General Knowledge Notes in BengaliMixed MCQ

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – ভারতের প্রথম মহিলা – PDF

List of First Woman of India

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – ভারতের প্রথম মহিলা

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা : প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের প্রথম মহিলাদের নিয়ে একটি তালিকা। কোন ক্ষেত্রে প্রথম কোন ভারতীয় মহিলা কৃতিত্ব অর্জন করেছিলেন তার একটি সুন্দর তালিকা আজকের এই পোস্টে পেয়ে যাবে ।

PDF Download Link is provided at the bottom of this post.

Love BanglaQuiz and the Team’s Hardwork? Show us your love by subscribing to our channel. To Subscribe, Click Here

কোন ক্ষেত্রে কোন ভারতীয় মহিলা প্রথম

বিভিন্ন ক্ষেত্র এবং সেই ক্ষেত্রে কোন ভারতীয় মহিলা প্রথম তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।

নংক্ষেত্রপ্রথম মহিলা
প্রথম মহিলা প্রধানমন্ত্রীইন্দিরা গান্ধী (১৯৬৬-৬৭,)
প্রথম মহিলা রাষ্ট্রপতিপ্রতিভা পাটিল(২০০৭-১২)
ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখমন্ত্রীসুচেতা কৃপালিনী (১৯৬৩-৬৭,উত্তরপ্রদেশ)
ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপালসরোজিনী নাইডু (১৯৪৭-৪৯,উত্তরপ্রদেশ)
ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রীরাজকুমারী বিবিজী অমৃত কাউর
ভারতের লোকসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেলস্নেহলতা শ্রীবাস্তব (২০১৭-বর্তমান )
ভারতের রাজ্যসভার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেলভি.এস.রামাদেবী (১৯৯৩-১৯৯৭)
ভারতের লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষমিরা কুমার (২০০৯-২০১৪)
রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা প্রার্থীরুক্সিনী দেবী অরুন্ধালে (১৯৫২)
১০রাজ্যসভার প্রথম মহিলা চেয়ারপারসনভায়োলেট হরি আলবা (১৯৬২)
১১ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূতসি.ভি.মুথাম্মা (১৯৭০)
১২ভারতের কোন রাজ্যের বিধানসভার প্রথম মহিলা অধ্যক্ষসান্নো দেবী (১৯৬৬-৬৭,হরিয়ানা )
১৩প্রথম বিদেশ সচিবচোকিলা আইয়ার(২০০৯-১২)
১৪ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনরভি.এস.রামাদেবী (১৯৯০)
১৫ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারকমীরা সাহিব ফাতিমা বিবি (১৯৮৯-৯২)
১৬ভারতের কোন হাই কোর্টের প্রথম মহিলা বিচারপতিলীলা শেঠ (১৯৯১-৯২,হিমাচল প্রদেশ হাই কোর্ট )
১৭ইউপিএসসি এর প্রথম মহিলা চেয়ারম্যানরোস মিলিয়ন বাথিউ (১৯৯২-৯৬)
১৮ভারতের প্রথম মহিলা আইএএস অফিসারআন্না রাজন মালহোত্রা (১৯৫১)
১৯ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকিরণ বেদী (১৯৭২)
২০জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসনজয়ন্তী পট্টনায়ক (১৯৯২-৯৫)
২১ভারতের প্রথম মহিলা স্নাতককাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু
(কলকাতা বিশ্ববিদ্যালয় ,১৮৮২)
২২ভারতের প্রথম মহিলা সম্মানিক স্নাতককামিনী রায় (বেথুন কলেজ,সংস্কৃত ,১৮৮৬)
২৩এমবিবিএস ডিগ্রী প্রাপক প্রথম ভারতীয় মহিলাকাদম্বিনী গাঙ্গুলী( ১৮৮৬)
২৪ভারতের প্রথম মহিলা ট্রেন চালকসুরেখা যাদব (১৯৮৮)
২৫ভারতের প্রথম মহিলা বিমান চালকসরলা ঠকরাল(১৯৩৬)
২৬ভারতের প্রথম মহিলা কমার্শিয়াল পাইলটপ্রেম মাথুর (১৯৪৭, ডেকেন এয়ারওয়ে)
২৭প্রথম মহিলা এয়ার ভাইস মার্শালপি বন্দ্যোপাধ্যায় (২০০২) .
২৮ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেলপুনীতা অরোরা।
২৯প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশকাঞ্চন চৌধুরী ভট্টাচার্য।
৩০প্রথম ভারতরত্ন প্রাপক মহিলাইন্দিরা গান্ধী (১৯৭১)
৩১নোবেলজয়ী প্রথম ভারতীয় মহিলামাদার টেরিজা (১৯৭৯)
৩২জ্ঞানপীঠ পুরুস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাআশাপূর্ণা দেবী (১৯৭৬)
৩৩বুকার পুরুস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাঅরুন্ধতী রায় (‘দা গড অফ স্মল থিংস’,১৯৯৭)
৩৪পদ্মবিভূষণ প্রাপক প্রথম মহিলাজানকি দেবী বাজাজ (১৯৫৬)
৩৫পদ্মভূষণ প্রাপক প্রথম মহিলাএম. এস. সুব্বুলক্ষ্মী(১৯৫৪)
৩৬পদ্মশ্রী প্রাপক প্রথম মহিলা ক্রীড়াবিদআরতি সাহা (১৯৬০)
৩৭দাদাসাহেব ফালকে পুরুস্কার প্রাপক প্রথম মহিলাদেবীকা রানী (১৯৬৯)
৩৮প্রথম সাহিত্য একাডেমি পুরুস্কার বিজয়ী মহিলাঅমৃতা প্রীতম (১৯৫৬)
৩৯নরম্যান বরোলং পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাডঃ অমৃতা পাটিল (১৯৯২)
৪০অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন,ব্রোঞ্জ,সিডনি অলিম্পিক-২০০০)
৪১এশিয়ান গেমসে স্বর্ণ পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকমলজিৎ সাঁধু (অ্যাথলিট,এশিয়ান গেমস -১৯৭০)
৪২দ্রোণাচার্য পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাসুনিতা শর্মা (ক্রিকেট ,২০০৪)
৪৩রাজীব গান্ধী খেলরত্ন
পুরষ্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা
কর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন,১৯৯৫-৯৬)
৪৪অর্জুন পুরষ্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলাস্টেফি ডিসুজা (হকি,১৯৬৩)
৪৫প্রথম ভারতীয় মিস ইউনিভার্স বিজয়ীসুস্মিতা সেন(১৯৯৪)
৪৬প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড সম্মান প্রাপকরীতা ফারিয়া (১৯৬৬)
৪৭ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলাআরতি সাহা (১৯৫৯)
৪৮আন্টার্কটিকায় পদার্পনকারী প্রথম ভারতীয় মহিলামেহর মুসা (১৯৭৬).
৪৯মাউন্ট এভারেস্টজয়ী প্রথম ভারতীয় মহিলাবাচেন্দ্রি পাল (১৯৮৪)
৫০সাতটি মহাদেশের পর্বতশৃঙ্গ আরোহণকারী প্রথম ভারতীয় মহিলাপ্রেমলতা আগারওয়াল।
৫১দুবার এভারেস্টজ আরোহণকারী প্রথম ভারতীয় মহিলাসন্তোষ যাদব।
৫২দূরদর্শনে খবর পাঠ করা প্রথম ভারতীয় মহিলাপ্রতিমা পুরী (১৯৫৯)
৫৩ভারতীয় চলচ্চিত্র জগতে প্রথম অভিনেত্রীদেবীকা রানি।
৫৪ভারতের প্রজাতন্ত্রদিবসের প্রথম মহিলা প্যারেড অ্যাডজুট্যান্টতানিয়া শার্গিল(২০২০)
৫৫ইন্ডিয়ান ব্যাংকস এসোসিয়েশনের প্রথম মহিলা চেয়ারপারসনঊষা অনন্ত শুভ্রামানিয়ম(২০১৭-১৮)
List of First Woman of India

আরো দেখে নাও: [ ভারতের প্রথম ঘটনাবলি ]

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?

ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মিরা সাহিব ফাতিমা বিবি।

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ।

ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?

সুচেতা কৃপালনী

ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?

সরোজিনী নাইডু

নিচের ডাউলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Size : 300 KB
  • No of Pages : 04
  • Language : Bengali
  • Format : PDF

এরকম আরও কিছু পোস্ট :

সরলা ঠাকরাল – ভারতের প্রথম মহিলা পাইলট
বিশ্বে প্রথম মহিলা তালিকা – First Woman in the World – PDF
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – PDF
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমারা
ভারতের প্রথম ঘটনাবলি | First events in India

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button