গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন MCQ – সেট ৩১৪
General Knowledge in Bangla Practice Set – 314
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন | সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – সেট ৩১৪
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন MCQ ) সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন MCQ – General Knowledge in Bangla:
৪৬৪১. Butterfly শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
(A) কাবাডি
(B) সুইমিং
(C) ভলিবল
(D) টেবিল টেনিস
দেখে নাও বিভিন্ন খেলার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ শব্দের তালিকা – Click Here .
৪৬৪২. পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলি জেলা রয়েছে?
(A) ১৯
(B) ২১
(C) ২২
(D) ২৩
দেখে নাও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিভাগ ও জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here
৪৬৪৩. Nelumbo nucifera কার বিজ্ঞানসম্মত নাম?
(A) গোলাপ ফুল
(B) জবা ফুল
(C) টগর ফুল
(D) পদ্মফুল
দেখে নাও বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের বিজ্ঞানসম্মত নামের তালিকা – Click Here
৪৬৪৪. ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মডেল জেতেন?
(A) দীপা মালিক
(B) দীপিকা কুমারী
(C) ঋতু ফোগাট
(D) জয়ন্তী বেহেরা
দেখে নাও ভারতের গুরুত্বপূর্ণ প্রথম মহিলাদের তালিকা – Click Here
৪৬৪৫. ১ Fathom= ? ফিট .
(A) ০.৮৩
(B) ১২
(C) ৬
(D) ০.১৬
দেখে নাও বিভিন্ন পদ্ধতিতে এককের রূপান্তরের তালিকা – Click Here
৪৬৪৬. ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয়নি?
(A) নাগাল্যান্ড
(B) ত্রিপুরা
(C) কেরালা
(D) গোয়া
৪৬৪৭. Bandhavgarh Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) রাজস্থান
(B) হরিয়ানা
(C) মধ্যপ্রদেশ
(D) গুজরাট
দেখে নাও ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা – Click Here
৪৬৪৮. ভারতের পশ্চিমতম রেলওয়ে স্টেশন কোনটি?
(A) কচ্ছ
(B) নগৌর
(C) ওখা
(D) নালিয়া
দেখে নাও ভারতীয় রেলওয়ে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – Click Here
৪৬৪৯. ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চলে অবস্থিত?
(A) কেরালা
(B) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
(C) তামিলনাড়ু
(D) পুদুচেরি
ভারতের
- উত্তরতম পয়েন্ট – ইন্দিরা কল
- দক্ষিণতম পয়েন্ট – ইন্দিরা পয়েন্ট
- পূর্বতম পয়েন্ট – কিবিথু
- পশ্চিমতম পয়েন্ট – গুহার মতি
৪৬৫০. PAN Card এ P কথার পুরো অর্থ কী?
(A) Permanent
(B) Personal
(C) Protacted
(D) Professional
PAN = Permanent Account Number
PAN নম্বর একটি ১০ ক্যারেক্টার-এর আলফানিউমেরিক কোড।
আরো দেখে নাও :
গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন MCQ – সেট ৩১৩
ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড
সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
To check our latest Posts - Click Here