারণ নাম কী?

(A) ব্লিচিং পাউডার
(B) প্লাস্টার অফ প্যারিস
(C) সার্ফ
(D) সাবান

[spoiler title=”উত্তর : “] (B) প্লাস্টার অফ প্যারিস

প্লাস্টার অফ প্যারিস – এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট  । সংকেত – CaSO4·½H2O

[/spoiler]

৪২৪২. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ?

(A) যমুনা
(B) কোসি
(C) গঙ্গোত্রী
(D) যামুনেত্রী 

[spoiler title=”উত্তর : “] (A) যমুনা

দেখে নাও ভারতের নদীতীরবর্তী প্রসিদ্ধ শহরের তালিকা – Click Here 

[/spoiler]

৪২৪৩. ১ নিবল(Nibble)= ?

(A) ৪ বিট
(B) ৮ বিট
(C) ৮ কিলোবাইট
(D) ১৬ কিলোবাইট

[spoiler title=”উত্তর : “] (A) ৪ বিট

৪ বিটে ( Bits ) – এ এক নিবল হয়। ৮ বিটে ( Bits ) – এ এক বাইট হয়।

[/spoiler]

৪২৪৪. ভারতের জনসংখ্যা ও আয়তন অনুসারে ক্ষুদ্রতম রাজ্য হল যথাক্রমে :

(A) গোয়া, গোয়া
(B) সিকিম,সিকিম
(C) গোয়া,সিকিম
(D) সিকিম, গোয়া

[spoiler title=”উত্তর : “] (D) সিকিম, গোয়া [/spoiler]

৪২৪৫. “Dreams from My Father: A Story of Race and Inheritance”- বইটির লেখক কে?

(A) ইন্দিরা গান্ধী
(B) ইভানা ট্রাম্প
(C) বারাক ওবামা
(D) সানিয়া মির্জা

[spoiler title=”উত্তর : “] (C) বারাক ওবামা

বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি। ২০১২ খ্রিষ্টাব্দের নভেম্বর তিনি দ্বিতীয় বারের জন্যে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন। ৯ অক্টোবর, ২০০৯ খ্রিস্টাব্দে তারিখে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ২০১৭ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন।

[/spoiler]

৪২৪৬. মার্চাল্লি স্কেল (Mercalli scale) ব্যাবহার করে নিন্মের কোনটির মাধ্যমে হওয়া ধ্বংসের পরিমাপ করা হয়?(১-১২ থেকে স্কেলের মধ্যে)

(A) ভূমিকম্প
(B) ঘূর্ণিঝড়
(C) বন্যা
(D) উল্কাপাত

[spoiler title=”উত্তর : “] (A) ভূমিকম্প

মার্চাল্লি স্কেল লিনিয়ার এবং রিখটার স্কেল লোগারিথমিক।

[/spoiler]


৪২৪৭. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) রাজা রামমোহন রায়
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) হেনরি ভিভিয়ান ডিরোজিও
(D) জ্যোতিবা ফুলে

[spoiler title=”উত্তর : “] (B) দেবেন্দ্রনাথ ঠাকুর

তত্ত্ববোধিনী সভা হল ব্রাহ্মধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সমিতি। রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ ক্রমশ দুর্বল হয়ে পড়লে দেবেন্দ্রনাথ ঠাকুর একে পুনরুজ্জীবিত করেন এবং এর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে তিনি ১৮৩৯ সালের ৬ অক্টোবর তত্ত্বরঞ্জিনী সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে রামচন্দ্র বিদ্যাবাগীশ এই সভার দ্বিতীয় অধিবেশনে সভার নতুন নামকরণ করেন তত্ত্ববোধিনী সভা।

[/spoiler]

৪২৪৮. Jumhuriyat Misr al-Arabiyah দেশটিকে আমরা কী নামে চিনি?

(A) সুদান
(B) মিশর
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) ইরান

[spoiler title=”উত্তর : “] (B) মিশর [/spoiler]

৪২৪৯. ব্যাংকের ক্ষেত্রে RTGS কথার অর্থ কী?

(A) Real Time Gross Subscription
(B) Real Time Gross Settlement
(C) Real Tax Generating System
(D) Rational Tax Generating System

[spoiler title=”উত্তর : “] (B) Real Time Gross Settlement

RTGS -এর মাধ্যমে টাকা পাঠালে তৎক্ষণাৎ টাকা ট্রান্সফার হয়ে যায় ।

[/spoiler]

৪২৫০. ১ গুগোল – এ (Googol) কতগুলি শূন্য থাকে?

(A)
(B) ১০০০
(C) ১০
(D) ১০০

[spoiler title=”উত্তর : “] (D) ১০০ [/spoiler]

আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button