Mixed GK QAGeneral Knowledge Notes in Bengali

প্রশ্নোত্তরে ভারতীয় রেল । Q&A on Indian Railways

All About Indian Railways-Questions & Answers

Rate this post

প্রশ্নোত্তরে ভারতীয় রেল

প্রিয় পাঠকরা,ভারতীয় রেলের যে কোনো পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া রইলো।কমেন্টে জানিয়ো তোমাদের প্রশ্নোত্তরে ভারতীয় রেল কেমন লাগল।দেখে নাও প্রশ্নোত্তরে ভারতীয় রেল :

১. ভারতীয় রেলের জনক কাকে বলা হয়?

উত্তর :
লর্ড ডালহৌসি

২. ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে চলে?

উত্তর :
১৮৫৩ সালের ১৬ ই এপ্রিল ( মুম্বায় ও থানের মধ্যে ৩৪ কিলোমিটার , ৪০০ জন যাত্রী নিয়ে )

৩. ভারতের প্রথম ট্রেনটিতে কটি ইঞ্জিন ছিল ও তাদের নাম কি কি ?

উত্তর :
তিনটি – সাহেব, সিন্ধ, সুলতান

৪. ভারতের প্রথম ট্রেনটিতে কটি বগি ছিল?

উত্তর :
১৪ টি

৫. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?

উত্তর :
জন মাথাই


ভারতীয় রেলের বিভিন্ন উৎপাদন কেন্দ্র

নামপ্রতিষ্ঠার সালস্থানউৎপন্ন দ্রব্য
রেল কোচ ফ্যাক্টরি১৯৮৬কাপুরথালাপ্যাসেঞ্জার কোচ
রেল স্প্রিং কারখানা১৯৮৮গোয়ালিয়রপ্যাসেঞ্জার কোচের স্প্রিং
রেল হুইল ফ্যাক্টরি১৯৮৪ব্যাঙ্গালুরুরেলের চাকা ও এক্সেল
রেল হুইল ফ্যাক্টরি২০১২ছাপড়ারেলের চাকা
ভারত ওয়াগন ও ইঞ্জিনিয়ারিং১৯৭৮মুজাফ্ফরপুরযাত্রীবাহী কোচ ( তৈরী ও রক্ষনাবেক্ষন )
জামালপুর লোকোমোটিভ ওয়ার্কশপ১৮৬২জামালপুরডিজেল ও ইলেকট্রিক লোকো মেইনটেনেন্স
গোল্ডেন রক রেলওয়ে ওয়ার্কশপ১৯২৮ত্রিচিডিজেল ও ইলেকট্রিক লোকো
চিত্তরঞ্জন লোকোমোটিভ১৯৪৭চিত্তরঞ্জনইলেকট্রিক লোকোমোটিভ
ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস১৯৬১বারাণসীডিজেল লোকোমোটিভ
ডিজেল-লোকো মডার্নাইজেশন ওয়ার্কস১৯৮১পাটিয়ালাডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি১৯৫২চেন্নাইপ্যাসেঞ্জার কোচ
রেল কোচ ফ্যাক্টরি২০১২রাইবেরিলিপ্যাসেঞ্জার কোচ

৬. ভারতে রেলের প্রস্তাবনা প্রথম কোথায় এবং কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর :
মাদ্রাজ, ১৮৩২

৭. আয়তনের দিক থেকে ভারতীয় রেলের স্থান পৃথিবীতে কত নম্বরে?

উত্তর :
চতুর্থ ( আমেরিকা, চীন ও রাশিয়ার পরে )

৮. ভারতীয় রেলের ম্যাসকট কোনটি?

উত্তর :
“ভলু – দা গার্ড” নামক একটি হাতি

৯. ভারতে কটি রেলওয়ে জোন রয়েছে?

উত্তর :
১৮ টি ( মেট্রো ধরে , নতুন রেলওয়ে জোন – দক্ষিণ উপকূল রেলওয়ে , সদর দপ্তর – বিশাখাপত্তনম )

১০. ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি?

উত্তর :
নরদান রেলওয়ে

১১. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি?

উত্তর :
পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন

১২, ভারতীয় রেলওয়ে বোর্ড গঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর :
১৯০৫

১৩. ভারতের প্রথম রেল কোম্পানীর নাম কি ছিল?

উত্তর :
গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী ( ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত )

১৪. মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
মুম্বাই ( বিভাগ – মুম্বাই, ভুসাওয়াল, পুনে, সোলাপুর, নাগপুর)

১৫. পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
হাজিপুর ( বিভাগ – দানাপুর, ধানবাদ, মুঘলসরাই, সমস্তিপুর, সোনপুর )

১৬. পূর্ব উপকূল রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
ভুবনেশ্বর ( বিভাগ – খুরদা রোড, সম্বলপুর, বিশাখাপত্তনম )

১৭. পূর্ব রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
কলকাতা ( বিভাগ – হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা )

১৮. ভারতে ইলেকট্রিক ট্রেন চালু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর :
১৯২৫

১৯. ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন কোনটি?

উত্তর :
ডেকান কুইন

২০. ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় এবং কত খ্রিস্টাব্দে?

উত্তর :
কলকাতা , ১৯৮৪ ( ২৪শে অক্টোবর )

আরো দেখে নাও :  রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটস 

ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না

To check our latest Posts - Click Here

1 2 3 4Next page
Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

3 Comments

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali