History NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা তালিকা – PDF
List of Official Languages of Different Dynasties of India
ভারতের বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা তালিকা
ভারতের বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা তালিকা (List of Official Languages of Different Dynasties of India ) নিচে দেওয়া রইলো ।
ক্রমঃ | রাজবংশ | সরকারি ভাষা |
---|---|---|
১ | গুপ্ত | সংস্কৃত |
২ | চম্পা | সংস্কৃত |
৩ | চালুক্য | তেলেগু |
৪ | চোল | তামিল |
৫ | পল্লব | প্রাকৃত |
৬ | বিজয়নগর | তেলেগু |
৭ | মোঘল | ফারসি |
৮ | মৌর্য | মাগধি প্রাকৃত |
৯ | রাষ্ট্রকুট | কন্নড় |
১০ | শাক্য | পালি |
১১ | সঙ্গম | তামিল/ব্রাহ্মী |
১২ | সাতবহন | প্রাকৃত |
১৩ | সুলতানি | ফারসি |
বিভিন্ন সাম্রাজ্যের সরকারি ভাষা সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর :
১. মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল ?
উত্তর : মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফারসি।
২. দিল্লির সুলতানদের সরকারি ভাষা কি ছিল ?
উত্তর : দিল্লির সুলতানদের সরকারি ভাষা ছিল ফারসি।
৩. মৌর্য সাম্রাজ্যের সরকার ভাষা হলো –
উত্তর :মাগধি প্রাকৃত
Download Section:
- File Size : 900 KB
- No. of Pages : 01
- Format : PDF
- Language : Bengali
- Subject : Indian History
আরও দেখে নাও :
- সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস । সাতবাহন রাজবংশ
- ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি – তালিকা PDF
- বিভিন্ন রাজবংশের প্রথম ও শেষ সম্রাট
- ৭৫টি সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর – হরপ্পা সভ্যতা প্রশ্ন
- PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
To check our latest Posts - Click Here