Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  10th & 11th September Current Affairs Quiz 2023 – Bengali


১. সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ (SAFF U-16 Championships) জিতেছে

(A) পাকিস্তান
(B) চীন
(C) ভারত
(D) বাংলাদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (C) ভারত
ভুটানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে নিয়েছে ভারত। [/spoiler]

২. টাটা স্টিল লিমিটেডের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?

(A) টিভি নরেন্দ্রন
(B) এন. চন্দ্রশেখরন
(C) রতন টাটা
(D) সাইরাস মিস্ত্রি

[spoiler title=’উত্তর ‘ ] (A) টিভি নরেন্দ্রন
টিভি নরেন্দ্রন টাটা স্টিল লিমিটেডের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন। [/spoiler]

৩. RBI সম্প্রতি কাকে ৩ বছরের জন্য ICICI ব্যাঙ্কের MD হিসেবে পুনঃনিযুক্তির অনুমোদন দিয়েছে ?

(A) সন্দীপ বক্সী
(B) রাজেশ মিশ্র
(C) সুদীপ ভগত
(D) সন্দীপ শর্মা

[spoiler title=’উত্তর ‘ ] (A) সন্দীপ বক্সী
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৪ই অক্টোবর থেকে কার্যকরী তিন বছরের জন্য ICICI ব্যাঙ্কের এমডি এবং সিইও সন্দীপ বকশির পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে। [/spoiler]

৪. এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রান করেছেন –

(A) বিরাট কোহলি
(B) বাবর আজম
(C) জো রুট
(D) রোহিত শর্মা

[spoiler title=’উত্তর ‘ ] (A) বিরাট কোহলি

  • আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে সবথেকে কম ইনিংসে ১৩ রান করার মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি।
  • ভাঙলেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড।
  • এর আগে সচিন ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। কোহলি তা করলেন মাত্র ২৬৭ ইনিংসে।
  • আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৮ হাজার থেকে রান থেকে ১৩ হাজার রান পর্যন্ত প্রতিটি রেকর্ডই বিরাট কোহলি সবথেকে কম ম্যাচ খেলে নিজের নামে করেছেন।
[/spoiler]

৫. NTPC গ্রীন এনার্জি লিমিটেড সম্প্রতি গ্রীন হাইড্রোজেন উৎপাদনের জন্য কোন সংস্থার এর সাথে পার্টনারশীপ করেছে ?

(A) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন
(B) অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
(C) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
(D) নয়ারা এনার্জি

[spoiler title=’উত্তর ‘ ] (D) নয়ারা এনার্জি
NTPC গ্রীন এনার্জি লিমিটেড সম্প্রতি গ্রীন হাইড্রোজেন উৎপাদনের জন্য নয়ারা এনার্জি (Nayara Energy) এর সাথে কোলাবোরেশন করার জন্য একটি মৌ (MoU ) স্বাক্ষর করেছে । [/spoiler]

৬. মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিচ্ছেন ?

(A) অজয় ভাদু
(B) প্রমোদ কুমার শর্মা
(C) অরুণ গোয়েল
(D) প্রবিন্দ জগন্নাথ

[spoiler title=’উত্তর ‘ ] (C) অরুণ গোয়েল
মালদ্বীপের ইলেকশন কমিশনের আমন্ত্রণে মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অরুণ গোয়েল। [/spoiler]

৭. One Sun, One World, One Grid (OSOWOG) সম্মেলনের জন্য ট্রান্সন্যাশনাল গ্রিড ইন্টারকানেকশনের আয়োজন করছে কোন শহর?

(A) নয়াদিল্লি
(B) গান্ধী নগর
(C) বেঙ্গালুরু
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (A) নয়াদিল্লি
এটির আয়োজন করছে Power Grid Corporation of India Limited (POWERGRID), । [/spoiler]

৮. কোন প্রতিষ্ঠান গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে ‘ফেস অথেনটিকেশন সিস্টেম’ চালু করেছে?

(A) NPCI
(B) UIDAI
(C) NITI Aayog
(D) NASSCOM

[spoiler title=’উত্তর ‘ ] (B) UIDAI
মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে ‘ফেস অথেনটিকেশন সিস্টেম’ চালু করেছে Unique Identity Authority of India (UIDAI) । [/spoiler]

৯. সম্প্রতি ব্রিটিশ একাডেমি বই পুরস্কারের জন্য কতজন ভারতীয়-বংশোদ্ভূত লেখক শর্টলিস্টেড হয়েছেন ?

(A)
(B)
(C)
(D)

[spoiler title=’উত্তর ‘ ] (B)
ভারতীয় ঐতিহ্যের দুই লেখক, যুক্তরাজ্য-ভিত্তিক নন্দিনী দাস এবং ইউএস-ভিত্তিক ক্রিস মাঞ্জপ্রা, ২০২৩ সালের ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ ফর গ্লোবাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং-এর জন্য শর্টলিস্টেড হয়েছেন । [/spoiler]

১০. ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ থেকে কততম সুব্রতোকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে?

(A) ৫৯
(B) ৬০
(C) ৬১
(D) ৬২

[spoiler title=’উত্তর ‘ ] (D) ৬২

  • ১৯শে সেপ্টেম্বর থেকে ৬২ তম সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
  • এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে এয়ার মার্শাল সুব্রত মুখার্জির নামে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button