History Notes

পরাধীন ভারতে গঠিত বিভিন্ন কমিটি ও কমিশন

Pre Independence Important Committees and Commissions in India

পরাধীন ভারতে গঠিত বিভিন্ন কমিটি ও কমিশন

পরাধীন ভারতে গঠিত বিভিন্ন কমিটি ও কমিশন সম্পর্কিত তথ্য নিচে দেওয়া রইলো ।

চালর্স উডের ডেসপ্যাচ

  • সাল : ১৮৫৪
  • আমলে : লর্ড ডালহৌসি
  • চেয়ারম্যান : চার্লস উড
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতে শিক্ষার বিস্তারের জন্য এই কমিটি গঠিত হয়েছিল।
    • এটি শিক্ষার ম্যাগনাকার্টা নামে পরিচিত।
    • এই কমিটির সুপারিশে ১৮৫৭ সালে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল।

ক্যাম্বেল কমিশন

  • সাল : ১৮৬৬
  • আমলে : স্যার জন লরেন্স
  • চেয়ারম্যান : স্যার জর্জ ক্যাম্বেল
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • বাংলা বিহার ও উড়িষ্যায় দুর্ভিক্ষের তদন্তের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল।

স্টার্চি কমিশন

  • সাল : ১৮৮০
  • আমলে : লর্ড লিটন
  • চেয়ারম্যান : রিচার্ড স্টার্চি
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • দুর্ভিক্ষ কবলিত এলাকায় ত্রাণ সরবরাহের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল।

হান্টার কমিশন

  • সাল : ১৮৮২
  • আমলে : লর্ড রিপন
  • চেয়ারম্যান : উইলিয়াম হান্টার
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • শিক্ষার উন্নতির পর্যালোচনার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল।

এটকিনসন কমিশন

  • সাল :১৮৮৬
  • আমলে : লর্ড ডাফরিন
  • চেয়ারম্যান : চার্লস এটকিনসন
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • সিভিল সার্ভিসে আরও বেশি সংখ্যক ভারতীয়দের অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে এই কমিশন গঠিত হয়েছিল।

ম্যানফিল্ড কমিশন

  • সাল :১৮৮৬
  • আমলে : লর্ড ডাফরিন
  • চেয়ারম্যান : স্যার ম্যানফিল্ড
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতে মুদ্রা ব্যবস্থার বিষয়ে পরিবর্তন আনার উদ্দেশ্যে এই কমিশন গঠিত হয়েছিল।

হার্শাল কমিটি

  • সাল :১৮৯৩
  • আমলে : লর্ড ল্যান্সডাউন
  • চেয়ারম্যান : স্যার হার্শাল
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • মুদ্রা ব্যবস্থা বিষয়ে ব্রিটিশ সরকারকে মূল্যবান উপদেশ প্রদান করেছিল এই কমিটি।

ওপিয়াম কমিশন

  • সাল :১৮৯৩
  • আমলে : লর্ড ল্যান্সডাউন
  • চেয়ারম্যান : টমাস ব্রাসি
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • স্বাস্থ্যের ওপর আফিমের প্রভাবের বিষয়ে তদন্তের উদ্দেশ্যে এই কমিশন গঠিত হয়েছিল।

লিয়াল কমিশন

  • সাল :১৮৯৭
  • আমলে : লর্ড এলগিন
  • চেয়ারম্যান : জেমস লিয়াল
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • দুর্ভিক্ষ দূরীকরণ বিষয়ে এই কমিশন সুপারিশ প্রদান করে।

হেনরি ফাওলার কমিশন

  • সাল :১৮৯৮
  • আমলে : লর্ড এলগিন
  • চেয়ারম্যান : হেনরি ফাওলার
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • মুদ্রা ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল।

ম্যাকডোনেল কমিশন

  • সাল :১৯০০
  • আমলে : লর্ড কার্জন
  • চেয়ারম্যান : এন্টোনি ম্যাকডোনেল
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • দুর্ভিক্ষ প্রতিবেদনের উপরে কয়েকটি সুপারিশ প্রদান করেছিল এই কমিশন।

সেচ কমিশন

  • সাল : ১৯০১
  • আমলে : লর্ড কার্জন
  • চেয়ারম্যান : স্যার ওলবিল স্কট মনকিঞ্জ
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • সেচ ব্যবস্থায় খরচের পরিকল্পনার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল।

রেলিগা কমিশন

  • সাল :১৯০২
  • আমলে : লর্ড কার্জন
  • চেয়ারম্যান : টমাস রেলিগা
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অবস্থা ও তাতে কি কি পরিবর্তন দরকার তার সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত হয়েছিল।

ফ্রেজার কমিশন

  • সাল :১৯০২
  • আমলে : লর্ড কার্জন
  • চেয়ারম্যান : স্যার অ্যান্ড্রু ফ্রেজার
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • পুলিশের তদন্ত ও বুদ্ধিমত্তা নিয়ে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই কমিশন গঠিত হয়েছিল।

রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস

  • সাল : ১৯১২
  • আমলে : লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ
  • চেয়ারম্যান : লর্ড ইসলিংটন
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতীয়দের জন্য উচ্চপদে ২৫% সংরক্ষণ প্রদানের সুপারিশ করে এই কমিটি।

ম্যাকলাগন কমিটি

  • সাল : ১৯১৮- ১৫
  • আমলে : লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ
  • চেয়ারম্যান : স্যার ম্যাকলাগন
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • সমবায় অর্থ ব্যবস্থার বিষয়ে সুপারিশ প্রদান করেছিল এই কমিটি।

স্যাডলার কমিশন

  • সাল : ১৯১৭
  • আমলে : লর্ড চেমসফোর্ড
  • চেয়ারম্যান : মাইকেল স্যাডলার
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • বিশ্ববিদ্যালয়গুলির তৎকালীন অবস্থা পর্যালোচনার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল।
    • এটি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নামেও পরিচিত ( প্রথম ছিল রেলিগা কমিশন ) ।

ব্যারিংটন কমিশন

  • সাল : ১৯১৯
  • আমলে : লর্ড চেমসফোর্ড
  • চেয়ারম্যান : ব্যারিংটন স্মিথ
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • মুদ্রা ব্যবস্থার বিষয়ে সুপারিশ প্রদান করেছিল এই কমিশন।

হান্টার কমিশন

  • সাল : ১৯১৯
  • আমলে : লর্ড চেমসফোর্ড
  • চেয়ারম্যান : উইলিয়াম হান্টার
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ প্রাঙ্গনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্তের জন্য এই কমিটি গঠিত হয়েছিল।

একওয়ার্থ কমিটি

  • সাল : ১৯২০
  • আমলে : লর্ড চেমসফোর্ড
  • চেয়ারম্যান : উইলিয়াম একওয়ার্থ
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • এই কমিটির সুপারিশে ১৯২৪ সালে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়েছিল।
    • ২০১৭ সাল পর্যন্ত ভারতবর্ষে এই ব্যবস্থা চলেছিল, তারপর রেল বাজেটকে সাধারণ বাজেটের সাথে যুক্ত করা হয়।

মুড্ডিমান কমিটি

  • সাল : ১৯২৪
  • আমলে : লর্ড রিডিং
  • চেয়ারম্যান : স্যার আলেক্সান্ডার মুড্ডিসান
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ১৯২১ সালে প্রচলিত মন্টেগু চেমসফোর্ডের কার্যাবলী যথাযথ ভাবে পালিত হচ্ছে কিনা তা দেখভালের জন্য এই কমিটি গঠিত হয়েছিল।

রয়্যাল কমিশন

  • সাল : ১৯২৪
  • আমলে : লর্ড রিডিং
  • চেয়ারম্যান : লর্ড লি
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • সিভিল সার্ভিসেস ত্রুটি দূরীকরণের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল।

স্যান্ডহার্স্ট কমিটি

  • সাল : ১৯২৬
  • আমলে : লর্ড রিডিং
  • চেয়ারম্যান : অ্যান্ড্রু স্কিন
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতীয় সেনাবাহিনীর দেশীকরণের জন্য বিবিধ সুপারিশ প্রদান করেছিল এই কমিটি।

হিলটন ইয়ং কমিশন

  • সাল :১৯২৬
  • আমলে : লর্ড রিডিং
  • চেয়ারম্যান : স্যার হিলটন ইয়ং
  • গুরুত্বপূর্ণ তথ্য :

বাটলার কমিশন

  • সাল : ১৯২৭
  • আমলে : লর্ড আরউইন
  • চেয়ারম্যান : হারকোর্ট বাটলার
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতের রাজ্যগুলির সঙ্গে রাজন্যবর্গের দ্বারা পরিচালিত রাজ্যগুলির সম্পর্কের মূল্যায়নের উদ্দেশ্যে এই কমিটি গঠিত হয়েছিল।

সাইমন কমিশন

  • সাল : ১৯২৭
  • আমলে : লর্ড আরউইন
  • চেয়ারম্যান : জন সাইমন
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতের সংবিধান সংস্থাপনের উদ্দেশ্যে সাত সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয়।
    • এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় বোম্বে শহরে অস্থিরতার সৃষ্টি হয় এবং পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যু হয়।
    • ১৯৩০ সালে সাইমন কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছিল এবং এই রিপোর্টের ওপর ভিত্তি করে ১৯৩৫ সালে গভর্নর অফ ইন্ডিয়া এক্ট বলবৎ হয়েছিল।

লিনলিথগো কমিশন

  • সাল : ১৯২৮
  • আমলে : লর্ড আরউইন
  • চেয়ারম্যান : লর্ড লিনলিথগো
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • কৃষিকার্যের সমস্যা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল এই কমিশন।

হার্টগ কমিশন

  • সাল : ১৯১৯
  • আমলে : লর্ড আরউইন
  • চেয়ারম্যান : স্যার হার্টগ
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতে শিক্ষা ব্যবস্থার উন্নতি পর্যালোচনার জন্য এই কমিশন গঠিত হয়েছিল।

উইটলি কমিশন

  • সাল : ১৯২৯
  • আমলে : লর্ড আরউইন
  • চেয়ারম্যান : জে এইচ উইটলি
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • শিল্প কারখানায় শ্রমিকদের অবস্থা পর্যালোচনার জন্য এই কমিশন গঠিত হয়েছিল।

ভারতীয় পরিমাপক কমিটি

  • সাল : ১৯৩৫
  • আমলে : লর্ড ওয়েলিংডন
  • চেয়ারম্যান : ল্যারি হেমন্ড
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • প্রাদেশিক বিধানসভায় শ্রমিকদের অন্তর্ভুক্তির উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছিল।

সাপ্রু কমিশন

  • সাল : ১৯৩৫
  • আমলে : লর্ড লিনলিথগো
  • চেয়ারম্যান : তেজ বাহাদুর সাপ্রু
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • বেকারত্ব বিষয়ে এই কমিশন গঠন করা হয়েছিল।

চ্যাটফিল্ড কমিশন

  • সাল : ১৯৩৯
  • আমলে : লর্ড লিনলিথগো
  • চেয়ারম্যান : আর্নেল চ্যাটফিল্ড
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতিকরণের উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল।

ফ্লাড কমিশন

  • সাল : ১৯৪০
  • আমলে : লর্ড লিনলিথগো
  • চেয়ারম্যান : ফ্রান্সিস ফ্লাড
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • বাংলার প্রজাস্বত্বের বিষয়ে এই কমিশন গঠন করা হয়েছিল।

দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন

  • সাল : ১৯৪৩ – ৪৪
  • আমলে : লর্ড ওয়াবেল
  • চেয়ারম্যান : জন উডহুড
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • বাংলায় দুর্ভিক্ষের অনুসন্ধানের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল।

সার্জেন্ট কমিশন

  • সাল : ১৯৪৪
  • আমলে : লর্ড ওয়াবেল
  • চেয়ারম্যান : জন সার্জেন্ট
  • গুরুত্বপূর্ণ তথ্য :
    • ভারতে ব্রিটেনের ন্যায় শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button