General Knowledge Notes in BengaliNotes

চক্ষুর প্রধান অংশগুলির অবস্থান ও কাজ

Important part of the Eyes & their work

চক্ষুর প্রধান অংশগুলির অবস্থান ও কাজ

প্রিয় পাঠকেরা, তোমাদের  জন্য দেওয়া রইলো চক্ষুর প্রধান অংশগুলির অবস্থান ও কাজের তালিকা । চোখের কোন অংশ কোথায় অবস্থিত, তার কাজ কি তার একটি সুন্দর তালিকা উপস্থাপন করা হল।

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ তালিকা দেওয়া রইলো ।

চক্ষুর অংশঅবস্থানপ্রধান কাজ
স্ক্লেরাঅক্ষিগোলকের পশ্চাদ্ভাগে অবস্থিত বহিরাবকঅক্ষিগোলকের পশ্চাদ্ভাগে অন্যান্য স্তরকে রক্ষা করে
কোরোয়েডঅক্ষিগোলকের পশ্চাদ্ভাগে অবস্থিত মধ্য আবরকরেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে
রেটিনাঅক্ষিগোলকের পশ্চাদ্ভাগে অবস্থিত অন্তঃআবরকবস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে
কর্নিয়াঅক্ষিগোলকের বহিঃআবরকের সম্মুখভাগে অবস্থিতপ্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, আলোক রশ্মিকে
কেন্দ্রীভূত করা এর কাজ
আইরিশঅক্ষিগোলকের সম্মুখভাগে লেন্স-এর ওপরে অবস্থিততারারন্ধকে অর্থাৎ পিউপিলকে ছােট ও বড় হতে সাহায্য
করে
পিউপিলআইরিশের মাঝখানে অবস্থিত একটি ছোটো ছিদ্র বিশেষএর মাধ্যমে চোখে আলোক রশ্মি প্রবেশ করে।
লেন্সআইরিশের পশ্চাদভাগে অবস্থিত, দ্বিউত্তলাকার অংশআলোর প্রতিসরণ ঘটায় এবং আলোক রশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে।
কনজাংটিভাকর্নিয়ার বাইরের আবরণকরনিয়াকে রক্ষা করে
অ্যাকুয়াস হিউমরকর্নিয়া এবং লেন্স-এর মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিতপ্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে
ভিট্রিয়াস হিউমরলেন্স এবং রেটিনার অন্তবর্তী প্রকোষ্ঠে অবস্থিতপ্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে
ব্লাইন্ড স্পটরেটিনার এবং অপটিক স্নায়ুর মিলনস্থলে অবস্থিতএখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না
ইয়েলো স্পটতারারন্ধ্রের বিপরীত দিকে রেটিনার ওপরে অবস্থিতএখানে প্রতিবিম্ব গঠন সর্বাপেক্ষা ভাল হয়
সিলিয়ারি বডিআইরিশ এবং কোরয়েডের সংযোগস্থলে অবস্থিতলেন্সের উপযোজনে সহায়তা করে
রড কোষরেটিনায় অবস্থিতমৃদু আলো শোষণ করে
কোণ কোষরেটিনায় অবস্থিতউজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে
অশ্রু গ্রন্থিঅক্ষিকোটরের উপরিতলে, যেখানে ঊর্ধ্ব-পল্লব যুক্ত
থাকে সেখানে অবস্থিত
অশ্রু ক্ষরণ করে চোখকে আর্দ্র রাখা এর প্রধান কাজ
চোখের প্রধান অংশগুলির কাজ

PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download in PDF format

File name : চক্ষুর প্রধান অংশগুলির অবস্থান ও কাজ
File Type : PDF
File Size : 193 KB
No. of Pages : 02

আরো দেখে নাও :

বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক

ভিটামিন ( PDF, Video, MCQ )

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

বিজ্ঞানসম্মত নাম ( PDF )

হরমোন ( Note, PDF, 60+ MCQ )

রোগ ও তাদের জীবাণু

জৈব অ্যাসিড ও তাদের উৎস

প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান

বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ

প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button