NotesGeneral Knowledge Notes in Bengali

ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা – ( ১৯৫৬ – ২০২১ ) – PDF

BALLON D'OR FULL LIST OF WINNERS

ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা

আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৫৬-২০২১ ) । এর সাথে আমরা দেখে নেবো ব্যালন ডি’অর (Ballon d’Or ) পুরস্কার সম্পর্কিত আরও অনেক তথ্য ।

ব্যালন ডি’অর পুরস্কার কি ?

ব্যালন ডি’অর একটি ফুটবল পুরস্কার যা প্রতি বছর ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রঁস ফুতবোল (France Football) প্রদান করে থাকে। এটি ব্যক্তিগত পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সবচেয়ে প্রাচীন পুরস্কারগুলির মধ্যে অন্যতম।

কবে থেকে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা শুরু হয় ?

পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা শুরু হয়

ব্যালন ডি’অর কথাটির অর্থ কি ?

ব্যালন ডি’অর কথাটির অর্থ হল সোনার ফুটবল ।

এই পুরস্কারটির পরিকল্পনা কে করেছিলেন ?

ফরাসি ক্রীড়া লেখক-সাংবাদিক গাব্রিয়েল আনো (Gabriel Hanot) এই পুরস্কারটির পরিকল্পনা করেন। 

সবচেয়ে বেশিবার কোন ফুটবলার ব্যালন ডি’অর পেয়েছেন ?

লিওলেন মেসি , এখনো পর্যন্ত ৭ বার পেয়েছেন ।

এই পুরস্কারের জন্য কোন খেলোয়াড় সবথেকে বেশিবার মনোনীত হয়েছেন ?

লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোলান্দো । দুজনেই ১৭ বার মনোনীত হয়েছেন ।

ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

বছরখেলোয়াড়ক্লাব
২০২১ লিওনেল মেসি পারি সাঁ-জেরমাঁ
২০১৯ লিওনেল মেসি বার্সেলোনা
২০১৮লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ
২০১৭ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৬ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৫ লিওনেল মেসি বার্সেলোনা
২০১৪ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৩ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১২ লিওনেল মেসি বার্সেলোনা
২০১১ লিওনেল মেসি বার্সেলোনা
২০১০ লিওনেল মেসি বার্সেলোনা
২০০৯ লিওনেল মেসি বার্সেলোনা
২০০৮ ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৭ কাকা ইন্টারন্যাজিওন্যালে মিলানো
২০০৬ ফ্যাবিও ক্যানাভারো রিয়াল মাদ্রিদ
২০০৫ রোনালদিনহো বার্সেলোনা
২০০৪আন্দ্রেই শেভচেঙ্কো এ.সি. মিলান
২০০৩পাভেল নেদভেদ জুভেন্টাস
২০০২ রোনালদো রিয়াল মাদ্রিদ
 ইন্টারন্যাজিওন্যালে মিলানো
২০০১ মাইকেল ওয়েন লিভারপুল
২০০০ লুইস ফিগো রিয়াল মাদ্রিদ,  বার্সেলোনা
১৯৯৯ রিভালদো বার্সেলোনা
১৯৯৮ জিনেদিন জিদান জুভেন্টাস
১৯৯৭ রোনালদো ইন্টারন্যাজিওন্যালে মিলানো
 বার্সেলোনা
১৯৯৬ মাথিয়াস সামার বরুসিভা ডর্টমুন্ড
১৯৯৫জর্জ উইয়াহ এ.সি. মিলান, প্যারিস সেইন্ট-জার্মেইন
১৯৯৪হ্রিস্টো স্টইচকভ বার্সেলোনা
১৯৯৩ রবের্তো বাজ্জো জুভেন্টাস
১৯৯২ মার্কো ফন বাস্তেন এ.সি. মিলান
১৯৯১ জঁ-পিয়ের পাপাঁ ওলাঁপিক মার্সেই
১৯৯০ লোথার মাথেউস ইন্টারন্যাজিওন্যালে মিলানো
১৯৮৯ মার্কো ফন বাস্তেন এ.সি. মিলান
১৯৮৮ মার্কো ফন বাস্তেন এ.সি. মিলান
১৯৮৭ রুড হুলিট এ.সি. মিলান
 পিএসভি আইন্দোভেন
১৯৮৬ ইগর বেলানভসোভিয়েত ইউনিয়ন ডাইনামো কিয়েভ
১৯৮৫ মিশেল প্লাতিনি জুভেন্টাস
১৯৮৪ মিশেল প্লাতিনি জুভেন্টাস
১৯৮৩ মিশেল প্লাতিনি জুভেন্টাস
১৯৮২ পাওলো রসি জুভেন্টাস
১৯৮১ কার্ল-হাইন্ৎস রুমেনিগে বায়ার্ন মিউনিখ
১৯৮০ কার্ল-হাইন্ৎস রুমেনিগে বায়ার্ন মিউনিখ
১৯৭৯ কেভিন কিগান হ্যামবার্গার এসভি
১৯৭৮ কেভিন কিগান হ্যামবার্গার এসভি
১৯৭৭অ্যালান সিমনসেন বরুসিভা মঞ্চেনগ্লাডবাক
১৯৭৬ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বায়ার্ন মিউনিখ
১৯৭৫ওলে ব্লখিনসোভিয়েত ইউনিয়ন ডাইনামো কিয়েভ
১৯৭৪ ইয়োহান ক্রুইফ বার্সেলোনা
১৯৭৩ ইয়োহান ক্রুইফ বার্সেলোনা
 আয়াক্স আমস্টারডাম
১৯৭২ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বায়ার্ন মিউনিখ
১৯৭১ ইয়োহান ক্রুইফ আয়াক্স আমস্টারডাম
১৯৭০ গার্ড ম্যুলার বায়ার্ন মিউনিখ
১৯৬৯ গিয়ান্নি রিভেরা এ.সি. মিলান
১৯৬৮ জর্জ বেস্ট ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৭ফ্লোরিয়ান অ্যালবার্টফেরেনকাভারসি টিসি
১৯৬৬ ববি চার্লটন ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৫ ইউসেবিও এসএল বেনফিকা
১৯৬৪স্কটল্যান্ড ডেনিস ল ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৩লেভ ইয়েসিনডাইনামো মস্কো
১৯৬২জোসেফ ম্যাসোপাস্টডুকলা প্রাহা
১৯৬১  ওমার সিভোরি জুভেন্টাস
১৯৬০ লুই সুয়ারেজ বার্সেলোনা
১৯৫৯ আলফ্রেদো দি স্তেফানো রিয়াল মাদ্রিদ
১৯৫৮ রেমন্ড কোপা রিয়াল মাদ্রিদ
১৯৫৭ আলফ্রেদো দি স্তেফানো রিয়াল মাদ্রিদ
১৯৫৬ স্ট্যানলি ম্যাথিউস ব্ল্যাকপুল
BALLON D’OR FULL LIST OF WINNERS

Note :
▣ করোনা মহামারীর কারণে ২০২০ সালে এই পুরস্কার বাতিল করা হয়েছিল ।
▣ ২০১০ সালের পর থেকে ফিফা বর্ষসেরা খেলোয়াড়-এর সাথে এই পুরস্কার একত্রীকরণ করে ফিফা বালোঁ দর পুরস্কার প্রবর্তন করা হয়।

আরও দেখে নাও :

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ী তালিকা – PDF

ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020

ক্রিকেট বিশ্বকাপ কুইজ-বাংলা কুইজ – সেট ১৪৫

Download Section

  • File Name : ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা – ( ১৯৫৬ – ২০২১ ) – PDF – বাংলা কুইজ
  • File Size : 2 MB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Sports

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button