General Knowledge Notes in Bengali

World Malala Day – 12 July | বিশ্ব মালালা দিবস: 12 জুলাই

মালালা ইউসুফজাই কুইজ প্রশ্নোত্তর

World Malala Day : আজ ১২ই জুলাই। সারা বিশ্বজুড়ে আজকের দিনে পালিত হয় World Malala Day বা বিশ্ব মালালা দিবস বা আন্তর্জাতিক মালালা দিবস।

মালালা দিবস কেন পালন করা হয় ?

আজকের দিনে ২০১৩ সালে মালালা ইউসুফজাই মাত্র ১৬ বছর বয়সে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তরে নারী শিক্ষা নিয়ে বক্তৃতা দেন। তার বক্তৃতা তে উদ্বুদ্ধ হয়ে সেই বছর থেকে প্রতিবছর বিশ্ব মালালা দিবস পালন করা হয় । উল্লেখ্য যে মালালা ইউসুফজাই কিন্তু এই ১২ই জুলাই ১৯৯৭ সালেই জন্মগ্রহণ করেছিলেন। সেই অর্থে ১২ই জুলাই দিনটি তাঁর জীবনে সত্যিই একটি গুরুত্বপূর্ণ দিন।

মালালা ইউসুফজাই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আজকে এই দিবসে দেখে নেওয়া যাক মালালা ইউসুফজাই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

১৯৯৭ সালের ১২ই জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে জন্মগ্রহণ করেন মালালা।

২০০৭ সালে তালেবানরা পাকিস্তানের মিংগোরা শহরটি দখল করে এবং মেয়েদের স্কুলে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করে। কিন্ত এতে মালালা থেমে যাননি। তিনি বিবিসি -এর জন্য ছদ্মনামে তার জীবন ও সোয়াত উপত্যকার মেয়েদের শিক্ষা নিয়ে ২০০৯ সালে একটি ব্লগ শুরু করেন।

ডেসমন্ড টুটু দ্বারা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

২০১২ সালের ৯ই অক্টোবর একটি স্কুলের বাসে একজন সন্ত্রাসী মালালাকে চিহ্নিত করে গুলি করেন। এই সময় মালালার বয়স ছিল মাত্র ১৫ বছর।

একটি মিলিটারি হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর ডাক্তাররা তাকে ইংল্যান্ডের বার্মিংহামের আইসিইউতে স্থানান্তরিত করেন। একাধিক শল্যচিকিত্সা এবং কয়েক মাস পুনর্বাসনের চিকিত্সার পরে, মালালা বার্মিংহামের স্কুলে পড়া শুরু করেন।

মালালা তার ১৬তম জন্মদিনে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নারী শিক্ষা ও নারীর অধিকার নিয়ে বক্তৃতা দেন।

টাইম ম্যাগাজিন মালালাকে ২০১৩ সালে বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী হিসেবে ঘোষণা করে।

২০১৩ সালের অক্টোবর মাসে কানাডা সরকার তাকে সাম্মানিক কানাডীয় নাগরিকত্ব প্রদান করার কথা ঘোষণা করে।

২০১৪ খ্রিষ্টাব্দের মে মাসে হ্যালিফ্যাক্সে ইউনিভার্সিটি অব কিং’স কলেজ তাকে সাম্মানিক ডক্টরেট প্রদান করে।

২০১৪ সালে, মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার প্রাপক।

তিনি “I Am Malala” নামক একটি বই লেখেন যেটি আন্তর্জাতিক বেস্ট সেলার হয়েছিল।

২০১৫ খ্রিষ্টাব্দের একাডেমি পুরস্কারের জন্য বাছাইকৃত তথ্যচিত্র হি নেমড মি মালালা তার জীবন নিয়ে তৈরি হয়।

মালালা ইউসুফজাই কুইজ প্রশ্নোত্তর

মালালা ইউসুফজাই কবে ও কোথায় জন্ম গ্রহণ করেন ?

১২ই জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়র মিঙ্গোরাতে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম কি ?

জিয়াউদ্দিন ইউসুফজাই।

লেট হার ফ্লাই বইটির লেখক কে ?

মালালা ইউসুফজাই এর পিতা জিয়াউদ্দিন ইউসুফজাই।

মালালার আত্মজীবনীর নাম কি ?

I Am Malala

কত সালে মালালা নোবেল শান্তি পুরস্কার পান ?

২০১৪ সালে ।

মালালার পতির নাম কি ?

আসার মালিক

এরকম আরও কিছু পোস্ট :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button