বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – ভারতের প্রথম মহিলা – PDF
List of First Woman of India
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – ভারতের প্রথম মহিলা
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা : প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের প্রথম মহিলাদের নিয়ে একটি তালিকা। কোন ক্ষেত্রে প্রথম কোন ভারতীয় মহিলা কৃতিত্ব অর্জন করেছিলেন তার একটি সুন্দর তালিকা আজকের এই পোস্টে পেয়ে যাবে ।
PDF Download Link is provided at the bottom of this post.
Love BanglaQuiz and the Team’s Hardwork? Show us your love by subscribing to our channel. To Subscribe, Click Here
কোন ক্ষেত্রে কোন ভারতীয় মহিলা প্রথম
বিভিন্ন ক্ষেত্র এবং সেই ক্ষেত্রে কোন ভারতীয় মহিলা প্রথম তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।
নং | ক্ষেত্র | প্রথম মহিলা |
---|---|---|
১ | প্রথম মহিলা প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী (১৯৬৬-৬৭,) |
২ | প্রথম মহিলা রাষ্ট্রপতি | প্রতিভা পাটিল(২০০৭-১২) |
৩ | ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখমন্ত্রী | সুচেতা কৃপালিনী (১৯৬৩-৬৭,উত্তরপ্রদেশ) |
৪ | ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল | সরোজিনী নাইডু (১৯৪৭-৪৯,উত্তরপ্রদেশ) |
৫ | ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী | রাজকুমারী বিবিজী অমৃত কাউর |
৬ | ভারতের লোকসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল | স্নেহলতা শ্রীবাস্তব (২০১৭-বর্তমান ) |
৭ | ভারতের রাজ্যসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল | ভি.এস.রামাদেবী (১৯৯৩-১৯৯৭) |
৮ | ভারতের লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ | মিরা কুমার (২০০৯-২০১৪) |
৯ | রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা প্রার্থী | রুক্সিনী দেবী অরুন্ধালে (১৯৫২) |
১০ | রাজ্যসভার প্রথম মহিলা চেয়ারপারসন | ভায়োলেট হরি আলবা (১৯৬২) |
১১ | ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত | সি.ভি.মুথাম্মা (১৯৭০) |
১২ | ভারতের কোন রাজ্যের বিধানসভার প্রথম মহিলা অধ্যক্ষ | সান্নো দেবী (১৯৬৬-৬৭,হরিয়ানা ) |
১৩ | প্রথম বিদেশ সচিব | চোকিলা আইয়ার(২০০৯-১২) |
১৪ | ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনর | ভি.এস.রামাদেবী (১৯৯০) |
১৫ | ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক | মীরা সাহিব ফাতিমা বিবি (১৯৮৯-৯২) |
১৬ | ভারতের কোন হাই কোর্টের প্রথম মহিলা বিচারপতি | লীলা শেঠ (১৯৯১-৯২,হিমাচল প্রদেশ হাই কোর্ট ) |
১৭ | ইউপিএসসি এর প্রথম মহিলা চেয়ারম্যান | রোস মিলিয়ন বাথিউ (১৯৯২-৯৬) |
১৮ | ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার | আন্না রাজন মালহোত্রা (১৯৫১) |
১৯ | ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার | কিরণ বেদী (১৯৭২) |
২০ | জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন | জয়ন্তী পট্টনায়ক (১৯৯২-৯৫) |
২১ | ভারতের প্রথম মহিলা স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু (কলকাতা বিশ্ববিদ্যালয় ,১৮৮২) |
২২ | ভারতের প্রথম মহিলা সম্মানিক স্নাতক | কামিনী রায় (বেথুন কলেজ,সংস্কৃত ,১৮৮৬) |
২৩ | এমবিবিএস ডিগ্রী প্রাপক প্রথম ভারতীয় মহিলা | কাদম্বিনী গাঙ্গুলী( ১৮৮৬) |
২৪ | ভারতের প্রথম মহিলা ট্রেন চালক | সুরেখা যাদব (১৯৮৮) |
২৫ | ভারতের প্রথম মহিলা বিমান চালক | সরলা ঠকরাল(১৯৩৬) |
২৬ | ভারতের প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট | প্রেম মাথুর (১৯৪৭, ডেকেন এয়ারওয়ে) |
২৭ | প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল | পি বন্দ্যোপাধ্যায় (২০০২) . |
২৮ | ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল | পুনীতা অরোরা। |
২৯ | প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ | কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। |
৩০ | প্রথম ভারতরত্ন প্রাপক মহিলা | ইন্দিরা গান্ধী (১৯৭১) |
৩১ | নোবেলজয়ী প্রথম ভারতীয় মহিলা | মাদার টেরিজা (১৯৭৯) |
৩২ | জ্ঞানপীঠ পুরুস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা | আশাপূর্ণা দেবী (১৯৭৬) |
৩৩ | বুকার পুরুস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা | অরুন্ধতী রায় (‘দা গড অফ স্মল থিংস’,১৯৯৭) |
৩৪ | পদ্মবিভূষণ প্রাপক প্রথম মহিলা | জানকি দেবী বাজাজ (১৯৫৬) |
৩৫ | পদ্মভূষণ প্রাপক প্রথম মহিলা | এম. এস. সুব্বুলক্ষ্মী(১৯৫৪) |
৩৬ | পদ্মশ্রী প্রাপক প্রথম মহিলা ক্রীড়াবিদ | আরতি সাহা (১৯৬০) |
৩৭ | দাদাসাহেব ফালকে পুরুস্কার প্রাপক প্রথম মহিলা | দেবীকা রানী (১৯৬৯) |
৩৮ | প্রথম সাহিত্য একাডেমি পুরুস্কার বিজয়ী মহিলা | অমৃতা প্রীতম (১৯৫৬) |
৩৯ | নরম্যান বরোলং পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা | ডঃ অমৃতা পাটিল (১৯৯২) |
৪০ | অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা | কর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন,ব্রোঞ্জ,সিডনি অলিম্পিক-২০০০) |
৪১ | এশিয়ান গেমসে স্বর্ণ পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা | কমলজিৎ সাঁধু (অ্যাথলিট,এশিয়ান গেমস -১৯৭০) |
৪২ | দ্রোণাচার্য পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা | সুনিতা শর্মা (ক্রিকেট ,২০০৪) |
৪৩ | রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা | কর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন,১৯৯৫-৯৬) |
৪৪ | অর্জুন পুরষ্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা | স্টেফি ডিসুজা (হকি,১৯৬৩) |
৪৫ | প্রথম ভারতীয় মিস ইউনিভার্স বিজয়ী | সুস্মিতা সেন(১৯৯৪) |
৪৬ | প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড সম্মান প্রাপক | রীতা ফারিয়া (১৯৬৬) |
৪৭ | ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা | আরতি সাহা (১৯৫৯) |
৪৮ | আন্টার্কটিকায় পদার্পনকারী প্রথম ভারতীয় মহিলা | মেহর মুসা (১৯৭৬). |
৪৯ | মাউন্ট এভারেস্টজয়ী প্রথম ভারতীয় মহিলা | বাচেন্দ্রি পাল (১৯৮৪) |
৫০ | সাতটি মহাদেশের পর্বতশৃঙ্গ আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা | প্রেমলতা আগারওয়াল। |
৫১ | দুবার এভারেস্টজ আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা | সন্তোষ যাদব। |
৫২ | দূরদর্শনে খবর পাঠ করা প্রথম ভারতীয় মহিলা | প্রতিমা পুরী (১৯৫৯) |
৫৩ | ভারতীয় চলচ্চিত্র জগতে প্রথম অভিনেত্রী | দেবীকা রানি। |
৫৪ | ভারতের প্রজাতন্ত্রদিবসের প্রথম মহিলা প্যারেড অ্যাডজুট্যান্ট | তানিয়া শার্গিল(২০২০) |
৫৫ | ইন্ডিয়ান ব্যাংকস এসোসিয়েশনের প্রথম মহিলা চেয়ারপারসন | ঊষা অনন্ত শুভ্রামানিয়ম(২০১৭-১৮) |
আরো দেখে নাও: [ ভারতের প্রথম ঘটনাবলি ]
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মিরা সাহিব ফাতিমা বিবি।
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ।
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
সুচেতা কৃপালনী
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
সরোজিনী নাইডু
নিচের ডাউলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।
Download Section
- File Size : 300 KB
- No of Pages : 04
- Language : Bengali
- Format : PDF
এরকম আরও কিছু পোস্ট :
To check our latest Posts - Click Here