NotesGeneral Knowledge Notes in Bengali
বাংলাদেশের প্রধান সংবাদপত্র ও প্রতিষ্ঠা সাল তালিকা – PDF
List of Important Newspaper of Bangladesh and their Foundation year
বাংলাদেশের প্রধান সংবাদপত্র ও প্রতিষ্ঠা সাল তালিকা
দেওয়া রইলো বাংলাদেশের প্রধান সংবাদপত্র ও প্রতিষ্ঠা সাল (List of Important Newspaper of Bangladesh and their Foundation year ) তালিকা। বাংলাদেশের কোন সংবাদপত্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার একটি সুন্দর তালিকা তোমাদের জন্য নিচে দেওয়া থাকলো ।
বাংলদেশের বিভিন্ন সংবাদপত্রের প্রতিষ্ঠাকাল তালিকা
নং | সংবাদপত্র | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
১ | দৈনিক সংবাদ | ১৯৫১ |
২ | দৈনিক ইত্তেফাক | ১৯৫৩ |
৩ | দৈনিক আজাদী | ১৯৬০ |
৪ | দৈনিক সংগ্রাম | ১৯৭০ |
৫ | দৈনিক জনতা | ১৯৮৩ |
৬ | দৈনিক সিলেটের ডাক | ১৯৮৪ |
৭ | দৈনিক ইনকিলাব | ১৯৮৬ |
৮ | দৈনিক পূর্বকোণ | ১৯৮৬ |
৯ | দৈনিক ভোরের কাগজ | ১৯৯২ |
১০ | দৈনিক জনকণ্ঠ | ১৯৯৩ |
১১ | দৈনিক জালালাবাদ | ১৯৯৩ |
১২ | দৈনিক মানবজমিন | ১৯৯৭ |
১৩ | দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ | ১৯৯৭ |
১৪ | দৈনিক প্রথম আলো | ১৯৯৮ |
১৫ | দৈনিক যুগান্তর | ১৯৯৯ |
১৬ | যায়যায়দিন | ১৯৯৯ |
১৭ | দৈনিক সবুজ সিলেট | ২০০১ |
১৮ | দৈনিক শ্যামল সিলেট | ২০০১ |
১৯ | দৈনিক আমাদের সময় | ২০০৩ |
২০ | দৈনিক সুপ্রভাত বাংলাদেশ | ২০০৩ |
২১ | দৈনিক নয়া দিগন্ত | ২০০৪ |
২২ | কুমিল্লার কাগজ | ২০০৪ |
২৩ | দৈনিক সমকাল | ২০০৫ |
২৪ | বাংলাদেশ প্রতিদিন | ২০১০ |
২৫ | দৈনিক কালের কণ্ঠ | ২০১০ |
২৬ | আমাদের অর্থনীতি | ২০১১ |
২৭ | দৈনিক বণিক বার্তা | ২০১১ |
২৮ | দৈনিক মানবকণ্ঠ | ২০১৩ |
২৯ | দৈনিক আলোকিত বাংলাদেশ | ২০১৩ |
৩০ | দৈনিক সময়ের আলো | ২০১৯ |
আরও দেখে নাও :
পশ্চিমবঙ্গের সেতু সমূহ তালিকা । List Of Famous Bridges in West Bengal PDF
Download Section
- File Name : বাংলাদেশের প্রধান সংবাদপত্র ও প্রতিষ্ঠা সাল তালিকা
- File Size : 177 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here