Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই ডিসেম্বর – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০১৭-২০১৯এর সময়কালের জন্য মর্যাদাপূর্ণ ৭তম ‘ডঃ এম.এস. স্বামীনাথন পুরস্কার’-এ কে ভূষিত হয়েছেন?

(A) ডাঃ জসবীর সিং বাজাজ
(B) ডাঃ ভি. প্রবীণ রাও
(C) ডাঃ আজমল আমীর
(D) ডাঃ অনিল আগারওয়াল

[spoiler title=”উত্তর : “] (B) ডাঃ ভি. প্রবীণ রাও

  • তিনি ‘অধ্যাপক জয়শঙ্কর তেলেঙ্গানা রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়’-এর উপাচার্য।
[/spoiler]

২. ‘Disney Byju’s Early Learn App’ সম্প্রতি কাকে তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?

(A) নীরজ চোপড়া
(B) সুনীল ছেত্রী
(C) মীরাবাই চানু
(D) পি ভি সিন্ধু

[spoiler title=”উত্তর : “] (A) নীরজ চোপড়া

  • বেঙ্গালুরু-ভিত্তিক ফিনটেক ফার্ম ‘কিনারা ক্যাপিটাল’ ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে।
  • UNESCO-এর গুডউইল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন নাওমি কাওয়াসে।
  • স্মৃতি মান্ধানাকে GUVI-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
[/spoiler]

৩. ফোর্বসের, ১০০ সবচেয়ে শক্তিশালী মহিলাদের বার্ষিক তালিকায় ভারতের নির্মলা সীতারামনের র‍্যাঙ্ক কী ?

(A) ৩৫
(B) ৩৭
(C) ৩৯
(D) ৪১

[spoiler title=”উত্তর : “] (B) ৩৭

  • কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফোর্বসের বিশ্বের ১০০ সবচেয়ে শক্তিশালী মহিলাদের বার্ষিক তালিকায় জায়গা করে নিয়েছেন ।
  • জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট এই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন।
[/spoiler]

৪. উজবেকিস্তানের তাসখন্দে কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪৯ কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছে?

(A) ক্রিস্টিনা সোবোল
(B) ঝিল্লি ডালাবেহেরা
(C) অচিন্তা শিউলি
(D) ছায়াত্র প্রমংখোল

[spoiler title=”উত্তর : “] (B) ঝিল্লি ডালাবেহেরা

  • ভারতীয় ভারোত্তোলক ঝিলি দালাবেহেরা উজবেকিস্তানের তাসখন্দে কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
  • তিনি ৪৯ কেজি বিভাগে স্বর্ণপদক জেতার জন্য স্ন্যাচে ৭৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি সহ মোট ১৬৭ কেজি ওজন তুলেছিলেন।
  • কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২১এর ৭ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
[/spoiler]

৫. সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নন্দ প্রুস্টি মারা যান। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) গান
(B) অভিনয়
(C) শিক্ষা
(D) রাজনীতি

[spoiler title=”উত্তর : “] (C) শিক্ষা

  • নিজের কান্তিরা গ্রামে তিনি নন্দ মাস্টার বা নন্দ স্যার নামে পরিচিত ছিলেন।
  • জনসাধারণকে শিক্ষিত করার জন্য কঠোর পরিশ্রমের দ্বারা তিনি সবসময় ওড়িশার চাটশালী প্রাথমিক বিদ্যালয়এ শিক্ষার স্রোত বজায় রেখে ছিলেন ও সেই গ্রামে শিক্ষার উন্নতির জন্য অনেক কাজ করেন।
[/spoiler]

৬. ৮ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত নিম্নলিখিত কোন সপ্তাহ পালন করা হচ্ছে?

(A) জাতীয় শক্তি সংরক্ষণ সপ্তাহ
(B) জাতীয় সাক্ষরতা সপ্তাহ
(C) আন্তর্জাতিক উন্নয়ন সপ্তাহ
(D) অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ

[spoiler title=”উত্তর : “] (A) জাতীয় শক্তি সংরক্ষণ সপ্তাহ

  • এটি “আজাদী কা অমৃত মহোৎসব” এর অধীনে আইকনিক সপ্তাহ হিসাবে চিহ্নিত করা হচ্ছে।
  • ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) কার্যত ইভেন্ট চলাকালীন ৮ ডিসেম্বর ২০২১-এ “সার্টিফিকেশন কোর্স অন হোম এনার্জি অডিট (HEA)” চালু করেছে।
[/spoiler]

৭. ‘Lowy Institute Asia Power Index 2021’-এর একটি রিপোর্ট অনুসারে, এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলির পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

[spoiler title=”উত্তর : “] (D) চতুর্থ

  • সূচকে শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে চীন এবং তৃতীয় স্থানে জাপান।
  • থাইল্যান্ড সূচকে দশম স্থানে ছিল।
[/spoiler]

৮. সংসদ সম্প্রতি ART (আইন) বিল, ২০২১ পাস করেছে। ART বলতে কী বোঝায়?

(A) Acclaimed Reproduction Technique
(B) Assured Reproduction Treatment
(C) Assisted Reproductive Technology
(D) Assured Reproductive Technology

[spoiler title=”উত্তর : “] (C) Assisted Reproductive Technology

  • এই বিল টি এসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ক্লিনিক এবং ব্যাঙ্ক এর জন্য প্রণয়ন করা হয়েছে।
  • প্রতিটি ART ক্লিনিক অবশ্যই ভারতের ‘ন্যাশনাল রেজিস্ট্রি অফ ব্যাঙ্কস অ্যান্ড ক্লিনিক’-এর অধীনে নিবন্ধিত হতে হবে।
[/spoiler]

৯. সম্প্রতি কে ‘Young Geospatial Scientist’ পুরস্কার জিতেছে?

(A) উদিত সিংহল
(B) কার্তিক রাজ
(C) রোপেশ গয়াল
(D) অভিনব কুমার

[spoiler title=”উত্তর : “] (C) রোপেশ গয়াল

  • IIT-কানপুরের রোপেশ গোয়েল ২০২১ সালের ডিসেম্বরে ‘ইয়ং জিওস্প্যাশিয়াল সায়েন্টিস্ট‘ পুরস্কার জিতেছেন।
  • ভারতীয় জিওড মডেল এবং কম্পিউটেশন সফ্টওয়্যার বিকাশে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়েছে।
[/spoiler]

১০. প্রতিবছর মানবাধিকার দিবস (Human Rights Day) কবে পালিত হয় ?

(A) ৯ই ডিসেম্বর
(B) ১০ই ডিসেম্বর
(C) ১৩ই নভেম্বর
(D) ১০ই জানুয়ারী

[spoiler title=”উত্তর : “] (B) ১০ই ডিসেম্বর

  • ১৯৪৮ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (UDHR) গৃহীত হয়।
  • ২০২১ সালের মানবাধিকার দিবসের থিম হল ‘সমতা-বৈষম্য কমানো এবং মানবাধিকারের অগ্রগতি’ (Equality-Reducing inequalities and advancing human rights)।
[/spoiler]

১১. প্রতি বছর কবে ‘আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস’ (International Animal Rights Day) পালন করা হয়?

(A) ৮ই ডিসেম্বর
(B) ১১ই ডিসেম্বর
(C) ১০ই ডিসেম্বর
(D) ৯ই ডিসেম্বর

[spoiler title=”উত্তর : “] (C) ১০ই ডিসেম্বর

  • দিবসটির লক্ষ্য মানুষের অত্যাচারের শিকার হওয়া পশুদের স্মরণ করা এবং আমাদের সর্বজনীন প্রাণী অধিকার ঘোষণার (UDAR) স্বীকৃতির আহ্বান জানানো।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধের জন্য ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে ও ঘোষণা করে।
[/spoiler]

১২. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘গণতন্ত্রের জন্য প্রথম শীর্ষ সম্মেলন’-এ (The First Summit for Democracy) ভারত থেকে নিম্নলিখিতদের মধ্যে কে অংশগ্রহণ করেছিল?

(A) সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
(B) রাজনাথ সিং
(C) নরেন্দ্র মোদি
(D) অমিত শাহ

[spoiler title=”উত্তর : “] (C) নরেন্দ্র মোদি

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের আমন্ত্রণে ৯ ডিসেম্বর ২০২১ তারিখে গণতন্ত্রের জন্য প্রথম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
  • ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবেলার জন্য এই শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছিল।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button