General Knowledge Notes in BengaliNotes

DNA ও RNA এর পার্থক্য – DNA ও RNA এর তুলনা

Differences between DNA and RNA

DNA ও RNA এর পার্থক্য – DNA ও RNA এর তুলনা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো DNA ও RNA এর পার্থক্য নিয়ে। আমরা দেখে নেবো DNA কাকে বলে, RNA কাকে বলে, তাদের তুলনা ও এই সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে।

DNA কাকে বলে ?

DNA হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড । ডি অক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত যে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড জীবের সমস্ত প্রকার জৈবিক কাজ এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে DNA বলে।

image 3
DNA এর গঠন

RNA কাকে বলে?

সজীব কোশে উপস্থিত রাইবোজ শর্করা যুক্ত যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড প্রধানত প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তাকে RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। 

image 4
RNA এর গঠন

DNA ও RNA এর পার্থক্য :

বিষয়DNARNA
গঠনDNA এর গঠন দ্বিতন্ত্রী ও পেঁচানো সিঁড়ির মতো।RNA এর গঠন একতন্ত্রী হয়।
অবস্থানDNA বেশিরভাগ কোশের নিউক্লিয়াসের থাকে, এছাড়াও মাইটোকন্ড্রিয়ায় স্বল্প পরিমানে DNA দেখা যায়।বেশির ভাগ RNA পাওয়া যায় সাইটোপ্লাজমে, এছাড়াও নিউক্লিয়াস ও রাইবোজোমেও RNA পাওয়া যায়।
শর্করাDNA এর পেন্টোজ শর্করা ডি অক্সিরাইবোজ প্রকৃতির হয়।RNA এর পেন্টোজ শর্করা রাইবোজ প্রকৃতির হয়।
নাইট্রোজেন যুক্ত ক্ষারকDNA এর নাইট্রোজেন যুক্ত বেস (ক্ষারক) গুলি হলো – অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন।RNA এর নাইট্রোজেন বেসগুলি হলো – অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল
কাজDNA বংশগত বৈশিষ্ট বহন করে। ইহা বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসাবে কাজ করে।RNA সাধারণত প্রোটিন সংশ্লেষ করে। যদিও কিছু প্রজাতির উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের ক্ষেত্রে RNA বংশগত চরিত্র বহন করে।
প্রকারভেদDNA এর কার্যগত কোনো প্রকারভেদ নেই।কাজের ভিত্তিতে RNA ৫ প্রকার, যথা : tRNA, mRNA, gRNA, rRNA ও , মাইনর RNA ।
উৎপত্তিDNA নিজেই নিজের প্রতিলিপি তৈরির মাধ্যমে উৎপন্ন হয়।RNA নিজের প্রতিলিপি তৈরী করতে পারেনা। প্রয়োজনে এটি DNA থেকে সংশ্লেষিত হয়।

এরকম আরও প্রশ্ন –

শিরা ও ধমনী কাকে বলে ? বৈশিষ্ট্য ও পার্থক্য

গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য – PDF Download

উদ্ভিদের ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button