12th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১২ই সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 10th & 11th September Current Affairs Quiz 2023 – Bengali
১. সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ (SAFF U-16 Championships) জিতেছে
(A) পাকিস্তান
(B) চীন
(C) ভারত
(D) বাংলাদেশ
ভুটানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে নিয়েছে ভারত। [/spoiler]
২. টাটা স্টিল লিমিটেডের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?
(A) টিভি নরেন্দ্রন
(B) এন. চন্দ্রশেখরন
(C) রতন টাটা
(D) সাইরাস মিস্ত্রি
টিভি নরেন্দ্রন টাটা স্টিল লিমিটেডের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন। [/spoiler]
৩. RBI সম্প্রতি কাকে ৩ বছরের জন্য ICICI ব্যাঙ্কের MD হিসেবে পুনঃনিযুক্তির অনুমোদন দিয়েছে ?
(A) সন্দীপ বক্সী
(B) রাজেশ মিশ্র
(C) সুদীপ ভগত
(D) সন্দীপ শর্মা
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৪ই অক্টোবর থেকে কার্যকরী তিন বছরের জন্য ICICI ব্যাঙ্কের এমডি এবং সিইও সন্দীপ বকশির পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে। [/spoiler]
৪. এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রান করেছেন –
(A) বিরাট কোহলি
(B) বাবর আজম
(C) জো রুট
(D) রোহিত শর্মা
- আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে সবথেকে কম ইনিংসে ১৩ রান করার মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি।
- ভাঙলেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড।
- এর আগে সচিন ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। কোহলি তা করলেন মাত্র ২৬৭ ইনিংসে।
- আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৮ হাজার থেকে রান থেকে ১৩ হাজার রান পর্যন্ত প্রতিটি রেকর্ডই বিরাট কোহলি সবথেকে কম ম্যাচ খেলে নিজের নামে করেছেন।
৫. NTPC গ্রীন এনার্জি লিমিটেড সম্প্রতি গ্রীন হাইড্রোজেন উৎপাদনের জন্য কোন সংস্থার এর সাথে পার্টনারশীপ করেছে ?
(A) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন
(B) অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
(C) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
(D) নয়ারা এনার্জি
NTPC গ্রীন এনার্জি লিমিটেড সম্প্রতি গ্রীন হাইড্রোজেন উৎপাদনের জন্য নয়ারা এনার্জি (Nayara Energy) এর সাথে কোলাবোরেশন করার জন্য একটি মৌ (MoU ) স্বাক্ষর করেছে । [/spoiler]
৬. মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিচ্ছেন ?
(A) অজয় ভাদু
(B) প্রমোদ কুমার শর্মা
(C) অরুণ গোয়েল
(D) প্রবিন্দ জগন্নাথ
মালদ্বীপের ইলেকশন কমিশনের আমন্ত্রণে মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অরুণ গোয়েল। [/spoiler]
৭. One Sun, One World, One Grid (OSOWOG) সম্মেলনের জন্য ট্রান্সন্যাশনাল গ্রিড ইন্টারকানেকশনের আয়োজন করছে কোন শহর?
(A) নয়াদিল্লি
(B) গান্ধী নগর
(C) বেঙ্গালুরু
(D) মুম্বাই
এটির আয়োজন করছে Power Grid Corporation of India Limited (POWERGRID), । [/spoiler]
৮. কোন প্রতিষ্ঠান গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে ‘ফেস অথেনটিকেশন সিস্টেম’ চালু করেছে?
(A) NPCI
(B) UIDAI
(C) NITI Aayog
(D) NASSCOM
মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে ‘ফেস অথেনটিকেশন সিস্টেম’ চালু করেছে Unique Identity Authority of India (UIDAI) । [/spoiler]
৯. সম্প্রতি ব্রিটিশ একাডেমি বই পুরস্কারের জন্য কতজন ভারতীয়-বংশোদ্ভূত লেখক শর্টলিস্টেড হয়েছেন ?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
ভারতীয় ঐতিহ্যের দুই লেখক, যুক্তরাজ্য-ভিত্তিক নন্দিনী দাস এবং ইউএস-ভিত্তিক ক্রিস মাঞ্জপ্রা, ২০২৩ সালের ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ ফর গ্লোবাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং-এর জন্য শর্টলিস্টেড হয়েছেন । [/spoiler]
১০. ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ থেকে কততম সুব্রতোকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে?
(A) ৫৯
(B) ৬০
(C) ৬১
(D) ৬২
- ১৯শে সেপ্টেম্বর থেকে ৬২ তম সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
- এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে এয়ার মার্শাল সুব্রত মুখার্জির নামে।
To check our latest Posts - Click Here